নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

"রাজাকারদের ৭১% জনসমর্থন, আর বিএনপির সমর্থন ৫%- তাও থাকবে না" - রাজাকারদের জরিপ.....

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৬

'দৈনিক আমার দেশ' সহ জা-শি লবিস্টদের জরিপে বর্তমানে জামাতের সমর্থন ৭১%, জানাপা'র ১৫%, গরুচোর পীর সাপের ১০%! বিএনপির সমর্থন শূন্যের কোঠায়, গ্রহণযোগ্যতা নাকি শেষ! কিন্তু মজার ব্যাপার হলো- ওদের ভাষায় যে বিএনপির নাকি সমর্থন নাই, সেই বিএনপিকে নিয়েই রাজপথে ভয়, টকশোতে হুলুস্থুল, রিপোর্টের উপর রিপোর্টে ছয়লাপ!

আসলে ব্যাপারটা এমন- বাঘ যদি খাঁচায় থাকে, লবিস্টরা তখন বলে "এটা বিড়াল"। কিন্তু আশ্চর্য, ওই "বিড়ালকে" নিয়েই সবাই রাতদিন ত্রাসে কাঁপে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০০

কলিমুদ্দি দফাদার বলেছেন: সমসাময়িক বিষয় দৃষ্টিপাত না করে "আমার দেশ" পত্রিকার একপেশে ভারত বিরোধী প্রতিবেদন আর সবকিছু তে আওয়ামী লীগ দুর্নীতির ফিরিস্তি পত্রিকার মান ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে? পাশপাশি এই সংক্রান্ত সংগঠিত অপরাধগুলো হালকা করে দেয়।
এনএস আইয়ের কার্যালয়ে 'র' , হাসিনার সহযোগিতায় বাংলাদেশে এক খন্ড ভারত, বাংলাদেশ ভারতপন্থীদের প্রকারভেদ শিরোনামে।

আমার এখনো স্পষ্ট মনে আছে, মাহমুদুর রহমান জ্বালানি উপদেষ্টা থাকাকালীন উনার ইন্ধনে বিডিআর এশিয়া এন্যাজির বিরুদ্ধে আন্দোলনরত কিছু বিক্ষোভকারীদের উপর গুলি করে; সারসহ জ্বালানি সংকট ছিল চরমে। এখন ভারতীয় "হেজেমনির" ঠেকুর তুললে ও উনাকে ও ভালো মতো চিনা আছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৬

জুল ভার্ন বলেছেন:
র'এর আগ্রাসন মোটেই মিথ্যা নয়। ইউরোপ আমেরিকায়ো যেখানে র এর আগ্রাসন প্রমাণিত, সেখানে বাংলাদেশ র এর পেটের ভিতর- সেটাই সত্য। ১/১১ সরকার, বিডিআর ম্যাচাকার থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পরিচালনা সম্পুর্ণই র এর কাজ।

অন্যদিকে, আওয়ামী লীগ সরকার শতভাগ দুর্নীতিগ্রস্থ ছিলো। সকল সাংবিধানিক সংস্থা ধ্বংস করেছে, আইন বিচার ব্যাবস্থা সম্পুর্ণ ধ্বংস করেছে। যেকোনো সংবাদপত্রের কাজ হচ্ছে বাস্তবতা তুলে ধরা, কিন্তু একপেশে অবস্থান সাংবাদিকতার মান প্রমাণিত হয় না। এতে বরং পাঠকের আস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং সংগঠিত অপরাধ, ক্ষমতার দখলদারি কিংবা ভেতরের জটিল বাস্তবতাগুলো আড়াল হয়ে যায়। সুতরাং ভারতীয় আধিপত্য বা আওয়ামী লীগের দুর্নীতির প্রসঙ্গ তুললে সেটা যেন কেবল রাজনৈতিক হিসাবের খাতা না হয়ে, জনগণের প্রকৃত স্বার্থ, জবাবদিহিতা আর সামগ্রিক বাস্তবতার প্রতিফলন হয়- এই জায়গায়ই সাংবাদিকতার নিরপেক্ষতা জরুরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.