![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাশফুল হতে চেয়েছিলে
দক্ষিণা বাতাস হয়ে ছোঁব বলে।
আমি বলেছিলাম, সে বাতাসে বয়ে আনবো
তোমার জন্য জমানো শেষ বর্ষার দু'ফোটা স্মৃতিময় সিক্ত জলের ছিটা।
খুব আহ্লাদ করে জমিয়েছিলাম।
তুমি বলেছিলে সাঁঝের বেলার
স্বপ্নবোনা সেই আহ্লাদিত জলের ছিটা যেন
তোমার আষ্টেপৃষ্ঠে বেঁধে দেই,
সাঁঝ আকাশে প্রদীপ হাতে
ঐ রক্তিম চাঁদটাকে যেন সারারাত খুনসুটির গল্প শোনাই।
কে জানতো সে সাঁঝের ক্ষণে তুমি-আমি
এ বিচ্ছিন্ন আবেগে মেতেছিলাম এক অদীর্ঘ #অকবিতার জন্য।।
সেপ্টম্বর ২৩, ২০১৬। ছবিঃ সাঁঝের রক্তিম চাঁদ (স্থানঃ টাঙ্গুয়ার হাওর)
©somewhere in net ltd.