![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন লাইন কেটে দিলাম কথার মাঝে
বললে "এ ক্যামন অভদ্রতা !!"
বললাম "আর সইতে পারছিলাম না
অপ্রত্যাশিত কথার বাণ;
দম আটকে এসে খুঁজলাম মুক্ত বাতাস-
তাই বিরতি"
আরো কাছে এলে আর বললে
হৃদয়ছোঁয়া কথা
আমি শুনালাম চাঁদ আর রাজকুমারীর গল্প।
তুমি বুঝনি তাই কড়া নাড়লেই গুছানো কথার ফুলঝুরি বাজে
কষ্টের আলপনা সাজে শুক্লপক্ষে;
যদি চাও সমুদ্র তীর খোলা প্রান্তর প্রশান্ত হাওয়া
ছুঁইয়ে দাও অগণিতবার শোনা একমাত্র চাওয়া।
©somewhere in net ltd.