নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

স্যরি, আমি নব্য বিপ্লবীদের সাথে তাল মেলাতে পারছি না....

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫১

স্যরি, আমি নব্য বিপ্লবীদের সাথে তাল মেলাতে পারছি না....



বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের অনেক বক্তব্যের সাথেই আমি ভিন্নমত পোষণ করি। জুলাই বিপ্লব নিয়ে তার উল্টাপাল্টা বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে নিঃসন্দেহে, সেজন্য তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী জানাই। কিন্তু তিনি মুক্তি যুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে নো কম্প্রোমাইজ- তাই তাকে সম্মান করি।

ফজলুর রহমান সাহেব দলীয় শৃঙ্খলা বিরুদ্ধ কিছু করলে দলের নিয়ম মতো দল ব্যবস্থা নিবে। আইনী অপরাধ করলে আদালতে বিচার হবে। কিন্তু মব জাস্টিস গ্রহণযোগ্য নয়।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্টের সাথে সহমত।

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: উল্টাপাল্টা বক্তব্যের কারণে তো শোকজ করা হয়েছে। আবার আইনী ব্যবস্থাও নিতে হবে?

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৩

জুল ভার্ন বলেছেন: আমি লিখেছি- "দলীয় শৃঙ্খলা বিরুদ্ধ কিছু করলে দলের নিয়ম মতো দল ব্যবস্থা নিবে। আইনী অপরাধ করলে আদালতে বিচার হবে"।

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: ফজলুর রহমান এনসিপির নেতাদের টকশো থেকে উঠে চলে যেতে বলেন । উনার এই কথা বলা এখতিয়ার নাই ।

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৯

জুল ভার্ন বলেছেন: টকশো কোনো সাংবিধানিক প্লাটফর্ম নয়, সামাজিক / গণমাধ্যম। টকশোতে কার কি এখতিয়ার সেটা টকশো অনুষ্ঠান সঞ্চালক নিয়ন্ত্রণ করেন।

৪| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৫৩

কাঁউটাল বলেছেন: ফজলু নাকি মুজিব বাহিনীর লোক ছিল? মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাত? ঘটনা সত্য নাকি?

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০০

জুল ভার্ন বলেছেন: আমি অত সব জানিনা, আপনার জানা থাকলে তথ্যসূত্র উল্লেখ করে শেয়ার দিন- আমিও জানতে চাই।

৫| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দল করলে দলের নীতিমালার বাহিরে যাওয়ার সুযোগ নেই।

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০১

জুল ভার্ন বলেছেন: অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.