নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

ঘুড়ি হয়ে উড়ি

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯





মন চলে যায় অনেক দূরে- মনটা হলো ঘুড়ি,

উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি।



তেপান্তরের মাঠ পেরিয়ে স্বপ্নলোকের পাড়ে-

আমার এ মন উদাস-কবি খুঁজে বেড়ায় কারে?

সত্যালোকের সুন্দরতায় খুঁজছি তারে ঘুরি’;

উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি।



নীলের আঁকা আকাশ তলে দেখি তাহার ছবি,

মন উদাসী বিমল হাসি ছড়ায়ে দেয় কবি!

আমার ঘরে কে আসিয়া করে হৃদয় চুরি?

উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি।



কৃষ্ণচুড়ার লাল লালিমায় তাহার ছবি আঁকি,

তুলে দিলাম যা ছিলো মোর, নেইকো কিছু বাকি;

নিঃশ্ব হলাম বিশ্ব মাঝে, নাচছি দিয়ে তুড়ি;

উড়ি উড়ি উড়ি আমি আকাশ পাড়ে উড়ি।



নদীর জলে, ফুলের তলে তাহার আসনখান,

সেতো আমার ঘোর পূর্ণিমার উজল জ্যোতির চাঁন।

তাহার তরে আমার ঘরে সুবাস ভুরি ভুরি;

উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি।



মন চলে যায অনেক দূরে- মনটা হলো ঘুড়ি,

উড়ি উড়ি উড়ি আমি, আকাশ পাড়ে উড়ি।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.