নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
চাঁদের জোছনা গড়িয়া পড়ছে শ্যামল গাঁয়ের পথে,
তুমি আর আমি কাঁচা পথ ধরে ধীর লয়ে যেতে যেতে-
আমার হাতটি ধরেছো যতনে তোমার হাতটি দিয়ে,
ভাষাহীন কথা কতোই বলেছি কল্পনার রঙ পিয়ে।
অতীত ছিলো না, বর্তমান নাই, শুধুই ভবিষ্যত;
আজ তুমি কই কোন পথে চলে তোমার মোটর রথ?
আজো আমি আছি দুঃখ রচিয়া কাব্যতায় সুখ আনি,
অন্তর ব্যথা ঝরিছে নিয়ত কেটে অন্তরখানি।
পিপাসিত মন করে ক্রন্দন রজনী জাগিয়া রয়,
আপনার মনে আপনি বসিয়া দুঃখের কথা কয়।
রাতের শিশির, ঘুম হারা পাখি, বেদনায় কেঁদে যায়,
তোমার রচিত দুঃখ আসিয়া নিয়ত পোড়াতে চায়।
দুঃখবোধের সরলতা আজ অন্তরে ধরে প্রিযে!
জ্যোৎস্না রাতে একা একা হাঁটি সে-ই কাচা পথ দিয়ে।
২৭/০১/২০১৩।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ নীলফরিং।
ভাল থাকুন সব সময়।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
শূন্য পথিক বলেছেন: +
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
কবীর হুমায়ূন বলেছেন:
Thank you.
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
সায়েম মুন বলেছেন: ছন্দবিতা বেশ লাগলো কবি।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
কবীর হুমায়ূন বলেছেন:
ধন্যবাদ।
ভাল থাকুন।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
============================
পিপাসিত মন করে ক্রন্দন রজনী জাগিয়া রয়,
আপনার মনে আপনি বসিয়া দুঃখের কথা কয়।
রাতের শিশির, ঘুম হারা পাখি, বেদনায় কেঁদে যায়,
তোমার রচিত দুঃখ আসিয়া নিয়ত পোড়াতে চায়।
============================
অনেক সুন্দর।
কবিতায় প্লাস
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
সুন্দর থাকুন।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগা।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
নীলফরিং বলেছেন:
আজো আমি আছি দুঃখ রচিয়া কাব্যতায় সুখ আনি,
অন্তর ব্যথা ঝরিছে নিয়ত কেটে অন্তরখানি।
আসলেই তাই। দুঃখ পুড়িয়েই কবিতা রচিত হয়। অন্তর কেটে কেটে তার শব্দরা জন্ম নেয়। অন্তরালে কষ্টের প্রলেপ মাখা।
কামনার শিখরে মশাল প্রজ্জ্বলিত করলাম - ভালোলাগায়, মুগ্ধতায়।