নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক.......

১৪ ই জুলাই, ২০২২ সকাল ১১:২৯

সম্পর্ক

কিছু সম্পর্ক অন্ধকারের মতো৷ আলো দেখলেই ভয় পায় ৷ প্রতিটি মানুষের একটি অন্ধকার জায়গা আছে৷ এই অন্ধকার জায়গাটায় সে কম যায়- কিন্তু না গিয়ে পারে না৷ আলোতে যখন সে নিতান্তই নিরাশ্রয় হয়ে ওঠে- তখন সে অন্ধকার ঘরটার দরজা খুলে অদৃশ্য হয়ে যায় ভেতরে৷ যারা বলে তার এমন কোনো অন্ধকার ঘর নেই- হয় সে মিথ্যে কথা বলে- অথবা সে সত্যিই আশ্রয়হীন৷

হাতচাপা দিয়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখা এমন কিছু সম্পর্ক আসলে কুলুঙ্গীতে তুলে রাখা লক্ষ্মীঝাঁপির কড়ির মতো- বানভাসির খড়কুটো৷ এই সম্পর্কগুলো রাত্রির মতো- কোলাহলহীন বিশ্রামের বিছানা৷ এই সম্পর্কগুলো শুকিয়ে যাওয়া নদীর দাগের মতো নিথর- কিন্তু একটা অদ্ভুত স্রোত বয়ে যায় নুড়িপাথরের অনেক নীচে৷

অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখা এই সম্পর্কে থাকে ত্যাগের কৃচ্ছ্রসাধন যা নিজেকে বঞ্চিত করে মানুষের আলোর সম্পর্কগুলোকে দীর্ঘায়ু দেয়- তা নাহলে লোক দেখানো অনেক ইমারতী দেওয়াল ভেঙে পড়তো যখন তখন৷ অথচ এই আত্মবঞ্চিত সম্পর্কগুলো চিরকালই সতর্কতার হাতচাপায় ঢাকা থাকতে ভালোবাসে৷ আমরা দু:খ পেলে- আমরা নিরাশ্রয় হলে- এই সম্পর্কগুলো অন্ধকারের গর্ভগৃহ থেকে ফিসফিসিয়ে ডাকে- এসো হাত বুলিয়ে দিই৷ এই সম্পর্কের নাম- অন্ধকার৷ এই অন্ধকারের নাম- আলো৷

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২২

অপু তানভীর বলেছেন: আমার এই রকম অন্ধকার ঘর আছে । একটা নির্দিষ্ট সময় আমি সেখানে থাকি নিয়মিত !

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৭

জুল ভার্ন বলেছেন: অমন একটা ঘর অনেক সময় প্রশান্তি দেয়।

২| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:১০

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষের Soul কখন অন্ধকারে থাকে?

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৬

জুল ভার্ন বলেছেন: আমার ধারণা, যখন আমাদের মন মানষিকতা আত্ম অহামিকা নির্ভর করে।

৪| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:১০

অক্পটে বলেছেন: খুব সুন্দর লিখেছেন। একটা অন্ধকার দিক থাকে সবার। এটাকে অন্যকোনভাবে প্রমান করা যায়না। তবে থাকে অন্ধকারটা আলো হয়েই থাকে। এই অন্ধকারটাকে আলোতে আনা বাড়ন। এজন্য প্রথম দিকে নিজেকে চোর চোর মনে হতো। এখন আর এমন হয়না আলো থেকে অনেক দূরের এই দিকটা এখন একমাত্র ক্লান্তিহরা শিশিরের ফিসফিসানির মতো ঝিঝির ডাকের মতো ফুটফুটে জোছনার আলোর মতো। নৈমিত্তিক জীবনের এই খরখরে বোধ থেকে এক টুকরা শান্তির আচ্ছাদন ঐ অন্ধকার।

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৭

জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার লিখেছেন! আমার পোস্টে আমি যা ব্যখ্যা করতে পারিনি আপনি তা অকপটে বলেছেন!

৫| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: লেখাটা বুঝতে পারলাম না।

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩০

জুল ভার্ন বলেছেন: আসলে আমার এক্সপেন করার ক্ষমতা কম, তাই তোমার বুঝতে সমস্যা হয়েছে। ব্লগার অকপটে সাহেবের মন্তব্যটা পড়লে কিছুটা ধারণা পাবে।

৬| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার অক্পটে চমৎকার মন্তব্য করেছেন।

১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৭

জুল ভার্ন বলেছেন: জ্বি। পোস্টের পূর্ণতা দিয়ে ওনার মন্তব্য।

৭| ১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সম্পর্ক সত্যিই সময়ের মতো জটিল একটি জিনিস

১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:১৪

জুল ভার্ন বলেছেন: একমত।

৮| ১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সম্পর্ক সম্পর্কিত সুন্দর লেখাটি ভালো লাগলো।

১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:১৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৪

কামাল৮০ বলেছেন: আপনি হয়তো বিশ্বাস করে কোন কথা বললেন সেটা অন্ধকারে রাখা ভালো।অন্ধকারের মানুষের থেকে আলোর নিচে থাকা মানুষ অনেক ভালো।সত্য সবই ভালো।অসত্য হলো অন্ধকার।

১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:১৬

জুল ভার্ন বলেছেন: আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.