নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের \'করোনা\' পরিস্থিতি বুঝা মুস্কিল!

১৩ ই মার্চ, ২০২০ ভোর ৬:৫৩

করোনার সংক্রমণ ঠেকাতে চীন, ইতালি ও ইরানসহ অন্তত ৪০ টি দেশ স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। এই তালিকায় তুর্কি, লিথুয়ানিয়ার মতো দেশ আছে যেসব দেশে আক্রান্ত মানুষের সংখ্যা ৩ জনের কম। গতকাল দিল্লি সরকারও ৩০ মার্চ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে।
এইসব নিউজটিউজ বোধহয় আমাদের সরকারের মাথাব্যক্তিরা দেখছেন টেখছেন না। শিক্ষামন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা বলেছেন 'স্কুল কলেজ বন্ধ ঘোষণা করার মতো জরুরি অবস্থা বা সময় এখনো আসেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বলেছেন, :করোনার কারণে স্কুল কলেজ বন্ধ করার যুক্তিভিত্তি নেই।' মনে হচ্ছে, তিনারা জরুরি সময় আসার অপেক্ষা করছেন। শতশত মানুষ আক্রান্ত হলে স্কুল-কলেজ বন্ধ ঘোষণার একটা যুক্তিভিত্তি খুঁজে পাওয়া যাবে।'


গত তিনদিনে ইতালিতে ৪৫০+ মারা গেছে। নতুন করে ৬০০০+ আক্রান্ত হয়েছেন। অর্থাৎ গড়ে ২০০০ মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা ধারনা, জনসংখ্যার ঘনত্বের কারণে ইতালিতে মৃত্যু ও সংক্রামণ বেশি। এখন পর্যন্ত ইতালিতে মৃত্যুর হার ৭%। সময়ের সাথে পারসেন্টেজ বাড়ছে।

আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব ইতালি চাইতে অনেক অনেক বেশি। কিন্তু চিকিৎসা ও জীবনযাপনমান যথেষ্ট কম। আমাদের দেশে 'করোনা' ছড়িয়ে পড়লে ইতালির থেকে অনেক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও 'বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করে রিপোর্ট প্রকাশ করেছে।( সূত্র:বিবিসি)
তাই কোনপ্রকার রিস্ক না নিয়ে করোনা আক্রান্ত সনাক্ত হওয়ার পরপরই আক্রান্ত রোগীদের অঞ্চলসহ বিভাগীয় শহরগুলোর স্কুল-কলেজ কয়েকসপ্তাহের জন্য বন্ধ করার দরকার ছিলো। সরকার সেটা করেনি, এবং এখনো করার প্রয়োজনীয়তা অনুভব করছে না। করোনা নিয়ে সরকাররের গৃহীত ব্যবস্থা দেখে বা কর্তাব্যক্তিদের বক্তব্য শুনে দেশের পরিস্থিতি বুঝা কঠিন।



সর্দিকাশি ও শ্বাসকষ্ট ভোগা এক আত্মীয় করোনার আতংক থেকেই গতকাল হেল্পলাইনে কল করেছিলেন। ডাক্তার জিজ্ঞেস করলেন, ফ্যামিলির কেউ প্রবাসী কিনা? প্রবাসী কারো সাথে সদ্য দেখাসাক্ষাৎ হয়েছে কিনা....
'পরিবারে প্রবাসী নেই, প্রবাসীর সাথে দেখাসাক্ষাৎ হয় নাই' জেনে ডাক্তার নিশ্চিন্ত করে স্থানীয় ডাক্তারের পরামর্শ নিতে বললেন। মনে হচ্ছে, এটা আমাদের দেশে করোনায় আক্রান্ত মানুষ চিহ্নিত করার প্রথম ধাপ। অর্থাৎ 'প্রবাসী' ব্যক্তির শরীরে করোনার সিন্ড্রোম 'জ্বর,সর্দিকাশি' হলে 'করোনা-পরীক্ষা' করা হচ্ছে। অন্যান্যদের বেলায় তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। যদি এমনটা হয়, এবং সিজনাল জ্বর সর্দিকাশি মনে করে করোনা-আক্রান্ত মানুষ সাধারণ মানুষের সাথে দিনযাপন কতে তাহলে এই ভাইরাস ফুরফুর করে দেশের আনাচেকানাচে ছড়িয়ে পড়বে। সুতরাং 'জ্বর, সর্দিকাশিতে' আক্রান্ত সকলকেই পর্যবেক্ষণে রাখা উচিত। যেহেতু করোনার নির্দিষ্ট কোনো ভ্যাকসিন নেই, সেহেতু পরীক্ষা করে নিশ্চিত হওয়াটা জরুরী নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত সময় থাকতে সচেতন থাকা এবং ব্যবস্থা নেওয়া।


মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২০ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ও তার কেবিনেট করোনা'র ভয়ংকর থাবাকে দেরীতে বুঝেছে, এতে ষ্টক মার্কেট ক্রাশ করেছে; আমাদের বানরের নবরত্ন সভার লোকেরা ওহীর জন্য অপেক্ষা করছে।

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ট্রাম্প ও তার লেকেরা দেরীতে হলেও বুঝেছে। আমাদের বানরের নবরত্ন সভার লোকেদের যে অবস্থা, মহামারি দেখা দিলেও বুঝবে বলে মনে হচ্ছে না।

২| ১৩ ই মার্চ, ২০২০ সকাল ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



স্কুল খোলা রাখলেও প্রশ্নফাঁস করতে হবে, স্কুল বন্ধ করলেও প্রশ্নফাঁস করে দিতে হবে; স্কুল বন্ধ না করলে, এবং করোনা হলে, ছাত্রদের মা/বাবা মারা যেতে পারে।

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: তাদের উদাসীনতা, তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, স্কুল থেকে এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তারা স্কুল বন্ধ করা যুক্তিভিত্তি খোঁজে পাচ্ছে না।

৩| ১৩ ই মার্চ, ২০২০ সকাল ১০:০০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: করোনাকে অনেকে হালকা ভাবে নিয়েছেন, হাসি ঠাট্টা করেছেন - কিন্তু এখন যখন নিজের ঘাড়ে এসে পড়েছে তখন খেই হারিয়ে ফেলছেন | বাংলাদেশে হাইজিন বুঝে কয়জন ? এই অবস্থায় করণের মতো দ্রুত বিস্তারলাভকারী রোগটি অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে |

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলাদেশের ৮০% মানুষ হাইজিন বুঝে না। দারিদ্রসীমার নিচে বা মধ্যে যারা বসবাস করেন, তাদের হাইজিন বুঝবার উপায় নেই। বুঝলেও তাদের জন্য মেনে জীবনযাপন করা কষ্টকর।
মাছ-মাংস, সবজি বিক্রেতা এবং ট্রান্সপোর্টএর লোকদের মাধ্যমেই দেশের আনাচেকানাচে এই রোগটা ছড়িয়ে পড়বে। সরকারের উচিত, এসব মাথায় রেখে কাজ করা।

চীন, আমেরিকা, দ.কুরিয়া, জাপানের সংক্রমণ বা মৃত্যুহার নিয়ে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই।

৪| ১৩ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৭

ঢাবিয়ান বলেছেন: করোনা কোন মারাত্মক রোগ নয় বরং এটি সর্দি-জ্বরের মতো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার সন্ধ্যায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৫ দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।

এই হচ্ছে বাংলাদেশের অবস্থা!

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই টাইপের মানুষ আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রী, এম্পি, মন্ত্রী... এটা আমাদের জন্য অভিশাপ!

৫| ১৩ ই মার্চ, ২০২০ সকাল ১১:১১

নেওয়াজ আলি বলেছেন: ক্ষমতাবানদের এইসব নিয়ে ভাবনার সময় কোথায় । নিজের বাপের দরদ অন্যে কি বুঝবে।

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, তারা ব্যস্ত চুরি-চামারি, দুনাম্বারি নিয়ে। দেশ বা মানুষ নিয়ে ভাববার সময় তাদের নেই।

৬| ১৩ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪১

কৌতুহলী বয় বলেছেন: কর্তাবাবুদের এমন আচরণ দেখে খুব দুঃখ লাগে

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: দুঃখ লাগার সাথে সাথে ঝাড়ুপিটা করার ইচ্ছে না জাগলে এরা ঠিক হবে না।

৭| ১৩ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




৥৥৥পরম করুণাময় পৃথিবীর সকলকে ভালো রাখুন। আর বাংলাদেশের আদিম বন মানুষদের সুস্থ জ্ঞান দান করুন।

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমিন।

৮| ১৩ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: করোনা বাংলাদেশের মানুষকে কাবু করতে পারবে না।
তবে বেশ আতঙ্কিত করেছে।

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম, আমাদের দেশের মানুষ কঠিন সময়ের মাঝে, রোগশোক নিয়ে বাচতে অভ্যস্ত হয়ে গেছেন। তবুও বলা যাচ্ছে না।
বিশেষজ্ঞরা বলেছেন, রোগাটে দুর্বল মানুষকে এই ভাইরাস সহজে কাবু করে ফেলছে।

কিছুদিন এই ভাইরাসের আক্রমণ সহ্য করতে পারা শরীর নিজে থেকে ভ্যাকসিন তৈরি করে সেরে উঠার সম্ভাবনাও আছে।

৯| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১০:৪০

শের শায়রী বলেছেন: হেল্প লাইন জিজ্ঞেস করে প্রবাসী কেউ আসছে কিনা? বোঝেন অবস্থা। এই হল হেল্প লাইনের হেলথ টিপস।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশ যারা চালাচ্ছেন, তাদের চিন্তাভাবনার লেভেল আরবদের থেকেও নিচে।
এরা উল্টাপাল্টা বক্তব্য ছাড়া আর কিছুই জানেন না।

১০| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে স্কুল কলেজ বন্ধ করবে কিনা তা স্বিদ্ধান্ত নেওয়া।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক। ধন্যবাদ।

১১| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৯

মুক্তা নীল বলেছেন:
জুনায়েদ ভাই ,
এই ভাইরাসটি বাংলাদেশেরকে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে
কিছুই বুঝতে পারছিনা । ভয় যে লাগছে না তাও না ,
আল্লাহ ভরসা । আপনি এবার অনেকদিন পর এলেন
আশা করি নিয়মিত থাকবেন । ভালো থাকুন।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম।

চেস্টা করছি ব্লগে থাকার, নিয়মিত

দেখা যাক

১২| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৮

নীল আকাশ বলেছেন: আমাদের বানরের নবরত্ন সভার লোকেরা ওহীর জন্য অপেক্ষা করছে।
আমাদের বানরের নবরত্ন সভার কারও মাথায় কোনকালেই কিছু ছিল না।
এরা রাত ১১টা সময় রমজানের চাঁদ খুজে বের করে।
সংক্রামক হবার আগেই দেশে সমস্ত স্কুল কলেজ ভারসিটি অন্ততঃ একমাসের জন বন্ধ করে দেয়া উচিৎ।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, স্কুল কলেজ বন্ধ করা দরকার।

ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.