নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
যত পথ তত মত.....
আপনি যদি কোন সাধুসন্তের সাথে কথা বলেন তিনি আপনাকে বলবেন, "সংসার হলো মোহ মায়া, ঈশ্বর সাধনাই একমাত্র পথ"।
আপনি যদি কোন ব্যবসায়ীর সাথে কথা বলেন, তিনি বলবেন, "এক টাকাকে একশো টাকায় পরিণত করতে পারাই হলো সার্থকতা"।
আপনি যদি কোন দার্শনিকের সাথে কথা বলেন, তবে মনে হবে- "প্রজ্ঞা ও উপলব্ধিই হলো অর্জন"।
কবি বলবেন, "সব কিছুর মধ্যে যে সৌন্দর্য, তাকে স্পর্শ করতে পারার যে আনন্দ তা অন্য কিছুতে নেই"।
প্রেমিক বলবেন, "ভালোবেসে নিজেকে সমর্পণের মধ্যেই প্রকৃত ভালোবাসা"।
আপনি যদি কোন বিলাসী মানুষের সাথে কথা বলেন, তবে জানবেন- "ভোগের মধ্যেই আসল মুক্তি"।
ধার্মিক বলবেন- ধর্মের কথা , দাতা বলবেন দান।
কারোর প্রতি রাগ ক্ষোভ নিয়ে একজন জ্ঞানী লোকের কাছে যান, তিনি বলবেন- "অপমান করা আর অপমানিত হওয়া দুটোই সংক্রামক! অতএব, অপমানের বদলা নেওয়ার চাইতে নিজে বদলে যান, অন্যকেও বদলে যাওয়ার সুযোগ দিন"।
জীবনের পথ এক নয়, অনেক। যার যেমন প্রবণতা সে সেইমত পথ বেছে নেয়। কিংবা চালিত হয়। কিন্তু জীবনের সাথে অবিচ্ছেদ্য একমাত্র সত্য হলো মৃত্যু। মৃত্যুর কোন বিকল্প নেই।
২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৮
জুল ভার্ন বলেছেন: এটাই আমাদের জাতীয় চরিত্র!
২| ২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: মৃত্যুর কাছে কিছু বলার নাই শুধু দেখ আর শিখ
তাও ভুলায় যতসব খারাপ দৃশ্য----দাদা ভাল থাকবেন
২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সরকার।
৩| ২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
বাহ!! চমৎকার লিখেছেন।
২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৯
জুল ভার্ন বলেছেন: জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা থেকে বলছি।
৪| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবাই নিজেরটাকে শ্রেষ্ঠ ভাবে।
২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫০
জুল ভার্ন বলেছেন: এটাই স্বতস্ফুর্ত নিয়ম।
৫| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২০
ঢাবিয়ান বলেছেন: সত্যের অনেক রুপ আছে, কিন্তু মিথ্যার নেই। তাই সত্যবাদীদের মাঝে থাকতে পারে নানা মত কিন্ত মিথ্যবাদীদের মত একটাই।
২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৪
জুল ভার্ন বলেছেন: একদম সঠিক উপলব্ধি।
৭| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৭
জুন বলেছেন: সুন্দর উপলব্ধি।
+
২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৮| ২০ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৯
কামাল৮০ বলেছেন: আপনি যদি কোন মুমিনের সাথে কথা বলেন,তবে সে কি বলবে?ইসলাম ধর্মে কোন সাধুসন্ত নাই।যত মত তত পথ
২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৬
জুল ভার্ন বলেছেন: একজন মুমিন ভালো কথা বলবেন বলেই আমি বিশ্বাস করি।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক। সবাই নিজেরটাকে উপরে রাখতে চায়।