নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
'আল্লাহর দোহাই, আগুন দিয়েন না।
আমি গরিব মুসলমান, আপনাদের পায়ে পড়ি, ভাইজান।
এ ব্যবসা আমার পরিবারের সকলের দানা-পানির ব্যবস্থা করে।'
কাঁদতে কাঁদতে বৃদ্ধ হাদিস-কোরআন-ধর্মীয় পুস্তক বিক্রেতা
করজোড়ে বলছে আর অঝোর ধারায় অশ্রু ঝরছে-
নির্বিকার একদল মানুষের চেহেরায় হায়েনাদের,
মদ মত্ত উন্মত্ততায় তারা লাফাচ্ছে পশুর চেতনায়,
পাঞ্জাবির নিচে লুকানো বোতলের পেট্রোল ঢেলে দিলো,
অন্যজন দেয়াশলাই জ্বালালো, তারপর-
ইসলাম রক্ষার শ্লোগান তুলে এ তান্ডবতা চললো
সারা বায়তুল মোকাররম এলাকায়- কী নির্মমতা!
বৃদ্ধ দেখছে- আগুনের লেলিহান শিখায় পুড়ছে তার দোকান,
পুড়ছে তার ভাগ্য, পুড়ছে আশা-আকাঙ্খা, সংসার,
পুড়ছে তিলে তিলে গড়ে উঠা তার ভালোবাসা,
ছেলের লেখাপড়া, সোমস্ত মেয়ের বিয়ের আয়োজন।
বেতস ফলের মতো ঘোলাটে চোখে তাকিয়ে আছে
লাল কৃষ্ণচুড়ার মতো অজস্র আগুনের দিকে।
হায়! 'শহীদ' হওয়ার লোভনীয় আমন্ত্রনে এসে-
'গাজী' হবে- এই ইচ্ছায় লাফালো পশুর দল,
নেড়ি কুকুরের মতো কেঁউ কেঁউ করতে করতে
শৃগালেরা পালাল রাতের আঁধারে গর্তের ভেতর।
অজস্র তান্ডব আর আসুরিক ধ্বংসের আঁচর
রেখে গেলো তারা আমার প্রিয় সমস্ত ঢাকা শহর।
--------------------------------
(মরলে শহীদ, বাঁচলে গাজী
বলছে এখন মহা পাজি।)
©somewhere in net ltd.