নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
—- ছেড়ে যাইবা যদি
পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
—- ছেড়ে যাইবা যদি
কারে কী বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
—- ছেড়ে যাইবা যদি
পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
—- ছেড়ে যাইবা যদি
ভারতের প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য একবার বাউল শাহ আবদুল করিমকে জিজ্ঞাসা করেছিলেন, "মানুষ আপনার গান বিকৃত সুরে গায়। আপনার সুর ছাড়া অন্য সুরে গায়। অনেকে আপনার নামটা পর্যন্ত বলে না। এসব দেখতে আপনার খারাপ লাগে না?"
শাহ আবদুল করিম বললেন, "কথা বোঝা গেলেই হইল। আমার আর কিচ্ছু দরকার নাই।"
কালিকাপ্রসাদ ভট্টাচার্য আশ্চর্য হয়ে বললেন, "আপনার সৃষ্টি, আপনার গান। মানুষ আপনার সামনে বিকৃত করে গাইবে। আপনি কিছুই মনে করবেন না। এটা কোনো কথা, এটার কোনো অর্থ আছে!"
জবাবে শাহ আবদুল করিম বললেন, "তুমি তো গান গাও, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। ধরো, তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হলো। হাজার হাজার চেয়ার রাখা আছে, কিন্তু গান শুনতে কোনো মানুষ আসেনি। শুধু সামনের সারিতে একটা মানুষ বসে আছে। গাইতে পারবে?" কালিকাপ্রসাদ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, "না, পারব না।"
শাহ আবদুল করিম হেসে বললেন, "আমি পারব। কারণ আমার গানটার ভেতর দিয়ে আমি একটা আদর্শকে প্রচার করতে চাই, সেটা একজন মানুষের কাছে হলেও। সুর না থাকুক, নাম না থাকুক, সেই আদর্শটা থাকলেই হলো। আর কিছু দরকার নাই৷ সেজন্যই বললাম শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি।"
কালিকাপ্রসাদ ভট্টাচার্য জানতে চাইলেন, "সেই আদর্শটা কী?"
শাহ আবদুল করিম আবার হেসে বললেন, "একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে।"
বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের হাওরাঞ্চলের একটি এলাকা দিরাই। সেই দিরাইয়ের উজানধল নামক গ্রামে আজ থেকে শতাধিকবর্ষ পূর্বে এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শাহ আবদুল করিম। ছোটবেলা থেকেই দারিদ্র আর ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছেন, দেখেছেন অর্থনৈতিক বৈষম্য। পরিবারের হাল ধরতে রাখাল বালকের চাকরি নেন। কিন্তু তার ছিলো গানের প্রতি, সুরের প্রতি প্রচণ্ড ঝোঁক। কালনী নদীর পাড়ে বসে একসময় তাই গান লিখতে আর সুরে সুরে গাইতে শুরু করেন। এভাবে গাইতে গাইতেই হয়ে ওঠেন ভাটি-বাংলার অন্যতম বাউল ও গণমানুষের কণ্ঠস্বর।
মাত্র আট দিন ব্রিটিশদের পরিচালিত নৈশ বিদ্যালয়ে পড়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে গুজব রটানো হলো বিদ্যালয়ের ছাত্রদের ব্রিটিশ বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করতে হবে। সেই আশঙ্কায় সকল ছাত্রের সাথে সাথে তিনিও ছাড়লেন বিদ্যালয়। কিন্তু নিজের চেষ্টা আর সাধনায় কাজ চালানোর মতো পড়াশোনা ঠিকই শিখেছিলেন তিনি। সেই পড়াশোনা আর জীবনের বাস্তবতাকে কাজে লাগিয়ে রচনা করে ফেলেন প্রায় দেড় হাজার গান। যার অনেকগুলোই এখন মানুষের মুখে মুখে ফেরে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বসে ভাবি নিরালায় ..
আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালা,
বসে ভাবি নিরালায় ..
আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালা,
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে,
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
আমি কি বলিব আর ..
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার,
আমি কি বলিব আর ..
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার,
হায় গো প্রান বন্দের পিরিতে আমায়
পাগল করেছে,
হায় গো প্রান বন্দের পিরিতে আমায়
পাগল করেছে,
দেওয়না বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
] [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/jullvern/jullvern-1657335024-e731a86_xlarge.jpg
আপাদমস্তক অসাম্প্রদায়িক এই বাউল গানের মধ্যেও করেছেন সাম্য ও মানবাধিকারের চর্চা। পুরোপুরি নির্লোভ মানুষটি কখনো টাকার নেশায় মশগুল হননি। সারাজীবন অভাব-অনটন ও কষ্টে-সৃষ্টে কাটালেও নির্লোভ ছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। তার গান গেয়ে কতজন কতভাবে টাকা কামিয়েছে, কতজন তাকে কেন্দ্র করে কত ধরনের ব্যবসা করেছে, কিন্তু তিনি এসব জেনেও ছিলেন নির্বিকার। তাকে তার গানের অ্যালবাম থেকে প্রাপ্ত সোয়া তিন লাখ টাকা দেয়া হলে তিনি নিতে চাননি। বলেছিলেন, এত টাকা তার দরকার নেই, তাকে যে সম্মান দেওয়া হচ্ছে এটাই যথেষ্ট। এমন নির্লোভ মানুষ আজকাল খুঁজে পাওয়া সত্যি বিরল!
তথ্যসূত্রঃ 'শাহ আবদুল করিমঃ জীবন ও গান' - সুমনকুমার দাশ।
২| ০৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩০
কামাল৮০ বলেছেন: তার কিছু গান শ্রোতা অনেক দিন মনে রাখবে।
০৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪২
জুল ভার্ন বলেছেন: আমি তাঁর সব গানেরই ভক্ত।
৩| ০৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার উপস্থাপনা।
০৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৮
শেরজা তপন বলেছেন: তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবার পেছনে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার সাহেবের অনেক অবদান ছিল।
দীর্ঘজীবন পেয়েছিলেন উনি। বার্ধক্য ও জ্বরা নিয়ে তার কয়েকটা গান একেবারে অন্যরকম।
নিরহঙ্কার মনের নির্লোভ এই মানুষটা সন্মন্ধে অনেক কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে ভাই।
সিলোটি শিল্পী ছাড়া তার গান সঠিক শব্দে গাওয়া বেশ কষ্টকর।
০৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৬
জুল ভার্ন বলেছেন: আসলেই আঞ্চলিক ভাষার গান আঞ্চলিক মানুষের জন্য যতটা সহজ অন্য এলাকার মানুষের জন্য ততটা সহজ নয়। যেমন ধরুন, ভাওয়াইয়া গান উত্তর বংগের লোকদের মতো অন্যান্য অঞ্চলের মানুষের মুখে ততটা শ্রুতিমধুর হয়না।
ধন্যবাদ।
৫| ০৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
বাউলরা দেশে ভালো আছে এখন?
০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৮
জুল ভার্ন বলেছেন: দেশের কিছু কিছু যায়গায় কাঠমোল্লাদের উৎপাতের সংবাদ শুনে খুব কষ্ট পাই।
৬| ০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনারা আছেন বলেই পৃথিবীটা শ্বাস নিতে পারে...
হাজারো অন্ধকারের মাঝে এক টুকরো আলো
হাজারো নিরাশার মাঝে এক চিলতে আশা
হাজারো হতাশার মাঝে জীবনের স্বপ্নের বাসা
পূন্যাত্মার প্রতি অগণন অফুরান ভালোবাসা।।
০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৯
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান। ❤️
৭| ০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: আমার ভালো লাগে লালনের গান।
০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৪
জুল ভার্ন বলেছেন: আমারও বেশী পছন্দ লালন। লালনের গানে আধ্যাত্মিকতা বেশী। লালন, হাচন রাজা এঁদের প্রত্যেকের গানের ধরন ভিন্নধারার হলেও প্রত্যেকেই আইকন।
৮| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৯:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো পোস্টটা। একজন নির্মোহ, নির্লোভ বাউল সাধক। তার গান গেয়ে কত শিল্পী ফেমাস হয়েছে তার ইয়ত্তা নাই।
একটা গান রেখে গেলাম - তোমার কি মায়া লাগে না? শিল্পী - সাইদা তানি
০৯ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪২
জুল ভার্ন বলেছেন: মন্তব্য এবং গানের জন্য ধন্যবাদ।
৯| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৭
অধীতি বলেছেন: বাউলের পৃথিবী সুন্দর। একদম নির্ঝঞ্ঝাট, মসৃণ জীবন।
০৯ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪৪
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। এই ব্লগে আরও কয়েকজন বাউলদের নিয়ে আমি লিখে ছিলাম, যাদের জীবনে পার্থিব চাওয়া পাওয়ার কোনো বিলাসিতা নাই।
১০| ০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৫
অপু তানভীর বলেছেন: ছবির লিংক এড হয়েছে কিন্তু একটা ভুল হয়েছে । দেখুন ছবির লিংকের একেবারে প্রথমে একটা [ ব্রাকেট যোগ হয় নি । পোস্ট এডিট করে লিংকের প্রথমে একটা থার্ড ব্রাকেট যোগ করে দিন । ছবি চলে আসবে ।
০৯ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪৬
জুল ভার্ন বলেছেন: হ্যা আমি দেখেছি এবং চেষ্টা করেছিলাম কিন্তু আমার ফোনের সীমাবদ্ধতার জন্য করতে পারিনি! আবারও চেষ্টা করছি। ধন্যবাদ।
১১| ০৯ ই জুলাই, ২০২২ ভোর ৪:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।
০৯ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১২| ০৯ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৮
অপু তানভীর বলেছেন:
এবার দেখুন শেষের থার্ড ব্রাকেট টা নেই। লিংকের দুই মাথায় থার্ড ব্রাকেট থাকতে হবে। এটা খেয়াল করে দেখুন।
১৩| ০৯ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৩
জুল ভার্ন বলেছেন: হ্যা সমস্যাটা আমি বুঝতে পেরেছি কিন্তু ফোনের সমস্যার জন্যই ছবি এড হচ্ছেনা।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৪
জুল ভার্ন বলেছেন: ফোন থেকে এই পোস্ট করেছি। শাহ আবদুল করিমের একটা ছবি এড করেছিলাম, ছবিটি অজ্ঞাত কারণে এড হয়নি।ফোন থেকে এই পোস্ট করেছি। শাহ আবদুল করিমের একটা ছবি এড করেছিলাম, ছবিটি অজ্ঞাত কারণে এড হয়নি।