নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কাব্য কথা বাতুলতা লিখবে না আর কবি,
এবার থেকে আঁকবে রে সে অকাব্যতার ছবি।
গাছের চুঁড়ায় মাছের মাথা, কাল নাগিনীর ঠ্যাং,
জলের ভেতর নলের বাগান, শীতের কুনো ব্যাঙ।
নারীর চুলে বাড়ির উঠোন, শিশুর চোখে রাগ,
কাকের দেশে বকের ছবি, তারায় কালো দাগ।
বুঝবে যখন খুঁজবে তারে সেরা শিল্পী বলে,
দিনের বেলায় চাঁদের ভেলায় ঘুরবে গহীন জলে।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
এহসান সাবির বলেছেন: খুব সুন্দর লেগেছে ভাই।