নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ মাহী বি চৌধুরীর \'Plan B\' এবং ডিজিটাল রাজনীতি (কিঞ্চিৎ ১৮+!)

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১


১।
: কি করছো? আস্তে,,,, আস্তে। হেলমেটও ত পরো নাই!
- ভয় পাইও না, নিয়ন্ত্রণ আমার কাছে। যথাসময়ে ব্রেক-টেক সব হবে.... (প্ল্যান-এ)
[বলতে বলতে চালক মহোদয় গতি হারিয়ে মালভর্তি ট্রাক নিয়ে খাদের গভীরে। ফলাফলঃ 'প্ল্যান-এ' ফেইল]

: কি! কি করলা এইডা? খুব ত কন্ট্রোল, পেলান, ব্রেক-টেকের কথা বলছিলা! এখন? এখন কি হপে?!
মাত্র কয়েক মাস আগেও বাইক রাইডারদের কাছে দুর্ঘটনা পরবর্তীকালীন 'এখন কি হবে?' টাইপ প্রশ্নের চমৎকার কোনো জবাব ছিলো না। তাদের লজ্জানত মস্তকের কথা চিন্তা করে মাহী ভাই কয়েকমাস 'Plan B' নামক প্ল্যানিং'টা ডিজিটালভাবে প্রচার করেছেন। রাইডার ফাইটার'রা এখন দুর্ঘটনার পর মাথা উচু করে বলতে পারবে।
- কুল বেবী, কুল। Plan B আছে।

মাহী ভাইয়ের 'Plan-B'র প্রচারণার ক্রিয়েটিভ স্টাইলটা আমার খুব মনে ধরেছে।




২।
২০১১'র দিকে মাহী বি চৌঃ “ব্লু ব্যান্ড কল” নামক একটা গ্রুপের জন্ম দিয়েছিলেন। ‘হয় সমঝোতা, নয় অবসর’, রাজনীতিকে ঘৃণা করো না, দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে'- ইত্যাদি শ্লোগান সামনে নিয়ে মাঠে নামেন। অল্প কিছুদিনের মধ্যেই তার গ্রুপটির বিরুদ্ধে 'রাজাকার ছাগু' লালনপালনের অভিযোগ ওঠে। ফলাফলঃ ব্রেক ফেল, নিস্ক্রিয়!
তারপর থেকে (সম্ভবতঃ) মাহি চৌধুরীর মাথায় নতুন প্ল্যান নিয়ে ( স্রেফ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে। যেহেতু , নিরপেক্ষ প্ল্যান ফেল করেছে এবং বিম্পি জামাত ঢাকা সিটি নির্বাচনে উনাকে সাপোর্ট দেয়নি) মাঠে নামার একটা ভাবনা ছিলো। ফাইনালি, Planned Parenthood Federation প্রোডাক্ট 'Plan B' (ইমারজেন্সি কন্ট্রাচেপ্টিভ পিল)'র প্রচার চিন্তা এবং রাজনীতির যোগে 'Plan-B' নিয়ে মাঠে নামেন। 'Plan B' নামক জন্ম নিয়ন্ত্রক পিল সম্পর্কে এখন অনেকেই জানেন। আমিও তাদের (নতুন যারা জেনেছেন) একজন। সুতরাং, এবারের এই অভিনব প্ল্যান 'Plan-B' ফেইল করেছে বললে ভুল হবে।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা প্র‌তি দিন। ভা‌লো থাকুন সব সময়।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবা। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


তারেক জিয়ার ডাকাতীর ট্রেনিং'এর গুরু মাহী চৌধুরী

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাহি মাথাটাকে ক্রিমিনালি চিন্তাভাবনায় ভরে রেখেছে!

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

বনসাই বলেছেন: ভালো পর্যবেক্ষণ!

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বলেছেন: বিকল্প ধারা কি অলরেডি প্রেগন্যান্ট হয়ে গেছে? কিভাবে জানা গেল? কিট ব্যবহারে নাকি ইউরিন পরীক্ষা করে?

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ২০১১-১২ তে গতি হারিয়ে মাল টাল সব নিয়ে খাদে পড়েছিলেন। ১৮'তে টিকে পিল টিল খেয়ে নৌকার কল্যাণে টিকে আছেন কোনরকম। দেখা যাক!

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @চাঁদগাজীঃ

কাকু
জাতির মামা সম্পর্কে আপ্নার রিমার্ক্স কি?
(স্রেফ জানিবার তরে...অন্য কিছু নহে)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

হাবিব বলেছেন: আপনার নামের সাথেও কিন্তু বি আছে............

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: স্যার, এই দুঃক্কে এতদিন চৌধুরী সাপরে নিয়া কিছু নাই।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ঢাবিয়ান বলেছেন: প্ল্যান বি সরাসরি বোল্ড আউট হয়ে গেছে =p~

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেখা যাক...৷

( সংগঠন গড়া এতো সহজ হলে ত সবাই নেতা হইয়া যাইতো।)

৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

পোটলা ভরা জল বলেছেন: মাহি বি চৌধুরি হলো ছাগলের তিন নাম্বার বাচ্ছা

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: কথাবার্তার স্টাইল ওইরকমই।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

জ্ঞান পাগল বলেছেন: এরা হচ্ছে জ্ঞান পাপী X((

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাথায় সুস্থ, দীর্ঘমেয়াদী চিন্তা নেই; সাধারণ মানুষ থেকে উনি অনেক দূরে!

১০| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: মাহীকে দিয়ে কিচ্ছু হবে না।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: উনি দুর্নীতিবাজ কোকিল স্বভাবী মানুষ। এখন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির দোকান চাঙ্গা করতে চাইছেন।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি করতে হলে মাহীকে শেষ পর্যন্ত বিএনপি-তেই আসতে হবে। আজ না হয় কাল...

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাহীর দ্বারা রাজনীতি হবে না। যারা নির্বাচ এলে রাজনীতিতে সক্রিয় হয়, পাব্লিক তাদের ভালোভাবে নেয় না।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০১

মাহমুদুর রহমান বলেছেন: এই লোকটাকে আমি অপছন্দ করি।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজনীতিতে পরিবর্তন আনতে হলে, উনার নিজের মাঝেও আরো পরিবর্তন আনতে হবে।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



মাহী আরেকটা ভন্ড; সাথে বাবা বি. চৌধুরী।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: তার চরিত্র পরিস্কার হয়ে গেছে। কথাবার্তার ঠিক নেই।

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০

বাকপ্রবাস বলেছেন: নিজে হাগু দিয়ে নিজে ছিটিয়ে নোংরা করতে চেয়েছে পরিবেশ
কারো কিছু যায় আসেনা নিজেই খেয়ে বলে আহা বেশ বেশ!!

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম। মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে দুই নাম্বার হিসেবে নিজেকে পরিচিত করলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.