![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
ল্যুনেটিক ঘুড়ি কিংবা প্রেমিক
_______________________
চোখ দুটো বোবাসুরে ডাকে তাই চেয়ে থাকি অপলক
চোখ দুটো উড়ায় তাই উড়ি-
প্রজাপতি
প্রজাপতি
তোমার হাতে নাটাই, আমি সুতোয় বাঁধা ঘুড়ি।
১.২
মানুষ প্রেমে পড়লে ল্যুনেটিক ঘুড়ি হয়ে যায়
মানুষ প্রেমে পড়লে নরম প্রজাপতি হয়ে যায়
আর
তাই অজ্ঞাতসারে নিজেকে ভুলে লাটাইছাড়া ঘুড়ি হয়ে উড়ছি...
একযুগ-
ভাঙ্গাডানার প্রজাপতি সদৃশ পড়ে আছি জাগতিক কফিনে!
ভূয়োদর্শী
____________
মাউথঅর্গান বাজিয়ে দুপুররাতের নিস্তব্ধতা খুন করছে
বোকা প্রেমিকপোকা
প্রেমিকাপোকা তখন আগামী আঁকছে আগন্তুক একবুকে!
কাঁপছে ঝিঁঝিঘর
গোপন প্রণয়ে!
২.২
কিশোরী গন্ধ মুছে যেতে না যেতেই বালিকারা শিখে ফেলে সভ্যতার ভাষা
জগৎসংসার!
উষ্কখুষ্ক চুলের মাতাল চোখে
তারা আর আনমনে অপ্রকৃতস্থ স্বপ্ন দেখে না
কিশোরগন্ধ মুছে যাওয়া আগে তুমিও সভ্যতার ভাষা শিখো, হে বালক
সিরিয়াস হও
মুখস্থ করো সংসার ধর্ম
ছবি: গুগোল
১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৪| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
----------------------------------------------------
কবিতা কি তাই ? কবিতা কি শুধু তাই ?
----------------------------------------------------
কবিতা কি তাই ?
কবিতা কি শুধু তাই ?
মনের খেয়ালে কাগজে-কলমে
. শব্দ সাজাই ?
কবিতা কি শুধু রম্য-রচনা
ফুল পাখি আর চাঁদের জোছোনা
প্রিয়ার সঙ্গে জল-তরঙ্গ
. নৌকো ভাসাই ?
কবিতা কি শুধু “ওমর খৈয়াম”
অথবা বিরহী যক্ষের নাম
প্রেমের অনলে একাকিনী জ্বলে
. “বিরহিনী রাই” ?
কবিতা বন্দী চার-দেওয়ালে
তোমার আমার চোখের আড়ালে
কবিতাকে আনো রাজপথে আজ
. মিছিলে চাই॥
----------------------------------------------------
শিল্পী – ওস্তাদ ভূপেন হাজারিকা
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অলোকনাথ দেব
----------------------------------------------------
১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: বেশিরভাগ মানুষই ভালো কথা ভালোভাবে বললে শুনতে চায় না। মন্দতে আগ্রহী মানুষের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
ভালোকথা বলার চেনা রীতিতে কিছুটা পরিবর্তন এনে এমনভাবে বলতে হবে যাতে মানুষ শোনে এবং শুনার পর ভাববার চেস্টা করে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৫| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩১
মুক্তা নীল বলেছেন:
জুনায়েদ ভাই ,
আপনার কবিতাগুলো গতানুগতিক কবিতা থেকে একটু আলাদা পড়তে ভালই লাগে ।
১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে ভালো লাগছেন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৬| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার কবিতায় ভিন্ন স্বাদ পাওয়া যায়।
চমৎকার কবিতা। ++
১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে ভালো লাগছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২০
নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো লাগলো।