নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
(০১)
মানুষের গুণ চপল আগুন
মানবতাহীন হলে,
অনুভূতিহীন কাটে প্রতি দিন
জন্তুর সমতলে।
(০২)
হায়! ওহে প্রেম, প্রাণের আকুতি
অন্য আলোক ধারা,
যুগে যুগে তুই শত রঙ ধরে
কবিকে দিস যে নাড়া।
(০৩)
আকাশের 'পরে আকাশ জমিছে
চন্দ্র ঘুমায় তাতে,
সূর্যের প্রেম ছড়ায় জোছনা
মহা-প্রেম অভিঘাতে।
(০৪)
জীবনের কথা বেদনায় মাখা
সই তুই সে কি জানিস?
রোদেলা দুপুরে অজ-পাড়াগাঁয়ে
ভালোবাসা তুলে আনিস।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন। এই অণুকাব্যগুলো সরাসরি নেটে (ব্লগে) লিখেছি। তাই, ভুলটা হয়তো ধরা পড়ে নি। আপনার সচেতন দৃষ্টিভঙ্গি আমাকে সচেতন করে দিল। ছন্দের প্রয়োজনে আপনার আপনার শব্দদ্বয় দিতে পারলাম না। তবে সংশোধন করে দিয়েছি। ভাল থাকুন সব সময়।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
অচিন.... বলেছেন: ভালোই লাগলো কাব্য
পিলাস বাটন কি চাপবো?
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
কবীর হুমায়ূন বলেছেন: অচিন, ভাল থাকুন। আমি প্লাস পেয়েছি আপনার কাছ হতে। ধন্যবাদ।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ সুন্দর লাগলো
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ লায়লা। ভাল থাকুন সব সময়।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
আমি বাঁধনহারা বলেছেন:
আপনার কবিতায় বসেছে
ছন্দের মেলা।
তাই আমি খুলে দিলাম
হৃদয়-জানালা।
অসাধারণ আপনার
শব্দ চয়ন।
যা দেখে উদ্বেলিত
আমার নয়ন।
স্মৃতির পাতায় লেখা থাকে
কত অব্যক্ত কথা।
তবু সব কথা হয় কি
ভাই কবিতা??
ভালো লাগল আপনার অনুকাব্য।
++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
কবীর হুমায়ূন বলেছেন: ''আমি বাঁধনহারা'',
ছড়ায়েছে কাব্যধারা
আমার কবিতায়;
বন্ধুর হাত দিলেম তারে,
রাখবো ধরে যতন করে,
প্রেমের মহিমায়।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যুগে যুগে তুই শত রঙ ধরে
কবিকে দিয়েছো নাড়া।
ভাইরে ! সুন্দর লিখেছেন ।
আমার পেটে বোম মারলেও এক লাইন বের হবেনা ।
তার পরও বলছি ,'' তুই'' যখন , তখন '' দিয়েছিস নাড়া '' হলে ভাল হত ।
সুন্দর অনুকাব্যে প্লাস ।