![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জন হেনরী Vs জান্নাত আরা হেনরী.....
"নাম তার ছিলো জন হেনরি, ছিলো যেনো জীবন্ত ইঞ্জিন…”-
ফকির আলমগীর রচিত এবং গায়কীতে বিখ্যাত একটি গান।
'জন হেনরী' এক কিংবদন্তি আমেরিকান শ্রমিক চরিত্র। তিনি ছিলেন একজন রেলপথ শ্রমিক। গল্প অনুযায়ী, তিনি একটি যন্ত্রের (স্টিম-ড্রিল) সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন- মানুষ বনাম মেশিন।
শেষ পর্যন্ত জন হেনরি জয়ী হলেও অতিরিক্ত পরিশ্রমে প্রাণ হারান। শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ, মর্যাদা ও মানবিক শক্তির প্রতীক হয়ে ওঠেন তিনি। তাঁকে নিয়ে দেশ বিদেশে অসংখ্য লোকগান, কবিতা, গল্প ও নাটক তৈরি হয়েছে।
বাংলাদেশেও জন হেনরি শ্রমিক আন্দোলনের প্রতীকী প্রতিরোধ ও আত্মত্যাগের চিত্র হিসেবে আলোচিত হয়।
জনাবা জান্নাত আরা হেনরীঃ
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ২০০৮ সাল থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিলেন। জান্নাত আরা হেনরী এমপি হবার আগে তিনি ছিলেন সহকারী স্কুল শিক্ষক (সঙ্গীত)। ২০০৮ সালে তার হালফনামায় সম্পদের পরিমাণ ছিল সর্বসাকুল্যে মাত্র সাড়ে ৬ লাখ টাকা। ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োজিত হন।
দুদকের অনুসন্ধান ও মামলাঃ
২০২৪ সালের ২০ আগস্ট দুদক অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে; পরবর্তীতে ২৩ ডিসেম্বর দুদক দুইটি মামলা দায়ের করে। তার ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার অবৈধ সম্পদের পরিমাণ আনুমানিক ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা, এবং তার স্বামীর অবৈধ সম্পদ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা, প্রতিষ্ঠান সম্পর্কিত ৪টি কোম্পানির শেয়ারসহ অন্যান্য ব্যাংক হিসাব, যার মধ্যে ব্যাংকে স্থিতি ২৯ কোটি ৬ লাখ ২৩ হাজার ২১৫ টাকা আমানত নিষিদ্ধ (অবরুদ্ধ) করা হয়েছে।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকায় ৫ টি প্লট, একক তিনটি বাড়ি, দুটি ফ্ল্যাট, ১৬টি গাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। মোট ৮টি দলিল অনুযায়ী জমির পরিমাণ ১৪৬ কাঠা। যার দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়াও তার নির্বাচনী এলাকায়১৬ বিঘা জমি, ২টি বানিজ্যিক ভবন, ৩টি বাড়ি জব্দ তালিকায় আছে।
তথ্যসূত্রঃ দৈনিক কালবেলা
ছবিঃ দৈনিক কালবেলা এবং গুগল।
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৫
জুল ভার্ন বলেছেন: ৯৯% আওয়ামী দলকানা সমর্থক- যারা বিশ্বাস করেনা, আওয়ামী লীগের কেউ দুর্নীতি করেছে!
২| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০০
বিজন রয় বলেছেন: হা হা হা , না না বিষয়টা তেমন না, তারা লজ্জা পায় বলতে. তাই ওকথা বলে।
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন: লজ্জা, অপরাধবোধ, অনুশোচনা- এইসব মানবিক বিষয় আওয়ামী লীগের ৯৯% নেতা কর্মী সমর্থকদের মধ্যে নাই।
৩| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০২
সৈয়দ কুতুব বলেছেন: হাছান মাহমুদের কাছে এনারা কিছুই না।
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৩
জুল ভার্ন বলেছেন: কেউ কারোর চাইতে কম না, বরং বেশী বেশী এবং আরও বেশী!
৪| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ২:০৮
লোকমানুষ বলেছেন: আহা! এইসব কত পরিশ্রমের ফসল, বেরসিক দুদক তা বুঝলো না।
না হয় একটু জনগণের টাকাটাই নিজের উন্নয়নে ব্যয় করেছে, সর্বোপরি সে নিজেও তো জনগণের মধ্যে একজন। আর তাই তো নিজের উন্নয়নেই তা ব্যয় করা সমীচীন মনে করেছেন।
২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৪৮
জুল ভার্ন বলেছেন: মেহনতের মজুরি পেয়েছে
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৪
বিজন রয় বলেছেন: এটা অনেকটাই সত্যি। এটা একটা উদাহরণ মাত্র। শত শত এমপি এটা করেছেন।
আর তাদের চামচারা।