নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

মাতালের কথা

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭





জোনাক জ্বলিছে রাতে-

এইখানে আমি সারা রাত জাগি

জীবনের সংঘাতে।

কোথা দূর বনে রাত জাগা পাখি

বার বার ডেকে যায়,

এখনই বুঝি ভোরের আলোয়

প্রভাত আসিবে হায়!



ঘুম হারা দুই আঁখি,

রাত্রি জাগার বেদনা ঢেকেছে

বিদায় নিয়েছে সাকী।

এলোমেলো সব সুরা পান-পট

ছড়িয়ে ছিটিয়ে আছে,

ক্ষাণিক আদর ভালোবাসা প্রেম

চাহিবো কাহার কাছে?



সূর্য দিয়েছে উঁকি-

প্রতিভাস হবে সকলের কাছে

আমার বুজরুকি।

নেশার ঘোরেতে ঢুলু ঢুলু চোখ

এলোমেলো সব কথা,

আধেক কাঁদছি, আধেক হাসছি

শিশুদের সরলতা।



আর কোন কথা নেই,

চপল নয়ন মূখর বচন

হারায়েছে সব খেই।

একটি বোতল খাওয়ার পর

আরেক বোতল চাই,

সুরার ভেতরে সব সুখ জমা

প্রিয়ার বুকেতে নাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

রাইসুল নয়ন বলেছেন: সুরার ভেতরে সব সুখ জমা
প্রিয়ার বুকেতে নাই।


ভালো লাগলো।।
প্রথম ভালোলাগা রেখে গেলাম।।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

কবীর হুমায়ূন বলেছেন: Thanks Raisul Nayan. Valo thakun,

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

নেক্সাস বলেছেন: দারুন কবিতা।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

কবীর হুমায়ূন বলেছেন: Thank you , Nexus.

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: ভালো লাগলো মাতাল কথন ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

কবীর হুমায়ূন বলেছেন: Valo thakun Tonmoy.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.