নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
গল্প নয় বাস্তব....
ভুজিসিক নিক(Nick Vujicic), তার সবই আছে, শুধু দুটি হাত আর দুইটি পা নেই। তৃতীয়ত তার কোনো অজুহাত নেই। নিক ভুইয়টসিক (ইংরেজি: Nick Vujicic; জন্মঃ ডিসেম্বর ৪, ১৯৮২) একজন অস্ট্রেলিয়ান খ্রিস্টান ধর্মপ্রচারক এবং অনুপ্রেরণাদায়ী বক্তা। বিরল টেট্রা-আমেলিয়া সিনড্রোম(ইংরেজি: Tetra-amelia syndrome) এর কারণে চার হাত-পায়ের অনুপস্থিতিতে তার জন্ম হয়। স্বাভাবিকভাবেই এতে শিশুকাল থেকেই তাকে মানসিক ও দৈহিকভাবে সংগ্রাম করতে হয়।
ভুজিসিক নিক, শামুকের মত শরীর বাকিয়ে চলাফেরা করেন। মাথা প্রথমে ফ্লোরে ঠেকান। তারপর শরীরটাকে ভাঁজ করে সামনে এগিয়ে যান। পা না থাকলেও সৃষ্টিকর্তা তার শরীরের এক চিপা দিয়ে দুইটি আঙ্গুল বের করে দিয়েছেন। উনি দুই আঙ্গুল দিয়ে মিনিটে ৪৭টি ওয়ার্ড টাইপ করতে পারেন।
মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার লুগানের গ্রিফথ ইউনিভার্সিটিতে ভর্তি হন নিক। সেখান থেকে অ্যাকাউন্টিং এবং ফাইনান্সিয়াল প্লানিংয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন তিনি। মাত্র ১৯ বছর বয়স তিনি তাঁর নিজের অভিজ্ঞতা থেকে নানা বয়সী, নানা পেশার মানুষদের শোনাতে থাকেন কিভাবে মনের জোরে বিশ্বের সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে দূর করা যায় তার গল্প। কিভাবে সঠিক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের মোড় ঘুড়িয়ে দিতে পারে তার গল্প। মানুষ তাঁকে দেখে আশার আলো খুঁজে পেত, খুঁজে পেত জীবনের বৃহৎ মানে। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে লস এঞ্জেলসে চলে যান তিনি। সেখানেই প্রতিষ্ঠা করেন বিকলাঙ্গদের নিয়ে কাজ করে যাওয়া অলাভজনক প্রতিষ্ঠান ‘Life Without Limbs’ এবং মোটিভেশনাল স্পিকিং কোম্পানি ‘Attitude Is Altitude’। যেখানে তাঁর মোটিভেশনাল স্পিচ শুনে অস্ট্রিলিয়ার তরুণ প্রজন্ম ব্যাপকভাবে আলোড়িত হয়। উনি তার ছোট্ট দুই আঙ্গুল নিয়ে দুইবার গ্রাজুয়েশান করেছেন- ফাইনান্সিয়াল প্লানিং ও অ্যাকাউন্টিং সাব্জেক্টে। আমরা অনেকে অবশ্য দুইবার জন্ম নিয়েও দুইবার গ্রাজুয়েশনের কথা ভাবতেই পারি না।
ভুজিসিক নিক, একজন মটিভেশনাল স্পিকার। ৫৩ বার রিজেক্ট হওয়ার পর উনি প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ পান। বক্তৃতার মঞ্চে নুলা লোককে উঠতে দেখে ১০০০ জন শ্রোতার মধ্য থেকে ৯৯০ জন উঠে চলে যান। ঐদিন কেবল মাত্র ১০ জন শ্রোতা অবশিষ্ট ছিলেন। কিন্তু উনি লক্ষ্যে অবিচল থেকে, মাত্র ৩০ লক্ষ লোককে অনুপ্রাণিত করেছেন।
নিক জনসাধারণের কাছে নিজের কাজগুলো পৌঁছে দিতে টিভি শো এবং লেখার আশ্রয় গ্রহণ করেন । ২০০৫ সালে নিক তাঁর নিজের জীবনযাত্রার উপর ভিত্তি “Life’s Greater Purpose” নামে একটি ডক্যুমেন্টারি চলচ্চিত্রের ভিডিও বাজারে ছাড়েন। তাঁর রচিত প্রথম বই “Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life” প্রকাশিত হয়। এছাড়াও যুব সমাজকে লক্ষ্য করে “No Arms, No Legs, No Worries!” নামের একটি ভিডিও প্রকাশ করেন। তাঁর ‘লাইফ উইদাউট লিমিটস’, ‘ লাভ উইদাউট লিমিটস’, ‘স্ট্যান্ড স্ট্রং’, ‘লিমিটলেস’ এবং নিউ ইয়র্ক টাইমস এর বেস্ট সেলার ‘আনস্টপ্যাবল’ নামক বইগুলো সারা পৃথিবী জুড়ে প্রায় ত্রিশটি ভাষায় অনুবাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হন।
“দ্যা বাটারফ্লাই সার্কাস” (The Butterfly Circus) নামের একটি চলচ্চিত্রে নিক ভুইয়টসিক নিজে অভিনয় করেছেন। যে চলচ্চিত্র ২০০৯ সালে “Doorpost Film Project’s” এ প্রথম পুরস্কার অর্জন করেন।
ভুজিসিক নিক, লাভ ম্যারেজ করেছেন। তার স্ত্রীর নাম Kanae-Miyahara। উনার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিলো, "আপনার ছেলে মেয়ে হলে তাদেরও যদি হাত পা না থাকে, তাহলে কি হবে?"
তিনি উত্তরে বলেছিলেন, "আমি তাকে আরেকটি ভুজিসিক নিক বানাবো।"
নিক ভুজিসিক এর বিখ্যাত উক্তি অনুপ্রেরণামূলক উক্তি:-
১. “তুমি ভালো না, এটা মিথ্যে কথা। তুমি কোনোকিছুর যোগ্য না এটা মিথ্যে কথা।"
২. “আমি তোমাকে জোর গলায় এটা বিশ্বাস করতে বলতে পারি যে হয়তো তুমি এই মুহূর্তে রাস্তা খুঁজে পাচ্ছ না কিন্তু তার মানে এই নয় যে রাস্তা নেই।”
৩.”আমি কখনোই একজন রুক্ষ স্বভাবের মানুষ দেখিনি যিনি কৃতজ্ঞ, অথবা একজন কৃতজ্ঞ মানুষ দেখিনি যিনি স্বভাবে রুক্ষ।”
৪.” ঈশ্বরের ভালোবাসা এতটাই সত্য যে তিনি তা প্রমাণ করার জন্য তোমাকে সৃষ্টি করেছেন।”
৫. “অনেক যন্ত্রণাই দ্রুত কমে যেতে থাকে , যদি তুমি না থেমে যাও।”
৬.“আমি বেঁচে থাকতে ভালোবাসি , তাই আমি সুখী।”
তথ্যসূত্র এবং ছবিঃ Nick Vujicic উইকিপিডিয়া এবং গুগল।
০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:৩০
জুল ভার্ন বলেছেন: রাইট।
২| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষের সামনে চমৎকার একটি উদাহরণ।
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:২০
জুল ভার্ন বলেছেন: অবশ্যই।
৩| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
কত বিচিত্র এই দুনিয়া।
মানুষের ইচ্ছা শক্তির তুলনা হয় না।
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:২১
জুল ভার্ন বলেছেন: মানুষের ইচ্ছা শক্তিই সব চাইতে বড়ো শক্তি।
৪| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
নিকের উদাহরণ ভিন্নধর্মী; উনি কতবার আত্নহত্যার চেষ্টা করেছেন?
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:২৭
জুল ভার্ন বলেছেন: নিকের আত্মজীবনী পড়েছি। আত্মহত্যার কোনো তথ্য আমি পাইনি।
৫| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: চোখের সামনে জলজ্যান্ত উদাহরন। আমি ইউটিউবে এই লোকের লেকচার শুনেছি।
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৩
জুল ভার্ন বলেছেন: আমি প্রায়ই শুনি।
৬| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ ,
ঈশ্বরের ভালোবাসা এতোটাই সত্য যে তিনি তা প্রমাণের জন্য তোমায় সৃষ্টি করেছেন। দারুণ উক্তি ।
০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:০০
কামাল৮০ বলেছেন: প্রথম বাক্যটি স্ববিরোধী।উক্তিগুলোতে কিছু চালাকি আছে গভীর কোন জীবন বোধ নাই।
০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের অজুহাতের শেষ নেই আর ওনার কোন অনুহাত নেই তাই তিনি সফল।