![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"নারী...? সে তো এক নির্জন যাযাবর দলের সদস্য, আপন প্রজ্ঞা লইয়া সিন্ধুর উর্বর পললে রোপনের মাধ্যমে শুরু করেছিলো, মানবজাতির ইতিহাসের এক স্থিরতম আয়োজন... যার নাম সভ্যতা"
সভ্যতা বিকাশে নারীর ভূমিকা ছিলো অকল্পনীয়... সভ্যতার বিবর্তনের বিভিন্ন কাল অতিবাহিত হয়েছে, হয়েছে তার গাঠনিক পরিবর্তন ঘটেছে তার অবাধ বিস্তৃতি... যার ফলাফল আমাদের বর্তমান সভ্যতা...!
অথচ এদিনের সংখ্যাগরিষ্ঠ লোকের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তাদের জীবনের একটা বিন্দুতে সকল অপূর্নতা, অগাধ দুর্বলতা, হতাশা আর হতাশা পুঞ্জিভূত রয়েছে আর সেখানে কেন্দ্রীভূত এক রমণী...
বর্তমানের সাহিত্য বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে কেবল নারীকে নিয়েই সকল রহস্যের উত্থান... তাদের গড়ন, চলন, বলন নিয়ে গবেষণা হয়, রচনা হয় মহাকাব্য.. সব গান, কবিতা, উপন্যাস, কাব্য, মহাকাব্যের একনায়কতান্ত্রিক রহস্যময়ী চরিত্রটির নাম হচ্ছে রমণী...! এত্ত রহস্যময়ী হতে বিরক্ত লাগেনা?
আসলে পরিবেশটা চারিদিক থেকে এমনভাবে বাধ্য করছে যে নিজেও মেনে নিয়েছি নারীকে রহস্যময়ী ভেবে নিতে অথচ এমন কোন ইচ্ছেই আমার ছিলোনা আর আমি মনেকরি আমার মত কারোই থাকেনা তাদেরকে অমূল্যায়ন করতে...
আমার ব্যাক্তিগত কিছু মতামত প্রকাশ করছি_ একজন নারী সম্পর্কে আমাদের মা, বোন, বান্ধবী, সহধর্মিণী, গার্ল্ডফ্রেন্ড ধরতে গেলে আমাদের ঘরের মানুষই। মাঝেমধ্যে কিছু হাস্যকর বিষয় নিয়ে তাদের সাথে এত্ত রাগবিরাগ, মারামারি, গোলাগুলি পর্যন্ত হয়ে যায়, সবকিছুর অন্তরালে লুকিয়ে আপনাদের অবচেতন মন.. একজন পুরুষ যদি এত্ত কাছের মানুষকে নিয়ে সারাদিন গবেষণা করে বেড়ায় তাহলে সে বিশ্বজয় করবে কিভাবে আপনার সাহস ছাড়া উনি আপনার মুখে হাসি ফুটাবে কিভাবে?
জীবনটা ক্ষানিকের আর এই ছোট্ট পরিসরে জটিলতা বর্জন করে সরলমনে বেঁচে থাকুন আপনার কাছের মানুষটির সর্বস্ব আঁকড়ে ধরে। আপনার মুখে হাসি ফোটাবার জন্য লোকটাকে হাসিমুখে সাহস দিয়ে যান, দেখবেন জীবনটা অতিরিক্ত তৃপ্তিকর...
বিঃদ্রঃ সবাইকে একপাল্লায় মাপছি না, মূল্যবানদের মূল্য পাহাড় সমান...!
(৮ জানুয়ারী, ২০১৬)
©somewhere in net ltd.