নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

\'বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধিব পরান\'......

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৪০

'বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধিব পরান'......

জনাব আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, ছাত্র প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন্দ্রীয় নেতা বাগছাস ( বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ)। ইতোমধ্যে বহিষ্কারও করেছে।

এভাবে সকল মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি রয়েছে। এরা সরকারের দাপটেই এসব চাঁদাবাজি করছে। পদ ব্যবহার করে নিয়োগ, তদবির, বদলি বাণিজ্য, মামলা বাজিসহ এমন কোন কাজ নাই যে, তারা করছেনা। এরাই বর্তমানে কিশোর গ্যং এর নেতৃত্ব এবং শেল্টার দিচ্ছে। সারাদেশে এসব ছাত্র প্রতিনিধি নামধারীরা কেন নির্বাচন চায় না, বুঝছেন?
তার এবং নাপার সব নেতাদের এবং জা-শি র নেতাদের ফেসবুকে পোস্টে চাঁদাবাজির বিরুদ্ধে গরম গরম পোস্ট, বুঝছেন এবার ব্যাপারটা??[/sb

কারণ নির্বাচন হলে তো ওদের কোটি কোটি টাকার স্মার্ট চাঁদাবাজি থাকবেনা। এজন্যই এরা বিচার ও সংস্কারের নামে ৫ বছরের আওয়াজটা জোড়ে সরে দেয়। এদের প্রধান পৃষ্ঠপোষক জা-শি।

জুলাই বিপ্লবের পর যত চাঁদাবাজি, দখলদারি, কমিশন বানিজ্য, বদলী বানিজ্য, খুনোখুনি সবই হয়েছে এবং হচ্ছে- নাহিদ, হাসনাত, সারজিস, ডার্বি নাসির, মাসুদ, জারাদের নেতৃত্বে। এরাই কিশোর গ্যাং এর লিডার।



এটাই হোক শেষ লড়াই। যারা ওদেরকে সাপোর্ট দিয়েছে তাদেরকেও ছাড়া হবেনা।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:২১

শাওন আহমাদ বলেছেন:

২| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:২১

শাওন আহমাদ বলেছেন:

৩| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:২১

শাওন আহমাদ বলেছেন:

৪| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:২২

শাওন আহমাদ বলেছেন:

৫| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:২২

শাওন আহমাদ বলেছেন:

৬| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:২২

শাওন আহমাদ বলেছেন:

৭| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:২৩

শাওন আহমাদ বলেছেন: আরও আছে, এরা সুবিধা পার্টি।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০২

জুল ভার্ন বলেছেন: ফটোবাজ নতুন শাহেদ।

৮| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৪৫

ঢাবিয়ান বলেছেন: চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) দুই নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দুই সংগঠন পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শনিবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হলো।
অন্যদিকে, বাগছাস দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। গঠনতন্ত্রের ধারা ৩.১ অনুযায়ী সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের নির্দেশনায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া মাত্র প্রায় সাড়ে চার হাজার জনকে বহিষ্কার করেছে। জা-শি, নাপার বিরুদ্ধে অজস্র প্রমাণিত অভিযোগ সত্বেও কয়েকজনকে বহিষ্কার করেছে? জা-শি র বিরুদ্ধে দখলের সব অভিযোগের একটাই উত্তর- "দখল নয় পুনর্দখল করেছে, এগুলো আগে জামায়াতেরই ছিলো"।

৯| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১০:২৪

সৈয়দ কুতুব বলেছেন: এ ছেলে তারেক রহমান কে নিয়ে খারাপ কথা বলেছে।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৬

জুল ভার্ন বলেছেন: এখন তাদের দোসরগং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জামাতার টকশো নিয়ে উল্লাস করছে।

১০| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: চিটাগাঙে দশ লাখ চাদা নিয়ে কট ফোন কলে রাফির সাগরেদ।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৯

জুল ভার্ন বলেছেন: ওরা সবাই চাঁদাবাজ। জুলাই বিপ্লবের আগেও যারা মেসে থাকতো, আলু ভর্তা আর একটা ডিম ভাজা চারজনে খেতো, তারাই এখন কোটি টাকা দামের গাড়িতে, হেলিকপ্টারে চলে। তিনশো গাড়ি নিয়ে শো ডাউন করে।

১১| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৪২

নতুন নকিব বলেছেন:



চাঁদাবাজ যে নামে, যে দলেরই হোক- শাস্তির আওতায় আনা হোক।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২০

জুল ভার্ন বলেছেন: একমত। তবে উদোর পিন্ডি বুঁদোর ঘাড়ে চাপানো বন্ধ হোক।

১২| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৪৫

ঢাবিয়ান বলেছেন: মির্জা ফখরুলের জামাতাতো খালেদ মহিউদ্দিনের টকশোতে গিয়ে বিরাট ধরা খেয়েছে। তিনি বলেছেন - তারেক রহমানের ইনকাম সম্পর্কে এবং বিএনপি নেতাদের ইনকাম সম্পর্কে জানার অধিকার কারো নাই। !:#P এনসিপির যে দলীয় গঠনতন্ত্র সেখানে মূখ্য বিষয়ই হচ্ছে জবাবদিহিতা। বিএনপিতে এই জাতীয় কো্ন গঠনতন্ত্রই নাই। জামাতা ফাহাম স্পষ্ট বলেই দিয়েছে যে , তারেক রহমান ও বিএনপি নেতাদের সোর্স অভ ইংকাম তাদের প্রাইভেট বিষয় !! জবাবদিহিতাকে তারা কফিনে পুরে পেরেক মেরে রেখেছে যা নিয়ে কোন প্রশ্ন করা যাবে না। !:#P

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৩

জুল ভার্ন বলেছেন: তারেক রহমানের আয় রোজকার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জামাতা বিএনপির কেউ না। তাছাড়া তার বক্তব্যে আপনার উল্লসিত হবার কারণ কি?
আপনি নিজে একজন এনোনিমাস.... এবার খোলস ছেড়ে বেড়িয়ে আসুন- পরস্পর পরস্পরকে জানি।

১৩| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:০০

আরইউ বলেছেন:



জুল ভার্ন,
যতই এদের মুখোশ উন্মোচন হোক, কোনো ফায়দা নেই। শিশু উপদেষ্টা আসিফের পিএস দুর্নীতি করেছে, আর আসিফ তাতে কোনো অংশ পাননি? আসিফের কিছু হয়েছে? নাহিদের বাবা একজন পেডোফাইল, এটা নিয়ে কি নাহিদকে কোনো জবাবদিহি করতে হয়েছে? হয়নি! এরা একধরনের মাফিয়া চক্র। এদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই আমাদের ঢাবিয়ান (সম্ভবত ইনুচ মিয়ার কিংস পার্টির ব্লগ প্রতিনিধি) দাঁত খিচিয়ে, নখ বের করে কামড়াতে চলে আসবে।
ভালো থাকুন।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৪

জুল ভার্ন বলেছেন: ঢাবিয়ান সাহেবের সৎ সাহস থাকলে মুখোশ খুলে আসুন.....

১৪| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:০৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুধু চাদাবাজ বললেই চলবে না হাতে নাতে ধরে যে মন্ত্রনালয়ে চাঁদাবাজি করে সে মন্ত্রনালয়ের দরজায় টানিয়ে রাখতে হবে ।

২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০০

জুল ভার্ন বলেছেন: জুলাই বিপ্লবের পর দেশে যত চাঁদাবাজি, দখলদারি, হানাহানী, দুর্নীতি হচ্ছে তার ৯০% করছে- জাশি, নাপা চক্র। অবাক হবেন, ওদের সেভ করে বর্তমান সরকারের এবং রাষ্ট্রের বৃহৎ একটা অংশ। জা-শি র সোশ্যাল মিডিয়া সব দোষ চাপাচ্ছে বিএনপির উপর।

১৫| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৩৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: ৩২ দফার সাথে আরো ১ দফা যুক্ত করুন। ইন্টেরিমের সময় নিয়োগ বানিজ্য, তদবির, মন্ত্রনালয়কে জিম্মি করে কিংস পার্টিতে যত অবৈধ পয়সাওয়ালা হয়েছে; সবার বিচার করা হবে। যদি পুরাতন বন্ধবস্তে দেশ চলে, তাহলে বিএনপির চেয়ে বড় আর কেউ নাই সরকারে আসার। বিএনপি ১৭ বছর নির্যাতিত নেতা-কর্মীর দল। সারাজীবন ছাত্রলীগের পদলেহন করা আন্দোলনের মাধ্যমে এক সপ্তাহের গজিয়ে উঠা কোন‌ কিংস পার্টি না‌।

১৬| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাঁদাবাজির মজা একবার পেয়ে বসলে আর ঠ্যাকায় কে?

১৭| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার সাথে একমত নই । বর্তমানে যে যেভাবে পারছে চাদাবাজি করছে সরকারের ব্যর্থতার কারণে । স্বরাস্ট্র উপদেষ্টার এই ব্যর্থতার জন্য দায়ী । বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় চাদাবাজ দল । তারপর অন্যদের সিরিয়াল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.