নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
মন তোমারই সাগর সদৃশ
বলেছিলে পাহাড়কে,
সব ভনিতা বুঝতে পারি;
এখন দেখি কাহার কে?
ঢেউয়ের ভেতর নাগিন ফণা
ফোঁসফুসিয়ে উঠে যে,
সত্যালোকের শুভ্র হাসি
ছড়ায়ে দেই তুলে নে।
পাহাড় চুঁড়ায় মগ্ন রবো
পার্বতী তুই আসিস নে,
জলের তলে ফণা তুলে
চাপা হাসি হাসিস নে।
আমার দেশে আমিই রাজা,
আমিই প্রজা- মহৎজন;
নিজের ভেতর তৈরী করি
জলের ধারা- পস্রবন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ লায়লা।
ভাল থাকুন।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
ধান শালিক বলেছেন: পাহাড় চুঁড়ায় মগ্ন রবো
পার্বতী তুই আসিস নে,
জলের তলে ফণা তুলে
চাপা হাসি হাসিস নে ।
অসাধারন !
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ ধান শালিক।
সুন্দর থাকুন।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
বিষন্ন একা বলেছেন: সব ভনিতা বুঝতে পারি;
এখন দেখি কাহার কে?
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
কবীর হুমায়ূন বলেছেন: (Bangla lekha jachchena.)
Dhonnabad apnai.
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ছন্দময় ।
ভালোলাগা।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
কবীর হুমায়ূন বলেছেন: Thaks.
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯
shfikul বলেছেন: +++
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ মিষ্টি একটি কবিতা