নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

জীবন যেমনই হোক, জীবনকে যাপন করতে হয়.....

১৬ ই জুলাই, ২০২২ রাত ৯:১০

জীবন যেমনই হোক, জীবনকে যাপন করতে হয়.....

"কিছু মানুষ আপনাকে পছন্দ করে না। ব্যাপারটা এমন নয় যে আপনি তাঁর কোনো ক্ষতি করেছেন। তবু, আপনি তাঁর কাছে স্রেফ অপছন্দের মানুষ। আপনাকে লোকে পছন্দ করে, সেটাও অপছন্দনীয় হওয়ার কারণ হতে পারে। শুধু কারও কোনো ক্ষতি করলেই আপনি তাঁর অপছন্দের পাত্র হবেন, তা নয়। অপছন্দ-ব্যাপারটা আসে ঈর্ষাকাতরতা থেকে, কিম্বা মানষিক অসুস্থ্যতা থেকে। মানুষের সহজাত চরিত্রেই এই অনুভূতির প্রভাব আছে"- মার্টিন লুথার কিং

জীবন যেমনই হোক, জীবনকে যাপন করতে হয়, আবার কখনো উদযাপনও করতে। এই নিষ্ঠুর সত্য না মেনে উপায় কী! সুখ-অসুখের মাঝেই খুঁজে নিতে হয় শান্তি ...

জীবনের চক্রাবর্তে ধূলিঘূর্ণির মত নিয়ত উড়ছি যেখানে, সেখানে মাথার ওপরের ছাদটুকুই তো কত বড় আশ্রয়! আশেপাশেই তো অজানা অচেনা বৃক্ষের মত বেড়ে উঠছে কত প্রাণ, আশার শেষ আলোটুকু নিভে গিয়ে যাদের থাকে কেবল অন্ধকার!
কোথাও বা আবার জীবনের সব বৈভব হাতের মুঠোয়, অথচ কী এক অসহনীয় পরিবৃত্তে অন্তহীন সহবাস! কখনও বা পরম আপনার জনের হৃদয়হীনতায় অস্থির, অসহায় সমস্ত পৃথিবী! তবুও, নিয়ত অপমানে বেঁচে থাকতে হয় নিকৃষ্ট কীটের মত!

দুঃখ হয়তো বা একদা সহনীয় কিন্তু অপমান? আজন্ম সংস্কার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার অক্ষমতায় বিদীর্ণ বক্ষ নিয়ে মেনে নিতে হয় দুঃসহ অপমানের জীবন ... মুক্তি মেলে না তবুও!

যদি রবীন্দ্রনাথের সোনার তরীর ভাবার্থটি মনে করি - "সংসার সমস্তই নেবে, একটি কণাও ফেলবে না। কিন্তু তোমার স্থান কোথায়?
যে জীবনটি ভোগ করে চলেছো, সেই অহংকেই তার খাজনা স্বরূপ মৃত্যুর হাতে দিয়ে জীবনের হিসেব মেটাতে হবে ...
সংসারের আটপৌরে কর্মের নিত্য ফল দিয়ে বোঝাই করে তুলেছো তরণী তোমার!
বিষন্ন সেই অনুভব, ব্যর্থতায় ঢাকা অপূর্ণ এক জীবন।
সব খেলা হলো সারা,
বিহঙ্গের এবার যাবার পালা .... .... .....

রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হলো সারা,
... .... .... .....
তবুও,
শূন্য নদীর তীরে রহিনু পড়ি
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী!"

অপমান করা আর অপমানিত হওয়া দুটোই সংক্রামক! অতএব, অপমানের বদলা নেওয়ার চাইতে নিজে বদলে যান, অন্যকেও বদলে যাওয়ার সুযোগ দিন।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:২৯

রানার ব্লগ বলেছেন: হ্যা আপনার শিরোনামেই আছি। ফুল মুডে উপভোগ করছি।

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। সবাই পারেনা জীবন উপভোগ করতে। আপনি পেরেছেন।

২| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবন একটা ভ্রমণের মত;

জীবন নিয়ে মান্নাদে গেয়েছেন;

জিন্দেগী ক্যায় সি হে প্যাহেলি থা ইয়ে
কাভি তো হাসায়ে কাভি রুরায়ে

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: উডি অ্যালেন এর ভাষায় বলতে চাই- "সব মিলিয়ে জীবনটা আসলে বিষাদময়"!

৩| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: কী চমৎকার ইতিবাচক বাক্য!
জীবন যেমন ই হোক তাকে যাপন করতে হয়, আবার কখনো উদযাপন ও করতে হয় !

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪০

জুল ভার্ন বলেছেন: বাক্যটা যতই ইতিবাচক, বাস্তবতা হচ্ছে- জীবন যাপন ততটাই নেতিবাচক! তারপরও সীমিত সাধ্যের মধ্যে জীবনকে উদযাপন করতে হবে। কারন, জীবন আল্লাহর নেয়ামত।

৪| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১:২০

অপু তানভীর বলেছেন: এই সত্যটা আসলে যত সহজ আর যত দ্রুত আমরা উপলব্ধি করতে পারি ততই ভাল । জীবন আসলেই যেমন হোক তাকে আমাদের যাপন করতেই হয় । না করে অন্য কোন উপায় নেই ।

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪৩

জুল ভার্ন বলেছেন: চমতকার বলেছো। আসল প্রশ্ন হলো আমি আসলে জীবনে কী চাই বা কী করছি এরূপ হতাশা আসলেই কি আমাকে সব সময় তাড়িয়ে বেড়াচ্ছে, নাকি আমি আমার জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট রয়েছি। যদি প্রশ্নের উত্তরটি হয়, যে তোমাকে এই প্রশ্নের উত্তর গুলো তাড়িয়ে বেড়াচ্ছে তবে খুব সহজ ভাবে তুমি চাইলেই সেগুলোর সমাধানের আসতে আসতে পারবে। প্রশ্ন হলো আমি আসলে জীবনে কী চাই বা কী করছি এরূপ হতাশা আসলেই কি আমাকে সব সময় তাড়িয়ে বেড়াচ্ছে, নাকি আমি আমার জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট রয়েছি। যদি প্রশ্নের উত্তরটি হয়, যে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো তাড়িয়ে বেড়াচ্ছে, তবে খুব সহজভাবে তুমি চাইলেই সেগুলোর সমাধানের পথে আসতে পারবে।

৫| ১৭ ই জুলাই, ২০২২ রাত ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
কোনো উপায় নেই, সময়ের সাথে এগিয়ে যাওয়ার নামই জীবন।

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: প্রথমেই নিজের লক্ষ্যের পথে একটি স্বচ্ছ ধারণা রাখতে হবে। কেননা, আপনি আসলে কী চাচ্ছেন, সেই ব্যাপারে যদি আপনি শুরু করে অবগত না হন, তাহলে সেগুলো আপনি পাওয়ার জন্য পরবর্তী কী পন্থা অবলম্বন করবেন তা খুঁজে পাবেন না। আর তাই জানতে হবে আপনার আসলে কী চান বা কী করতে চাচ্ছেন। প্রশ্নটির উত্তর মোটেও সহজ নয়। কেননা আমরা আসলে জীবনে কী করতে চাই, এই উত্তরটি দিতে গেলে আমাদের মাঝে অনেকেই হিমশিম খেয়ে যাবে। আমাদের আসলে চাহিদার কোন শেষ নেই। আরো বেশি ভয়ংকর একটি বিষয় হলো, যখন কাউকে জিজ্ঞেস করা হয় আপনি কী চান, তখন এই প্রশ্নটার উত্তর, হয় সে তার পরিবারের পরিপেক্ষিতে দেয় অথবা তার আশেপাশের প্রিয় মানুষ কী চাচ্ছে পরিপ্রেক্ষিতে উত্তর দেয়। কিন্তু আসলে লক্ষ্য নির্ধারণ করা উচিত, আপনি নিজে কী চাচ্ছেন সেই পরিপ্রেক্ষিতে। আর তাই প্রথমেই লক্ষ্যের ব্যাপারে খুব বেশি যত্নশীল হতে হবে এবং সেই নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে পরবর্তী পন্থা অবলম্বন করতে হবে।

৬| ১৭ ই জুলাই, ২০২২ রাত ২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবন যেমনই হোক, জীবনকে যাপন করতে হয় কখনো-বা উদ্‌যাপনও। অসাধারণ দর্শন। পুরো লেখাটা সংক্ষিপ্ত হলেও এর ভাষাগত ভাবগাম্ভীর্য এর সাহিত্যমূল্য বাড়িয়েছে অনেক। প্রথম কোটেশনটা আমার শেষ কবিতা পোস্টে খুব প্রাসঙ্গিকভাবেই শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে লেখাটা।

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫০

জুল ভার্ন বলেছেন: সোনা ভাই, জীবনকে সংজ্ঞায়িত করা বিজ্ঞানী ও দার্শনিকদের কাছে একটি দুরুহ ব্যাপার। এর একটি কারণ হল জীবন একটি প্রক্রিয়া, কোন বস্তু নয়। যেকোন সংজ্ঞাই পৃথিবীতে বিদ্যমান সকল জানা ও অজানা প্রাণের জন্য এক হতে হবে। এর সূত্র খুঁজতে হলে প্রথমেই জানতে হবে - লিভিং সিস্টেম থিওরী। সে অনেক কথা- যা লিখে সময় নষ্ট করতে চাইনা, আবার তা পড়তে যেয়ে আপনারও সময় নষ্ট হোক তা চাইনা। শুভ কামনা।

৭| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৩:৩৫

কামাল৮০ বলেছেন: আদর্শগত পার্থক্য হলে একে অপরকে অপছন্দ করতে পারে।এইজন্য জানা শুনার প্রয়োজন নাই ।সার্থের দ্বন্দ্বের প্রয়োজন নাই।আদর্শের জন্য মমিনরা অন্য কে হত্যা পর্যন্ত করতে পারে।ভুরি ভুরি প্রমান আছে।

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫২

জুল ভার্ন বলেছেন: প্রায়ই আমাদের নিজেদের মাঝে একপ্রকার হীনমন্যতা কাজ করে, যে আমি কী করছি বা আসলে জীবনে কী করতে চাই। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে জীবনের কোনো না কোনো সময়ে এসে নিজেকে নিজের কাছে এরকম প্রশ্ন করেনি। আসলে কী চাই অথবা আমি এখন কী করছি এরকম প্রশ্নগুলো কাউকে তাড়া করেনি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই যে চাওয়া এবং চাওয়ার প্রাপ্তি-অপ্রাপ্তি এর উপরই নির্ভর করে আমাদের জীবন যাপন কেমন হবে।

৮| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৪

মোগল সম্রাট বলেছেন: জীবন যেমনই হোক তার গন্তব্য মরনের দিকে। আপনি যাপন করুন আর উদযাপন করুন কিংবা না’ই করেন তাতে জীবনের কিছু যায় আসেনা।

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:২১

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। আ মি কি বলেছি- আমি যাপন বা উদযাপন না করলে জীবনের কিছু যায়! =p~

৯| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: ক্ষুধার্থ ও খালি পকেটে জীবন যাপন করা যায়া না।

১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: এক দম সত্যি কথা। টাকা ছাড়া দুনিয়ার সবকিছু অর্থহীন!

১০| ১৮ ই জুলাই, ২০২২ ভোর ৪:০১

কামাল৮০ বলেছেন: জীবন হলো পরবর্তী প্রজন্মের জন্য কিছুটা পথ এগিয়ে দেয়া।যে সেটা করতে পারে সেই সফল।যে পারে না,তার জীবন ব্যার্থ।সফলতা আর বিফলতা এর বেশি কিছু না।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৩৫

জুল ভার্ন বলেছেন: জীবনের সংজ্ঞা প্রদান কিছুটা বিতর্কিত। তবে বর্তমানে প্রচলিত সংজ্ঞায় বলা হয় জীব হোমিওস্ট্যাটিস মেনে চলে, যা কোষ দিয়ে গঠিত, রূপান্তরিত হয়, বৃদ্ধি পায়, পরিবেশের সাথে অভিযোজিত হয়, উদ্দীপকের প্রতি ক্রিয়াশীল হয়, এবং প্রজননে সক্ষম। এছাড়া জীববিজ্ঞান বিষয়ক আরও অনেক সংজ্ঞা প্রদান করা হয়েছে, এবং জীবনের কিছু কিছু ব্যতিক্রমধর্মী উদাহরণও বিদ্যমান রয়েছে, যেমন ভাইরাস। দীর্ঘদিন ধরে জীবনের বলতে কি বুঝায় তা জানার চেষ্টা চলছে এবং জীবন্ত বস্তুর বৈশিষ্ট্য ও বিকাশ নিয়ে অনেক তত্ত্ব প্রদানবং গবেষণা চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.