নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কবিতা এখন লিখতে পারি না
ভাষা সব গেছে টুঁটে,
কবিতার মাঝে অপঃ কবিতার
শব্দাবলী যে উঠে।
বন্ধুর কথা ফেলিতে কি পারে
বন্ধুর সজ্জন!
কবিতা এখন পুষ্প আনে না
তুলে আনে হুতাসন।
হায়রে কবিতা! তোমার লাগিয়া
কতো রণ হলো ভবে,
আসিয়া পালাও বহু দূর পথে
ধরা দিবে তুমি কবে?
থাক তুই থাক অমোঘ আঁধারে
আপন নিবাসে চুপে,
পুজিবো না আর পদ কবিতার
প্রদীপ আলোয়, ধুপে।
©somewhere in net ltd.