নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মনে রাখবেন ....

১০ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৭

মনে রাখবেনঃ

মিথ্যাচার, হিংসা, হিংসুটে-আচরন, মুখভেঙচিয়ে কথা বলা, অকারনে ঝগড়া করা, চেঁচিয়ে কথা বলা, ব্যার্থতার দায় অন্যের ঘাড়ে চাপানো, কথায় কথায় সীমাহীন অসভ্যতামো করা- এগুলো আসলে পারিবারিক কুশিক্ষা এবং মানসিক অবসাদের ফল৷

জানবেন, অবসাদ আসলে নিজ জীবনের অপদার্থতারই ফলশ্রুতি৷ যে মানুষ নিজে কিছুই করে উঠতে পারে না, বিশেষ ভাবে কর্তব্যবোধ কিংবা কর্মবোধ, সমস্তটাই যাদের তুমুল অগোছালো বা নোংরা, তারা অন্য কাউকে সুখী, পরিচ্ছন্ন এবং সফল দেখতেও পারে না৷

এদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিন৷
অবশ্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিলেও এরা তেড়ে কামড়াতেই আসবে৷ অতএব, এদেরকে এড়িয়ে চলুন৷

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২২ দুপুর ২:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কথা গুলো। পোস্ট প্রথম পাতায় যায়নি।

১০ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৩

জুল ভার্ন বলেছেন: কেন প্রথম পাতায় যায়নি?

২| ১০ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৪

কামাল৮০ বলেছেন: এগুলো মানুষ সমাজ থেকেও শেখে।হাজার হাজার শিশু জীবনে একদিনও পরিবারে লালিত পালিত হয়নাই।তারা তাহলে কেমন হবে?তারা কি এই সব দোষ গুন পাবে না।মানুষের সব শিক্ষা পরিবার থেকে হয় না।সমাজ থেকেও হয়।

১০ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১৬

জুল ভার্ন বলেছেন: পরিবার শ্রেষ্ঠ শিক্ষালয়, মা শ্রেষ্ঠ শিক্ষক। পরিবার মানবসমাজের মৌল ভিত্তি। পারিবারিক জীবন বিবর্জিত মানব সভ্যতা কল্পনা করা যায় না। প্রত্যেক মানুষের জন্য পারিবারিক জীবন তার অস্তিত্বের জন্য অপরিহার্য। সমাজের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা, অগ্রগতি ইত্যাদি পারিবারিক সুস্থতা ও দৃঢ়তার উপর বহুলাংশে নির্ভরশীল। যদি পারিবারিক জীবন অসুস্থ ও নড়বড়ে হয়, তাতে ভাঙন ও বিপর্যয় দেখা দেয়। আর তা হলে সমাজ জীবনে নানা অশান্তি ও উপদ্রব সৃষ্টি হতে বাধ্য। পরিবারই হচ্ছে কল্যাণকর সমাজের ভিত্তি। সুতরাং আদর্শ সমাজ গঠনের অপরিহার্য শর্ত আদর্শ পরিবার গঠন।

৩| ১০ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার আগের পোস্ট টি পড়ার জন্য আপনার নিকে ঢুকছিলাম। তখন দেখি এই পোস্ট পোস্ট হইছে তখনো প্রথম পাতায় যায়নি। মন্তব্যটি করার পরই প্রথম পাতায় আসছে।

১০ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১৭

জুল ভার্ন বলেছেন: গরীবের কপাল!

৪| ১০ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
বিষয়টা কি?

১০ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৯

জুল ভার্ন বলেছেন: আধ্যাত্মিক

৫| ১০ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৩

জুল ভার্ন বলেছেন: ঈদ মুবারক।

৬| ১১ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:

একসাথে সবগুলো সবার মধ্যে হয়তো থাকে না।

১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৬

জুল ভার্ন বলেছেন: সেটাই স্বাভাবিক। সব পাওয়ার মধ্যে ভালো লাগা নাই,বরং পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যেই জীবনকে অর্থবহ করার সুযোগ আছে।

৭| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৫৪

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?

১২ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩৮

জুল ভার্ন বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আল আমীন যেভাবে রেখেছেন শুকরিয়া। তোমার জন্য, পরিবারের সবার জন্য শুভ কামনা ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.