নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বকনিস্ট ব্লগার।

আমার নাম সুমাইয়া শফিক।

সুমাইয়াশফিক

.আমার নাম সুমাইয়া শফিক।

সুমাইয়াশফিক › বিস্তারিত পোস্টঃ

আমার ছোট বোন। MY LITTLE SISTER

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪২













(বাংলা)

আমার ছোট বোন জাইমা শফিক,







সে খুব সুন্দর, একদিন সে আব্বু আম্মুকে বলল যে আমি কোকো খাবো (কোকা মানে চকলেট)।



শুক্রবার আমার বোন সকাল ৭টাই উঠল, সে সব সময় আমার আগে ঘুম থেকে উঠে।এরপর সে আমাকে ডেকে বলে আপি আপি উঠ উঠ। আজকে তোমাদের এক স্টেন্জ ঘটনা বলব আমার বোনের ব্যাপারে।



আমার বোনের বয়স কেবল ২ বছর ৬ মাস । এই বয়সে সে নিজের কাপড় নিজে পড়তে পারে, সে নিজে ভাত খেতে পারে। সে যা পারে অন্য ছোট বাচ্চারা তা পারে বলে মনে হয় না।









(ইংলিশ)

My little sister name is Zaiyma Shafiq.



She is very cute.one day she asked my mom and dad that papa i want to eat some koko means 'chocolate'.on friday my sister wake up at 7:00 clock.She always wake up before me.Then she tell me api api wake up.Today I will tell you a strange thing about my sister.That is her age is 2 year 6 months in 2 year

6 months no baby can do this thing what am going to tell you.one day she wore her dress by herself, she ate rice by herself she can do everything what other baby cannot do.

মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৪

অ্যামাটার বলেছেন: تنثلعهشصا قهمعفهثخ ثقفثسقعه+

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫১

সুমাইয়াশফিক বলেছেন: চাচা এটা মানে কি ?

২| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৮

কৌশিক বলেছেন: great writing mom. but whenever you get into this blog, try to write in bangla. I am sure your papa told you the story of our great language movement held in 1952, even before your papa was born. few of our countrymen died in 21st February of that year to establish bangla as our national language.

I wish to see you as the most talented bangla writer of your age. one basket virtual chocolate for you.

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৫

সুমাইয়াশফিক বলেছেন: আচ্ছা আমি বাংলায় লিখব।

তুমি আমাকে কবে চকলেট দিবা।

যেদিন ব্লগের মিটিং হবে, সেইদিন আমার আব্বু হাতে চকলেট দিবা।

৩| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৮

ব্রাইট বলেছেন: আম্মের মতোই কিউট!

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৬

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

৪| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫০

ব্রাইট বলেছেন: পোস্টের জন্যে ধন্যবাদ। আপনার আব্বু আর আম্মুকেও ধন্যবাদ।


২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৬

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

৫| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৩

নিলা বলেছেন: সি ইজ সো কিউট। অনেক অনেক আদর রইলো ওর জন্য, তোমার জন্যও। ভালো থেকো সুইট আপ

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৯

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।
তুমিও সুইট ।

৬| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫১

দূরন্ত বলেছেন: মজার তো।

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৭

সুমাইয়াশফিক বলেছেন: হে মজার।
তোমাকে ধন্যবাদ।

৭| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫২

আরিফ থেকে আনা বলেছেন: বাহ, ২ বছরের বাচ্চা নিজে নিজে জামা পড়ে ! দারুন তো

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৭

সুমাইয়াশফিক বলেছেন: নিজে জামা পড়ে ।
আসলেই দারুন।

৮| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫২

ইমরান মামা বলেছেন: বাংলা লেখা পড়া বলার অভ্যাস নিয়ে তোমার একটা পোস্ট ছিল বোধ হয়।

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৮

সুমাইয়াশফিক বলেছেন: তুমি ঠিক বলছ,
আমি বাংলায় লিখব।
তোমাকে ধন্যবাদ।

৯| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৩

ইমরান মামা বলেছেন: সরি।

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:০০

সুমাইয়াশফিক বলেছেন: ঠিক আছে।

১০| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৯

কালপুরুষ বলেছেন: Cute Sister. Loving too.

২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:০০

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

১১| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:০৪

শফিকুল বলেছেন: আসলে আমি একটু বাইরে ছিলাম , এসে দেখি সে ইংরেজিতে একটা পোস্ট লিখছে , আমি মানা করলাম না, তবে বললাম এটাই তোমার শেষ ইংরেজি পোস্ট , সে বলেছে , আচ্ছা। আপনারা ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন আশা করি। বাংলায় সে ভালই পারে তবে আমাকে পাশ্বে থেকে দেখাই দিতে হয়।

২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৬

সুমাইয়াশফিক বলেছেন: আব্বু তোমাকে ধন্যবাদ।

১২| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:০৬

রাতমজুর বলেছেন:
মাই লিটল সিস্টার, লাবণ্য রহমান তিতলী, আমি ডাকি কেতলী :)B-):P

২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫০

সুমাইয়াশফিক বলেছেন: খুব সুন্দর , আমার আদর দিবা।

১৩| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:১২

মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুণ তো

২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫০

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

১৪| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৯

সেকেতুরে বলেছেন: দোয়া রইলো অনেক অনেক।

২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫১

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।
দোয়া রইলো তোমারো।

১৫| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৪

প্রবাস কন্ঠ বলেছেন: @সুমাইয়া, তোমার আব্বু কি সিগারেট পান করে ?

যদি না করে তাহলে ``চে``র সিগারেট খাওয়া ফটোটা চেন্জ করতে বলিও :)

তোমাকে ধন্যবাদ

২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫২

সুমাইয়াশফিক বলেছেন: আমার আব্বু সিগারেট পান খাই না,
আব্বুকে বলব পাল্টে দিতে।
দোয়া রইলো
তোমাকে ধন্যবাদ।

১৬| ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৮

আসিফ আহমেদ বলেছেন: বুঝতে পারছি, তোমার ছোট্ট বোনেরও ব্লগে লেখালেখি করার বয়স হয়ে গেছে :)

২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৩

সুমাইয়াশফিক বলেছেন: আমার ছোট বোন বারবি গেম খেলে।

১৭| ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৩

রেটিং বলেছেন: তোমার বোনকে অনেক আদর দিবা :)

২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৮

সুমাইয়াশফিক বলেছেন: আমার আদর,
বোনরে দিলাম।
তোমাকে ধন্যবাদ।

১৮| ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৮

বিবেক সত্যি বলেছেন: আপু তোমার এই পোষ্টে দুটো শব্দ আমার খুব পরিচিত । ১. জাইমা ২. কোকো B-) সবারই পরিচিত, কিন্তু কেউ বলেনি :)


*জাইমাকেও ব্লগ লিখা শিখিয়ে ফেলো ... :)

২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩২

সুমাইয়াশফিক বলেছেন: শিখাবো।
আমার বোন চকলেটকে কোকো বলে।
আমার বোনের নাম জাইমা।

১৯| ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

ঝুমী বলেছেন: সুমাইয়া, তোমার বোনটা খুবই কিউট। তোমার বোন এবং তোমার জন্য শুভ কামনা রইল। +:)

২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৪

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ্।
আমার বোনের তরফ থেকে তোমাকে ধন্যবাদ।

২০| ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৯

আজনবী বলেছেন: তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার এবং তোমার ছোট আপুর জন্য একটি লিংক দিলাম।

http://www.starfall.com/

২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৪

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

২১| ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৮

নির্বাসিত বলেছেন: তোমাকে অনেক অনেক আদর মামণি! নিয়মিত লিখো পড়াশুনা ফাঁকে। যা কিছু মনে আসে তাই নিয়েই লিখো।
শুভেচ্ছা।

২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:১০

সুমাইয়াশফিক বলেছেন: আমি সপ্তাহে আপাতত ১দিন লিখব শুক্রবার।

২২| ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৪

আফরোজাশফিক বলেছেন: তোমার বোনের প্রতি ভালবাসা অটুট থাকুক।

২৬ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৬

সুমাইয়াশফিক বলেছেন: অবশ্যয় থাকবে মা।

২৩| ২৭ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫৪

বুলবুল আহমেদ পান্না বলেছেন: জাইমা টা সোনাটা দেখছি তোমার মতই লক্ষী বাবু হচ্ছে......

২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:০০

সুমাইয়াশফিক বলেছেন: হ্যা খুব ভাল।

২৪| ২৭ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫৫

মুহিব বলেছেন: LITTLE?

২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:০০

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

২৫| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

বোকামাষ্টার বলেছেন: মামণি খুব ভালো লাগলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৯

হোসেইন বলেছেন: সুন্দর পিচ্চি ।
আদর দিচ্চি ।

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪০

জটিল বলেছেন: মাশাল্লাহ :)
ভালো লিখেছ ।

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৪

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৬

নূর বিডি বলেছেন: cute and sweet তুমি তোমার বোন এবং তোমার post

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৪

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৮

অনন্ত দিগন্ত বলেছেন: তুমি আর তোমার ছোট্ট বোন দুজনের জন্য ই অনেক অনেক ভালবাসা ।

ভালো থেকো :)

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৩

সুমাইয়াশফিক বলেছেন: তোমাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.