নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

রক্ত দিয়ে প্রদীপ জ্বালাই

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪





তোমাকে ভালোবাসি বলেই- এ অন্তরে

কবিতারা জেগে ওঠে চেতনের ঘরে;

কবিতায় চুম্বন রাখে আগুণের শিখা,

শব্দের বজ্রপাত ঘটে, বাঁড়ায় অহমিকা।



তোমাকে ভালোবাসি বলেই- অণুক্ষণ

রক্তে জাগে শিহরিত অদম্য কম্পন;

চেতনায় জাগে আঁধার কাটা অরুণ-প্রভা;

নমঃ নমঃ সুন্দরী মম, চেতনবিদ্ধ মনোলোভা।



তোমাকে ভালোবাসি বলেই- হয় দুর্বিনীত মনটা,

অন্ধচোখে দাউ দাউ জ্বলে হিংস্রতার বিদ্যুচ্ছটা;

পারমানবিক তেজষ্ক্রিয়া জ্বলে উঠে অন্তরে-

তীব্র প্রেমে হৃদয় আমার তোমার বুকে সন্তরে।



তোমাকে ভালোবাসি বলেই, হে আমার দেশ!

যুদ্ধের মাঠে বিজয় পতাকা পানে চেয়ে থাকি অনিমেষ,

শত্রু বুলেট বিদ্ধ করে বুকের ’পরে -তপ্ত শিসা,

রক্ত দিয়ে প্রদীপ জ্বালাই কাটতে কালো অমানিশা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

তোমাকে ভালোবাসি বলেই, হে আমার দেশ!
যুদ্ধের মাঠে বিজয় পতাকা পানে চেয়ে থাকি অনিমেষ,
শত্রু বুলেট বিদ্ধ করে বুকের ’পরে -তপ্ত শিসা,
রক্ত দিয়ে প্রদীপ জ্বালাই কাটতে কালো অমানিশা।


সুন্দর!!!
ভাললাগা নিবেন।

+++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.