নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোকাভিভূত.....

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪



প্রবীণ দার্শনিক, চিন্তক ও লেখক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর প্রস্থান শুধু একজন মানুষকে হারানো নয়, বরং এক যুগের বিদায়। বাঙালি সমাজ, সংস্কৃতি ও রাজনীতিকে তিনি যে তীক্ষ্ণ দৃষ্টি, বুদ্ধিবৃত্তিক শক্তি ও নিরলস লেখনী দিয়ে আলোকিত করেছেন- তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

বদরুদ্দীন উমর ছিলেন একাধারে দার্শনিক, সমাজতাত্ত্বিক ও সংগ্রামী বুদ্ধিজীবী। তিনি সমাজের শোষিত-নিপীড়িত মানুষের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন। তাঁর লেখনী আমাদের চিন্তাকে প্রশ্নবিদ্ধ করেছে, চেতনাকে আলোড়িত করেছে। সত্য ও ন্যায়ের প্রতি তাঁর অবিচল অবস্থান বাঙালি জাতির মুক্তির পথচলায় অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে।

এই মহীরুহের মৃত্যুতে জাতি এক বিশাল বুদ্ধিবৃত্তিক শক্তিকে হারালো। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২০

এইচ এন নার্গিস বলেছেন: আমি তার একজন ভক্ত

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩২

জুল ভার্ন বলেছেন: আমার অন্যতম প্রিয় ব্যক্তিত্ব। তাঁর লেখা বইগুলো পড়ে আমি শিখেছি- কিভাবে আত্মমর্যাদায় স্বকীয়তা রক্ষা করতে হয়।
বদরুদ্দীন উমর ছিলেন এক অনন্য জ্ঞানতাপস, তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষক ও নির্ভীক লেখক। তাঁর লেখনী শুধু সমকাল নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও পথনির্দেশক হয়ে থাকবে। সত্য বলার সাহস এবং যুক্তিনিষ্ঠ চিন্তার কারণে তিনি দেশের মেধাবী সমাজে এক অম্লান নাম।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
রেষ্ট ইন পিস!!!
উনার সম্পর্কে তেমন‌ কিছু জানি না; ইহা আমার দৈনত্যা বলতে পারেন।
তবে শেরজা তপনের একটি লিখায় মুক্তিযুদ্ধের ইতিহাসে সম্পর্কিত বদরুদ্দীন উমরের একটি সাক্ষাৎকার উল্লেখ করেছেন।
বেশ নিরপেক্ষ, সাবলীল ও বিশ্বাসযোগ্য হিসেবে মনে হয়েছে।

সস্তির বিষয় উনি মৃত্যুর সময় নিয়ে! হাসিনা রেজিমে মারা গেলে হয়তো যথাযথ সম্মানটুকু ও পেতেন‌ না। খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক পিয়াস করিমের মৃতদেহ নিয়ে কুকুর লীগ শহীদ মিনারে কি কান্ডটাই না‌ করলো?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৯

জুল ভার্ন বলেছেন: বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি ইতিহাস, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে গভীর গবেষণা ও তাত্ত্বিক আলোচনার মাধ্যমে বামপন্থী ধ্যানধারার অন্যতম শক্তিশালী কণ্ঠ ছিলেন। তাঁর লেখনী যেমন তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতার পরিচয় দিয়েছে, তেমনি সাহসী মতামতের কারণে তিনি সবসময় আলোচনায় ছিলেন। প্রগতিশীল বুদ্ধিজীবী সমাজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি নিজ মতাদর্শে অটল থাকলেও পরমত সহিষ্ণু ছিলেন। উনি প্রায় ৬০ টি বই লিখেছেন, যার বেশীরভাগ ই আমি পড়েছি। বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

শেরজা তপন বলেছেন: বাপ-বেটা মিলে একসাথে ভাষা আন্দোলনের লড়াই করেছেন, ভাবা যায়!! উনার বয়স তখন ২১
উনার কিছু কিছু আইডিওলজিতে আমার দ্বিমত আছই, কিন্তু উনার প্রয়াণ দেশের বড় একটা শূন্যতা।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৪

জুল ভার্ন বলেছেন:

বদরুদ্দীন উমর ছিলেন এক বিরল চিন্তক ও সংগ্রামী মানুষ। বাপ-বেটা একসাথে ভাষা আন্দোলনের ময়দানে দাঁড়ানো সত্যিই ইতিহাসের অনন্য অধ্যায়। মতাদর্শে ভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু তিনি যে জ্ঞান, গবেষণা ও সংগ্রামের ভাণ্ডার রেখে গেছেন তা আমাদের জন্য অমূল্য। তাঁর প্রয়াণে দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি হলো।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.