নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

প্রেমের সেকাল-একাল (কবিতা)

১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২১

তোমার ঠোট উপচে ঝরে পড়ছে চাপা খুশির লাবণ্য
আমার আঙ্গুলে অলৌকিক স্বপ্ন তুলি
ড্রিমলাইটের রাত
উন্মুক্ত রঙ-ক্যানভাসে আলতো আলতো করে আঁকছি প্রেমের পেন্ডুলাম
লোমকূপে লবণিয়া জলের ফুটকি...'

ঘুমপোশাকে পাশবালিশে রোজ তোমাকে দেখতে চাইতাম একটাসময়
এখন দেখি জাহান্নম।
'আমাদের আত্মিকপ্রেম যেনো জাহান্নামের লাকড়ি'


০৭ মে ২০১৮, রাত

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! ভালো লাগলো কথা গুলো।
"আমাদের আত্মিক প্রেম যেন জাহান্নামের লাকড়ি"

১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে আমারো ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ।

২| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


যে গাছে ফুল ফোটেনি, ফল ধরেনি, সেই গাছ নিয়ে ভেবে কি হবে!

১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: না ভাবলে অবহেলা, অযত্নে গাছ মরে যেতে পারে। ভাবলে ফুল ফোটা বা ফল মিলার সম্ভাবনা বেশি।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: রাষ্ট্রব্যবস্থায় যখন বড় ধরনের কোন গোলমাল সৃষ্টি হয়, তখন মুখে মুখে কৌতুক জন্ম নেয়। আমরা দীর্ঘদিন যাবত একটা অস্বস্তিকর রাষ্ট্রব্যবস্থায় বসবাস করতেছি। আমাদের মধ্যেও অনেক স্যাটায়ার ছাড়ায়ে আছে।

১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন। রাস্ট্রের ভালো-মন্দের ক্রিয়া প্রতিক্রিয়া ঘর-সংসার, ভাবনাতেও পড়ছে।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জুনি ভাই!!

ভাল আছেন??
আপনাকে বেশ কিছুদিন পাই নি??:(

১৮ ই মে, ২০১৮ ভোর ৫:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আপনি?

ব্যস্ততা'য় দিন যাচ্ছে। তাই নিয়মিত আসা হয় না, আর এলেও বেশিক্ষণ থাকা হয়ে ওঠে না।

৫| ১৮ ই মে, ২০১৮ রাত ১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: প্রেমের সেকাল-একাল


দারুণ লিখেছেন ভাই ।।

১৮ ই মে, ২০১৮ ভোর ৫:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.