নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রতারণার আর এক নাম জ্যোতিষী.......

২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:৫০

প্রতারণার আর এক নাম জ্যোতিষী

মানুষ বিপদে পড়লে কোথায় না ছোটে। নেতা, মন্ত্রী, দেবস্থান, গোরস্থান থেকে শুরু করে জ্যোতিষীদের দরবারে। আর এই জ্যোতিষী বাবাজী, মাতাজীরা মানুষের দুর্বলতা, অসহায়তা, কুসংস্কার এবং অসচেতনতাকে হাতিয়ার করে তাদের সর্বস্বান্ত করার জন্য শুরু করে তাবিজ, কবজ, মাদুলি, ঠিকুজি, কোষ্টি ও বশীকরণের সম্মোহনী খেলা।

জ্যোতিষ কোনো শাস্ত্র নয়, নয় বিজ্ঞান কিংবা দর্শন। স্রেফ মানুষের অবৈজ্ঞানিক চিন্তাধারার ফসল। কতগুলো মনগড়া কথা বলে, কখনও ভয় দেখিয়ে তাদের ফাঁদে ফেলে পয়সা উপার্জনের ফিকির। বর্তমান বিশ্বায়নের যুগে কেউ ভেক ধারী সন্ন্যাসী সেজে, কেউ বা ধোপদুরস্থ ভদ্রলোক সেজে খদ্দের ধরার জন্য জাল বিছিয়ে বসে থাকে বিভিন্ন টিভি চ্যানেলের রমরমা বিজ্ঞাপনে। সেইসব বিজ্ঞাপনের মডেল হয় সিনেমা নাটকের বাতিল হওয়া কিছু নটনটী- যাদের কেউ কেউ পেশাগত জীবনের মূলত যৌনকর্মী হিসেবেই গতর খাটাতো। ওরাই মডেল সেজে টিভি, খবরের কাগজে দেয় গাল ভরা বিজ্ঞাপন। তাদের মতে রাহু, কেতু, রবি এবং চন্দ্র নাকী গ্রহ! কিন্তু তার সন্ধান আজ পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা পেলেন না!!

সৌরজগতের কয়েক লক্ষ মাইল দূরে থাকা শনি গ্রহ নাকি খুবই দুষ্টু গ্রহ। যার প্রতি তার নজর পড়ে তার জীবন একদম বরবাদ হয়ে যায়! হ্যাঁ জ্যোতির্বিজ্ঞানীরা না পারলেও সৌরজগতের সেই গ্রহগুলোকে আমাদের এই স্বনামধন্য জ্যোতিষীরা তাদের তন্ত্র, মন্ত্র, মাদুলি তাবিজ আর পাথর দিয়ে বশীভূত করতে পারে। হররোজ বেশ মোটা টাকার বিনিময়ে তা করে থাকেন! আশ্চর্য এরা যে সবাই তন্ত্র সাধক ,মাতৃসাধক, জীন বিদ্যা বিশারদ কিম্বা জ্যোতিষ বিশ্ববিদ্যালয়ের 'গোল্ড মেডালিষ্ট প্রফেসর'! আদতে এরা সবাই এইট পাস প্রফেসর। আজগুবি নামের সব ডিগ্রি নিয়ে তারা প্রতিনিয়ত মানুষের সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে, গালভরা কথা বলে একশ্রেণির দুর্বলচিত্তের শিক্ষিত/অর্ধ শিক্ষিত/অশিক্ষিতদের সম্পূর্ণ বোকা বানিয়ে যাচ্ছে।

জ্যোতির্বিজ্ঞান একটা ফলিত বিজ্ঞান। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ানো হয়। কিন্তু জ্যোতিষ নয়। জ্যোতির্বিজ্ঞানের গবেষণা হয়। সেই গবেষণার পরীক্ষালব্ধ প্রমাণের কারণেই আজ মানুষ মহাকাশে পাড়ি দিচ্ছে। মনে রাখবেন, জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষ এক বিষয় নয়।

সাধু সাবধান! শুধু লিটন দেওয়ান, প্রফেসর হাওলাদার নয় এরকম বহু শাস্ত্রী, বাবাজী, মাতাজী ভেক তন্ত্রসাধক প্রতিনিয়ত মানুষ ঠকিয়ে চলেছে। ভবিষ্যতেও ঠকাবে। এদের বিরুদ্ধে না আছে কোনো আইন, না আছে গণ আন্দোলন। আমার আপনার সচেতনতা, বিজ্ঞানমনস্কতা এবং গণমাধ্যম গুলির ব্যাপক প্রচারই পারে এই অভিশাপ থেকে মুক্তি দিতে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকে কৌতূহলেও হাত দেখায়। কি বলে শোনার জন্য .... কৈশোরে আমার হাত দেখে একজন বলেছিলেন , আমার হাত নাকি বিখ্যাত হবার হাত , রেখা নাকি সেটাই বলে।
তবে তিনি প্রফেশনাল কেউ না। আসে পাশে অনেকের বিষয়ে উনার কথা ফলে গিয়েছিলো। শুধু আমারটা বাদে।

২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৩

জুল ভার্ন বলেছেন: ছাত্র জীবনে আমার কৌতুহল ছিলো- জ্যোতিষের ভবিষ্যত বাণী জোগাড় করা! ঢাকা ও চট্টগ্রাম শহরের সকল বিখ্যাত জ্যোতিষ এবং কলকাতারও বেশ কয়েকজন জ্যোতিষীর প্রেস্ক্রিপশন আমার আছে! বেশ কয়েকজন জ্যোতিষকে আমি ধোলাইও দিয়েছি....
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রবীন এবং প্রখ্যাত প্রফেসর এই আই খান স্যারও প্রফেশনাল জ্যোতিষ ছিলেন! একদা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংকের মহা ব্যবস্থাপক অশোক বাবুও স্ব স্ব পেশার বাইরে প্রফেশনাল জ্যোতিষ ছিলেন- এদের ব্যাকগ্রাউন্ড যা-ই থাকুক জ্যোতিষ পেশায় সবাই রত্নপাথর ব্যবসায়ী।

হ্যা আমার বেলায়ও অনেক কথা ফলেছে- যা আমিও যেকাউকে বলতে পারি। যেমন আমাদের দেশের ভেজাল খাবারে সবারই কম বেশী পেটের পীড়া হতে মাথা, দুষণ পরিবেশের কারণে শ্বাসকষ্ট হতে পারে, মাথা থাকলে ব্যথা হতেই পারে, জীবনে উত্থান পতন অনিবার্য- এসব বলতে বিশিষ্ট জ্যোতিষ হতে হয়না, জাস্ট কমনসেন্স।

২| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন দাদা ভাল থাকবেন

২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। জ্যোতিষ থেকে সাবধান থেকো।

৩| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: হা হা হা !!! অদ্ভুত ভাবে জ্যোতিষিদের সাইকোলজিক্যাল ক্ষমতা বেশ স্ট্রং থাকে এরা মানুষ কে ফাদে ফেলতে পারে সুনিপুন ভাবে !!!

২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৫

জুল ভার্ন বলেছেন: এরা অত্যন্ত কৌশলী এবং শক্ত নার্ভের অধিকারী! কথা বলে ক্লায়েন্টের দূর্বলতাগুলো কৌশলে জেনে নেয়।

৪| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:



একেকটা জেমস ওয়েব/হাবল জ্যোতিষীদের ব্যাক পকেটে থাকে।

২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৮

জুল ভার্ন বলেছেন: শুধু কি তাই, গোটা সৌরজগত ওদের হাতের মূঠোয়। ওরা ওদের ঘুপচি ঘরে বসেই সৌরজগত নিয়ন্ত্রণ করে =p~

৫| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৩

নতুন বলেছেন: মানুষ বিপদে পড়লে আশার বানী শুনতে চায়। কিছু একটা নিয়ে এগুতে চায়।

এই সুযোগটাই নেয় ভন্ডরা, কিছু একটা বলে তাদের সন্তুস্ত করে টাকা পয়সা নেয়।

দুনিয়াটা খুবই সহজ একটা নিয়মে চলে ১+১ =২ যখন কেউ ৩ অথবা ৫ দেখায় তার মানেই ঘাপলা।

তার সাধারন একটা প্রশ্ন কেউই করেনা। যদি পাথরে ভাগ্য পরিবর্তন হয় তবে ঐ জোতিসি কেন নিজের জন্য অনেক বড় একটা পাথর নিয়ে কোটি পতি হয়ে যায় না? =p~

২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৪

জুল ভার্ন বলেছেন: দূর্বল চীত্তের হতাশ মানুষগুলোই জ্যোতিষদের শিকার!

মোঘল সম্রাট বাহাদুর শা জাফরের রত্ন প্রীতির কথা ইতিহাসে পড়েছি, ইরানের প্রয়াত শাহ রেজা পাহলভী ছিলেন পৃথিবীর সকল মূল্যবান রত্নপাথর সংগ্রহকারী, জুলফিকার আলী ভূট্টোর বিশ্বাস ছিলো রত্ন পাথরে- তাঁদের জীবনের পরিনতি আমরা পড়েছি এবং দেখেছি। জ্যোতিষীরা পাথর দিয়ে অন্যের ভাগ্য বদলানোর কথা বলে নিজেরা টাউট বাটপার হিসেবে মরে।

৬| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৪

নতুন বলেছেন: আমাকে অবশ্য এক জোতিশি বলেছিলো আমি কোটি কোটি টাকার মালিক হবো... ৪০ বছরের পরে...

এটা যদি ফলে যায় তবে তো ভালো B-))

২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৬

জুল ভার্ন বলেছেন: আমিও বলছি, আপনি কোটিপতি হবেন কিম্বা ইতোমধ্যেই হয়েছেন। কারন, বাংলাদেশে কোটিপতি হওয়া অতি সাধারণ বিষয়।

৭| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একজন কে বলেছিল তিনটা মেয়ে হবে। ছেলে নাই। তাই হয়েছিল। হা হা হা
তবে আমার বিখ্যাত হবার সময় এখনো ফুরিয়ে যায়নি হয়ত। হায়াত কতদিন আছে আল্লাহই একমাত্র জানেন।

২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৭

জুল ভার্ন বলেছেন: বিভিন্ন জ্যোতিষী আমাকে বলেছিল যা কিছু তার অনেক কিছুই মেলেনি, আবার যা কিছু মিলেছে- তা অনিবার্য ছিলো।

আপনার জন্য শুভ কামনা।

৮| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: দূর্বল চীত্তের হতাশ মানুষগুলোই জ্যোতিষদের শিকার!

অবশ্যই যাদের স্ট্রং পারসোনালিটি আছে তাদের কখনোই জোতিষী ঘাটাবেনা। তাদের ভালো ভবিষ্যতের কথা শোনাবে। যারা দূর্বল তাদের ভয় দেখাবে, টাকা পয়সা চাইবে বিপদ কাটানোর কথা বলে।

২১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৮

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

৯| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জ্যোতিষী- প্রতারণায় ভরা একটি নাম। জ্যোতিষী, রাশিফল আমি একেবারেই বিশ্বাস করিনা।

২১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২০

জুল ভার্ন বলেছেন: আমিও বিশ্বাস করিনা, তবে খুব কৌতুহল ওদের প্রতারণার নিত্যনতুন কুটকৌশল দেখতে।

১০| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশের কোনো কোনো চ্যানেলে এ ব্যাপারে বিজ্ঞাপন দেখা যায়, যেখানে প্রবীর মিত্র, আহমেদ শরীফ, খালেদা আক্তার কল্পনাসহ আরো কয়েকজন নট-নটীকে ভাবে গদ গদ হয়ে জ্যোতিষী-বাবা ও তার পাথরের প্রশংসা করতে দেখা যায়। ইন্ডিয়ান চ্যানেলেও এরকম দেখা যায়। আমার প্রশ্ন হলো, এগুলো যদি অবৈধ বা মিথ্যা হয়ে থাকে, তাহলে অথোরিটি কেন এদেরকে ব্যান করে না? আইনের আওতায় আনে না কেন? কত মানুষ প্রতারিত হচ্ছে তার হিসাব নাই।

২১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৩

জুল ভার্ন বলেছেন: দুটো প্রবাদের মধ্যেই আপনার প্রশ্নের উত্তরঃ
(১) "শর্ষের মধ্যে ভূত থাকলে ভূত তাড়াবে কে"?
(২) "কুইনিন জ্বর সারায়, কুইনিনের জ্বর সারাবে কে"?

১১| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোনাবীজ ভাইজান, কিসের ব্যান? এদের অনেকের সরকারি রেজিস্ট্রেশন নম্বরও আছে। কোন ক্যাটাগরিতে এরা রেজিষ্ট্রেশন করে বুঝে আসেনা।

২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৪

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন, এরা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে।

১২| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইটালিতে এজাতীয় ব্যবসা আরও রমরমা। তাদের ভাষায় "ফরচুন ফরচুনা" অর্থাৎ সৌভাগ্য আনয়নকারি বলে আপনি যদি ২ কেজি ওজনের একটা গরুর হাড্ডি এদের গলায় ঝুলিয়ে দেন, এরা ১০০ ইউরো দিয়ে হাসতে হাসতে চলে যাবে।

২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৪

জুল ভার্ন বলেছেন: প্রতারণাময় পৃথিবী!

১৩| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ইন্টারেস্টিং।

২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৪

জুল ভার্ন বলেছেন: এই ইন্টারেস্টিঙ্গের ফাঁদের পরে কতো মানুষ প্রতারিত হচ্ছে!

১৪| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টাকে আমারও 100% শতাংশ ঢবের চপ বলে মনে হয়। আশপাশে কত মানুষকে দেখছি ভাগ্য পরিবর্তনের জন্য নানান জ্যোতিষীর দোরগোড়ায় ঘুরে ঘুরে সর্বশ্রান্ত হতে। আসো আমরা এক সহকর্মী ছিলেন উনার দশখানা আঙ্গুলে অন্তত গোটা পনেরো আংটি ছিল। নানান মূল্যবান পাথর দিয়ে দিয়ে তৈরি সেই আংটি নাকি ওনার জীবনের ভাগ্যচক্রকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। দুই হাতের কব্জিতে কিছু গাছ গাছালির সঙ্গে গলায় রুদ্রাক্ষের মালার সঙ্গেও কিছু গাছগাছালি ছিল। আপাতদৃষ্টিতে কোন শিক্ষক না মনে হলেও ধর্মীয় গুরু বলেই মনে হতো। এই মানুষটার মাথায় একটা টিউমার ছিল। যার কারণে মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতেন। আর তার থেকে মুক্তির জন্য কলকাতা শহরতলিতে কোন জ্যোতিষীর কাছে যাওয়া ওনার বাদ ছিল না।।
গঙ্গা পারাপারি করতে হতো ওনাকে। আমরা রসিকতা করে বলতাম, ওনার সঙ্গে মাদুলি গাছগাছালি ও আংটিগুলি উনাকে ভরা গঙ্গায় নৌকা উল্টে গেলেও ভাসিয়ে রাখবে।
কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! একদিন সকালে শুনি উনি গঙ্গায় ডুবে মারা গেছেন। নৌকার বসে গঙ্গা পার হচ্ছিলেন। এমন সময় উনার সেন্সলেস হয়ে যেতেই চলমান নৌকা থেকে বসে থাকা অবস্থায় টাল রাখতে না পেরে গঙ্গায় পড়ে যান। ডেড বডি পেতে প্রায় দুদিন লেগে যায়। ঘটনা যাই হোক আমার দেখা অন্ধ জ্যোতিষীদের অনুসরণের একজন ভুক্তভোগীর কথা তুলে ধরলাম।

২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩০

জুল ভার্ন বলেছেন: আমার পরিচিত একজন বিখ্যাত মানুষ- যিনি পাথরে বিশ্বাসী। একদা আমাদের আড্ডায় আমি তাকে বলি- "সত্যিই পাথরের অনেক গুণ আছে।"
আমার মুখে এমন কথা শুনে উনি খুব খুশী হয়ে বললেন- 'একটু বর্ণনা করেন, সবাই জানুক'।
আমি বলি- 'আপনি পাথর ছুড়ে কাক তাড়াতে পারেন, শত্রুর মাথা ফাঁটাতে পারেন ....'- বলতেই উনি আমার তাচ্ছিল্ল্য বুঝতে পেরে আমাকে থামিয়ে দিয়ে বললেন- "থাক আর বলতে হবেনা!"



১৫| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৮

ভুয়া মফিজ বলেছেন: জন্মের পর থেকেই দেখে আসছি এইসব প্রতারণা। এদের পাল্লায় পড়ে কতো মানুষ যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, তার কোন ইয়াত্তা নাই। এগুলো বন্ধে সরকারের কোন উদ্যোগও নাই। অবশ্য সেই সম্ভাবনা কম, কারন বেশীরভাগ রাজনীতিবিদের হাতেই দেখি এদের প্রেসক্রাইব করা মোটা মোটা আংটি!!

প্রতারণার আরেক লেজিট নাম হলো এই জ্যোতিষশাস্ত্র।

২১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৬

জুল ভার্ন বলেছেন: রাইট, অনেক রাজনৈতিক নেতাদের পাথরে বিশ্বাস যেহেতু তাদের মেধা জ্ঞানের ঘাটতি আছে।

১৬| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: অতি ভূয়া এক জিনিস।

২১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৭

জুল ভার্ন বলেছেন: হানড্রেড পার্সেন্ট ভুয়া।

১৭| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৯

মোগল সম্রাট বলেছেন: আমিতো গত ২০ বছর ধরে পত্রিকার রাশিফল পড়ি। তবে জোতিষির কাছে যাই নাই । 8-|

২১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৯

জুল ভার্ন বলেছেন: আমি রাশিফল পড়ার আগেই মুখস্ত বলে দিতে পারি রাশিচক্রে কোম রাশির জন্য কি কি লিখবে!

১৮| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৬

আঁধার রাত বলেছেন: উইলিয়াম বেনহাম আর মরিস মোর এর হস্তরেখা সংক্রান্ত বই পড়েছি আমি। সে বই দুইটিতে কোথাও রত্ন পাথরের ব্যবহার সংক্রান্ত কিছু আমি পাই নাই।

২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪২

জুল ভার্ন বলেছেন: ভালো তথ্য জানতে পারলাম। ধন্যবাদ।

১৯| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৮

কামাল৮০ বলেছেন: জ্যোতিষি একা না।সমাজে এমন অনেক প্রতারক দল আছে।পীর ফকির( ভিক্ষুক না)সন্যাসী এরাই বা কম কি!প্রতারকে ভরা সমাজ।

২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে বর্তমানে এমন একটা সেক্টর নাই যেখানে অনৈতিকতা, নাই।

২০| ২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

জুন বলেছেন: সব কিছু জানার পরেও সকালে প্রথম কাজ আজকের দিনটি কেমন যাবে দেখা :(

২১ শে জুলাই, ২০২২ রাত ১০:২৬

জুল ভার্ন বলেছেন: আমিও রাশি চক্কর থেকে বের হতে পারিনা! আমি একটা লোকনাথ পঞ্জিকা কিনেছিলাম... যা নিয়ে একটা পোস্ট লিখেছিলাম এই ব্লগেই...

আমি মাঝেমধ্যে সেই পঞ্জিকা পড়ে সকালে হাটতে বেরহই....পঞ্জিকায় যদি লেখা থাকে "পুবে যাত্রা নাস্তি"- পূর্ব দিকেই হাটতে যাই। মোদ্দা কথা আমি পঞ্জিকার নির্দেশনার বিরুদ্ধে চলি....

শাজাহানপুরের সেই পীর সাহেব...জাল জালিয়াতি করে জমি দখল করার অপরাধে ধরা খাইছে....

২১| ২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৯

শেরজা তপন বলেছেন: :) দারুন বলেছেন। ইশ অল্পের জন্য মিস করে গিয়েছিলাম!!!

২২ শে জুলাই, ২০২২ রাত ১০:০৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২২| ২২ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৫

অপু তানভীর বলেছেন: আমার পরিবার এই দিকে দিয়ে মুক্ত । কোন দিন তাদের কোন জোতিষী কিংবা করিবাজের কাছে যেতে দেখি নি । তাক তাক হাত দেখানো পাথর নেওয়া এই সবে তারা বিশ্বাস স্থাপন করে নি । ছোট বেলা থেকে তাই এসব আমার কাছে সব সময় ভন্ডামীই মনে হয়েছে । আজ পর্যন্ত আগ্রহ নিয়েও কোন দিন হাত দেখাই নি কারো কাছে !

২২ শে জুলাই, ২০২২ রাত ১০:১১

জুল ভার্ন বলেছেন: আমি ও আমার পরিবারের কেউই জ্যোতিষ, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী নয়। আমি জ্যোতিষদের ভণ্ডামির সীমা পরিসীমা দেখতেই অসংখ্য ভন্ডদের চিনেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.