![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
খ্যাতিমান লেখক জাফর ইকবাল স্যারের উপর গতকাল ভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে ছুরি হামলা চালিয়েছিলো।
হামলাকারীর হামলার পূর্বের কয়েকটা ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। একটা ছবিতে দেখলাম, হামলাকারী স্যারের ঠিক পেছনে বডি গার্ডের মতো দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি স্যারের গর্দানে। স্যারের সরকারি বডিগার্ডদের মনোযোগ তখন ভিন্নমুখী। এজন্যই সরকারি মালের উপর আস্তা রাখতে নেই! ছুরির স্থানে যদি বন্ধুক হতো! তবে???
ভাবতে ভাবতে ফেইসবুকে লগইন করলাম। রাত তখন ৯টা ছুঁইছুঁই। নিউজফিডে বেশ কয়েকটা স্ট্যাটাস ভাসছে। অমিতাভ নামের একটা ছেলে লিখেছে, "ক্যাম্পাসটা বহিরাগত সন্ত্রাসদের দখলে। ব্লা... ব্লা......" আমি কমেন্ট করলাম, "পুরু দেশটাই কাঠমোল্লাদের দখলে। শালারেও(হামলাকারী'কে) কাঠমোল্লা কাঠমোল্লা লাগতেছে।"
মিনিট দশেক পর বাকেরের রিপ্লাই, "মোল্লা হখলর লেইজ্জ ধরিয়া টানতে যে আরাম লাগে।
সাথে যোগ দিলো কাদির এবং আরো দু'তিনজন। এরা প্রায় সবাইই আমার স্কুল-কলেজের ক্লাসমেট। "কাঠমোল্লা" শব্দটাতে তাদের ব্যাপক আপত্তি। এই (অ)শব্দটা নাকি তাদের ধর্মানুভূতিতে বোমার মতো আঘাত আঘাত হানে।
তারপর আরো একটা স্ট্যাটাস চোখে পড়লো। স্ট্যাটাসদাতা স্ট্যাটাসে বলেছেন, "সিরিয়াত মানুষ মারিয়া ছাফ করিলাইরা। ইতা নিয়া কেউ অতো লেখা লেখে না। আর আইজ সেক্যুলার এগুর উপ্রে হামলা নিয়া খতো মায়াকান্না। সেক্যুলার এগুরে মারিয়া খমাইলে উ খমলো।" -এই ধরনএর কয়েকটা পোস্টে কমেন্ট করে পিঠে মুক্তমনা, নাস্তিক সীলমোহর খেয়ে ঘুমিয়ে পড়লাম।
সকালে উঠে দেখি পাব্লিক প্রথম আলোর নিউজ স্কিনশর্ট+লিংক সহ ম্যানশন করে ডাকাডাকি শুরু করেছে। কারো কারো জিজ্ঞাসা, এই বীর্য কার?! (এখনো চলছে...)
তাদের কথাবার্তার ধরন দ্যাখে মনে হচ্ছে, যেনো চিহ্নিত আওয়ামীলীগ সাপোর্টার এক নাস্তিকের সাথে কথা বলছে। উপরওয়ালার উপর বিশ্বাসী কেউ মোল্লাদের দিকে আঙ্গুল তুলবে না। যেনো মোল্লাদল ধূয়া তুলসীর বন।
প্রথম আলো বর্তমান কালের সেরা গাঁজাখোর বাণিজ্যিক পত্রিকাগুলোর একটি। এদের নিউজের কোনো মাথামুণ্ড নেই। জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারীর মামা-চাচাকে আটক করা হয়েছে। কিন্তু তারা শিরোনাম কি লিখলো?!
কয়েকঘন্টা পরে-
*** সরকারের বিরুদ্ধে বললে বিএনপি,শিবির। আর জামাত-বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীলীগ। মোল্লাদের বিপক্ষে গ্যালে নাস্তিক, আর প্রগতিশীলদের বিরুদ্ধে গ্যালে সেকেলে, ধর্মান্ধ। -এই অসূত্র পরিত্যাগ করা উচিত।
০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: সেটাই। রাজনীতি আমাদের আত্মায় মিশে গেছে। পান থেকে চুন খসলেইই রাজনীতি!
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
দেশ অস্হির
০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৫৫
সৈয়দ ইসলাম বলেছেন:
এগুলো যাবে না, কারণ আমাদের জাতি শিক্ষিত হচ্ছে কিন্তু এক সোঁতুয় গাঁথা না থাকায় এই পার্থক্য লেগেই থাকবে। আর এর পেছনে একটি মহল খুব সক্রিয় ভাবে কাজ করছে, আমাদেরকে এক হতে দিচ্ছে না।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: এদের চিহ্নিত করে, নিজেদের বাঁচাতে হবে।
৪| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৪
ব্লগ মাস্টার বলেছেন: এই জন্যই ফেসবু ও ব্লগ সব জাগাতেই লিহালিহি বাদ দিয়াদিছি।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভ্লা করছেন। তবে মাজেমইধ্যে অস্তিত্ব জানান দিয়েন। আর প্রোফাইলটা পিকের 'নিহত 'শব্দিটার "নি" টাকে "আ" কইরালায়েন।
৫| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৬
খাঁজা বাবা বলেছেন: আপনারা যেকোন ঘটনায় প্রথমেই মোল্লাদের দেখতে পান।
হামলাকারী আওয়ামিলীগ নেতা এটা লেখায় আপনাদের আপত্তি।
যদি জামায়াত নেতা হত তবে লেখার জন্য আরো মসলা পেয়ে যেতেন।
খুব আফছোছ হচ্ছে?
হামলাকারী হামলাকে সমালোচনা করেন, আগেই বাংলাদেশের ইচরে পাকা রাজনীতিবিদ দের মত "ঝাকি" থিওরি দিয়েন না।
এতে মুল কারন দৃষ্টির বাইরে চলে যাবে এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা থেকে যাবে।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: নাব খাঁজা বাবা, কাঠমোল্লাদের এযাবৎকালের কর্মকাণ্ড তাদের দিকে আঙ্গুল উঠাতে বাধ্য করে। আপনি জানেন, বাংলাদেশের শতকরা ৮০% ওয়াজ মহফিলে ইসলামের আদর্শের সাথে যাদের মিল নেই তাদের বিরুদ্ধে কথা বলা হয়, তাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়। শুধু তাই নয়, কাঠমোল্লারা বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে দাবী, বাংলার মাটিতে এদের কোন স্থান নেই। তাওহীদি জনতা, বাংলার মাটিতে এদের থাকতে দেবে না। কিন্তু কেন????
আর হামলাকারী আওয়ামীলীগ নেতা, এটাতে আমার খারাপ লাগতো না, যদি ভিতরে গিয়ে নিউজের সত্যতা পেতাম। হামলাকারীর চাচা আওয়ামীলীগ নেতা। এতে কি প্রমাণ হয়?
বাংলাদেশের এক ঘরে আওয়ামী, জামাত, বিএনপি, জা.পা সব দলের নেতা কর্মী থাকতে পারেনা।
জিঘাসাবাদের জন্য আটক করা হলো কিন্তু তারা নিউজ করলো "আওয়ামীলীগ নেতা আটক!" ঘণ্টাখানেক পর, চেঞ্জ করে হামলাকারীর স্বজন আটক। এসব কি ফাজলামি নয়?
৬| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: দেশের সব ক্ষমতা সরকারের হাতে।
এর বাইরে যাওয়া সম্ভব নয়।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: তবুও ত যাচ্ছে। কি করতে পারছে সরকার? দুর্নীতিবাজের দুর্নীতিদমন সাধারণ মানুষ সহজে মানতে চায় না।
৭| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
সর্বশেষ পরিস্হিতি ক?
০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিদ্রুপের ভঙ্গীতে আমাকে প্রগতিশীল বলে ক্ষ্যাপানোর চেষ্টা অব্যাহত।
দুঃখজনক, বাংলার গ্রাম এলাকা স্যারের বিপক্ষে। বিশেষ করে আমাদের সিলেটের।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
আমানউল্লাহ রাইহান বলেছেন: পুরা কাহিনীটাই রাজনৈতিক