![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
দুর্ঘটনাকে দুর্ঘটনাই মনে করা হোক।
"বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার জন্য ঢাকা থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ সুবিধা সরিয়ে নিতে হবে"- এটা যুক্তিসংগত কোনো কথা না। ঢাকা শহরে প্রতিদিন শতাধিক বানিজ্যিক বিমান চলাচল করতে পারলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ করতে হবে কেনো?
২০২৪ দক্ষিন কোরিয়ার জেজু এয়ারলাইন্সের বোয়িং বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ জন যাত্রী নিহত হন, ১২ জুন ২০২৫, এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদে শিক্ষার্থীদের একটি হোস্টেলে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান ২৭০ জনের বেশি যাত্রী এবং হোস্টেলের শিক্ষার্থী- সেটার জন্য কেউ বিমানবন্দর বা বিমান চলাচল বন্ধ করার দাবী করেনি।
দুর্ঘটনাকে দুর্ঘটনাই মনে করা হোক।
বিবেচনায় রাখতে হবে, বাংলাদেশের আয়তন কতো? বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, যার মধ্যে ভূমি ১,৩০,১৭০ বর্গ কিলোমিটার এবং জলভাগ ১৮,২৯০ বর্গ কিলোমিটার। ১,৩০,১৭০ বর্গ কিলোমিটার দেশটায় প্রায় বিশ কোটি মানুষের বাস। আমাদের দেশটা ছোট হলেও চারিদিক থেকেই শত্রুর বেষ্টনীর ভেতর বন্দী। একটা যুদ্ধ বিমানের উড্ডয়ন রেঞ্জ বিবেচনা করতে হবে। ঢাকায় এয়ারফোর্স বেইস রাখা হয়েছে অত্যন্ত চিন্তা ভাবনা করেই। কাজেই যুদ্ধ বিমানের ট্রেনিং এড়িয়া সরিয়ে নেওয়া সমাধান নয়, বরং বিমানবন্দর এলাকা থেকে আবাসিক স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া উচিৎ। একই সাথে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান সংগ্রহ করে যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
একটা মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে, নিষ্পাপ শিশুরা মারা গেছে। একজন শিক্ষক তার কোমলমতি শিশু ছাত্রদের বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। অভিভাবক ও যুদ্ধ বিমানের বৈমানিকও ছাড়াও অনেকেই হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ছাড়া সাধারণ মানুষের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকেরাও স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন- এটা আমাদের শক্তি, আমাদের সাহস, প্রেরণা।
২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: জামাতের আমির রংপুরে বলেছেন ১০০ এর নিচে মারা গেছে বলে তিনি মনে করেন না । তিনি কি নিজ চোখে দেখেছেন ? এটারে আমিরে জামাত বানাইসে কেডা ? গুজব বাজ ।
৩| ২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪১
জুল ভার্ন বলেছেন: চুম্মা পীরের বয়ান বলে কথা!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১১
ফেনা বলেছেন: "কাজেই যুদ্ধ বিমানের ট্রেনিং এড়িয়া সরিয়ে নেওয়া সমাধান নয়, বরং বিমানবন্দর এলাকা থেকে আবাসিক স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া উচিৎ। একই সাথে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান সংগ্রহ করে যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
একটা মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে, নিষ্পাপ শিশুরা মারা গেছে। একজন শিক্ষক তার কোমলমতি শিশু ছাত্রদের বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। অভিভাবক ও যুদ্ধ বিমানের বৈমানিকও ছাড়াও অনেকেই হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ছাড়া সাধারণ মানুষের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকেরাও স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন- এটা আমাদের শক্তি, আমাদের সাহস, প্রেরণা। "
ভাল বলেছেন। সহমত পোষণ করছি।