![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
বুঝলা বজলু মিয়া,বুঝলা-
ডারউইনের বিবর্তন তথ্যানুযায়ী-
'লেজবিহীন বানর প্রজাতি থেকেই মানুষ্য জাতির উৎপত্তি'
- আরে মশাই বাদ দেন তো ওসব ভুলভাল বকবকানি!
কি! কি বললি? ওরে অগাচণ্ডী!
জানিস?! জানিস?! উনি কত্ত বড় বিজ্ঞানী?
-কি জানি মশাই
কে ডারউইন! কে বা আইনষ্টাইন!
মুই কৃষাণের ছেলে কৃষাণ; নিত আনি নিত খাই!
ওসব জেনে মোর কাজ নাই।
রচনাকালঃ ১৬ মে ২০১৬, বিকাল।
ছবিঃ সংগৃহীত
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। সবার সাথে সব বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
সূর্যালোক । বলেছেন: সংলাপ চমৎকার
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ জানবেন।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
রাকু হাসান বলেছেন: নিত! কোন অঞ্চলের ভাষা? নাকি নিত্য !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী। সিলেটের আঞ্চলিক ভাষা। অনেকেই নিত্য অর্থে এটা ব্যবহার করে।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
শাহিন বিন রফিক বলেছেন:
বজলু মিয়ার এখানের সংলাপ সঠিক বলে মনে হলেও বাস্তবতা কিন্তু উল্টা বলে। আজ বজলু মিয়ারা এসব কিছু জানার আগ্রহ রাখে না বলেই আলু মিয়ারা সমাজের মধ্যে ভুলভাল ঢুকিয়ে জগা-খেচুড়ি করছে, অবশেষে ফজলু মিয়ার কাঁধেই চাপছে সেই জগা-খেচুড়ির বোঝা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: যারা সারাদিন কাজ করে সন্ধ্যায় চাল-ডাল নিয়ে ঘরে ফেরে তাদের এসব জানবার আগ্রহ থাকার কথা নয়। দারিদ্রসীমার নিচে বসবাসকারী বজলু মিয়াদের কাছে নিত্যদিনের কাজ(যা করলে দুবেলা খাবার জুটে) এর বাইরের সবি বৃথা আস্ফালন ছাড়া আর কিছুই না।
মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৪
মেহেদী হাসান হাসিব বলেছেন: ক্ষুধা পেটে খাদ্য যোগানে এই জেনে কী লাভ হবে!
ভাল লিখেছেন। ভাল লাগল। শুভ রাত্রি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮
সূচরিতা সেন বলেছেন: ভালো লাগল চমৎকার লিখেছেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন দিদি।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৩
কাওসার চৌধুরী বলেছেন:
ডারউইন এর তত্ত্ব আমি বিশ্বাস করি না; কবিতায় সুন্দর প্রকাশ ৷ +++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ডারউইন এর থিওরি অনেকেই বিশ্বাস করেন না। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১০
ল বলেছেন: নিত শব্দটা প্রথম শুনলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: সিলেটের আঞ্চলিক শব্দ।
আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৮
স্রাঞ্জি সে বলেছেন:
সিলেটে যখন গেছিলাম। তখন এই নিত শব্দটা শুনছিলাম। তাবলীগ দের মুখ থেকে।
আসলেই অত দরকার কি। বিজ্ঞান তিজ্ঞান। তার চেয়ে বজলুর জীবনসংসার টাই ভাল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, শব্দটা সিলেটের আঞ্চলিক।
পেট, সংসার নিয়ে যারা ব্যস্ত তাদের কাছের এসব থিওরি টিউরি নিয়ে ভেবে নষ্ট করার মতো টাইম নেই। থাকলেও তাদের এসবে আগ্রহ নেই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
বাকপ্রবাস বলেছেন: লেজ ছাড়া যে বানর ছিল
মানুষ হল পরে
স্বভাবটা যে রয়ে গেল
খোঁচাখোঁচি করে।
-
কবিতা সুন্দর হয়েছে। অভাব, খিদা, দারিদ্রতা, প্রয়োজন মানেনা কোন কুতর্ক। পেটে ভাত চাই আগে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: "অভাব, খিদা, দারিদ্রতা, প্রয়োজন মানেনা কোন কুতর্ক। পেটে ভাত চাই আগে।"-সেটাই।
সমাজের কিছুকিছু মানুষ সেটা বুঝেও বুঝে না। তারা ক্ষুধার্ত পল্লীতে বিনামূল্য বুদ্ধি বিতরণ করতে চায়, তাই কেউ তাদের বুদ্ধি নেয় ণ। ভালো হলেও।
আন্তরিক ধন্যবাদ ভাইজান
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
স্রাঞ্জি সে বলেছেন:
আপনি আসছেন তাহলে এতক্ষণ পর.....
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী।
একটু ব্যস্ত আছি কয়েকদিন ধরে, তাই বেশিক্ষণ থাকা হচ্ছে না।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সৈয়দ ইসলাম বলেছেন:
মাতব্বর মাঝেমধ্যে পত্রিকাও যে পড়েন সেটা প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে হারলেন! মমে হয় আজকের ডালপুরিরর কাগজে এটাই ছিল লেখা!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। তেনারা নিজেদের জ্ঞান জাহির করতে ওত পেতে থাকেন। সুযোগ পেলেই....
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৮
স্রাঞ্জি সে বলেছেন: কেমন আছেন...... কিসের ব্যস্ততা????? জানতে পার কি...!
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: কাজের ব্যস্ততা। তার উপর রাতভর পুরানো প্রেমের অত্যাচার। ব্লগে এলেও ভালো লাগেনা।
মেজাজ খিটখিটে। উল্টাপাল্টা মন্তব্য বেরিয়ে আসে। ঠাণ্ডা মানুষ। তাই দূরে থাকি।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৮
স্রাঞ্জি সে বলেছেন:
হা হা হা, পুরানো প্রেমের অত্যাচার।
ব্লগটারে এখন ভীষণ মায়া লাগে আমার।
ঠাণ্ডা মানুষদের গরম না হলে কি হয়। নাহলে সর্দি হবে যে
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা হা...
আজ একজন স্টাডি করার পরামর্শ দিয়েছেন। আরো বলেছেন, স্টাডি শেষ না করে যেনো উনার ব্লগে না যাই। ভাবতেছি, কবে মোর স্টাডি শেষ হবে? এই দুনিয়ার স্টাডি কি শেষ করা সম্ভব।
গরম হলেও বেশিক্ষণ থাকতে পারি না।(উল্টাপাল্টা কিছু ভাববেন না) পরে মন খারাপ হয়। দুই দিনের দুনিয়া। কখন কে নাই হইয়া যাই! যাইহোক, অনেক অনেক ধন্যবাদ ভাই।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৫
স্রাঞ্জি সে বলেছেন:
কেডা কইছে, ঠাকুর'দা মনে হয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্নে ত ব্লগের প্রেমে পইড়া গেছেন গা। প্রেম জিনিসটা ভালা না। আমার সব শেষ কইরালাইছে!
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৩
স্রাঞ্জি সে বলেছেন:
আমি অত সরল না ভাইয়া। হা হা হা।
প্রেম জিনিস্টা ভালা না। হা হা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার লক্ষণ ভালা না। রাতবিরাতে ব্লগে পইড়া আছেন। থাকেন। আমি গেলাম।
শুভ রাত্রি।
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৬
স্রাঞ্জি সে বলেছেন: ঘুম আহেনা। তা বাদে রোজা রাহুম
যাক। ভাল থাকবেন শুভরাত্রি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: মাশাল্লা! আপনি রোজা রাখবার নিয়তে ছিলেন।
আমাদের জন্য দোয়া কইরেন।
১৫ নং মন্তব্যে বলেছেন, ব্লগটা আপনার এখন ভীষণ মায়া লাগে। "মায়া" প্রেমের চাইতেও মারাত্মক। কেয়ারফুল ভাইয়া।
অশুভকামনা।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিকই বলেছে-অত বুঝে নাস্তিক হয়ে কাজ নেই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: পেটে ভাত না থাকলে বিতর্ক ভালো লাগে না।
মতামতের জন্য ধন্যবাদ।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
নজসু বলেছেন: সুন্দর । সুন্দর। সুন্দর।
যাদের বোঝার তারা বুঝে নিক।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। তারা বুঝে নিক।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
ওমেরা বলেছেন: ঠিকই বলেছেন বজলুমিয়া, ওসব শুনে লাভ কি মোর।