নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
এই গোলাপী! তেজঃ বেশী ক্যান, ট্রেন গেছে কি বহুদূর?
বসে বসে কান্না করো চোখে এনে সমুদ্দুর?
ট্রেনখানিতো ফিরবে না আর কান্না যতোই জোরেই হোক,
ট্রেনের চালক চালাক চতুর, সত্যবাদী ভদ্রলোক।
দশটার ট্রেন যাক না চলে, এগারোটায় আসবে রে,
উঠবে না হয় সে-ই ট্রেনেতে যথা সময় থাকতে রে।
কান্না করে কি আর হবে? অপেক্ষাতে থাকো ভাই!
সময় মতো ঘড়ির কাটার হিসাবখানি রাখো তাই।
সর্ব ট্রনে যায় না উঠা, ভুলের উপর ভিত্তিতে,
চলতি ট্রেনে উঠতে গেলে ব্যাথা পাবে চিত্তিতে।
সঠিক ট্রেনে উঠতে গেলে সময় হিসাব রাখো ভাই,
আগামীতে ভুল করো না প্লাটফরমে থাকো তাই।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
কবীর হুমায়ূন বলেছেন: আমি বড়ো নির্বিরোধী, রাষ্ট্রনীতি বুঝি কম,
এই কথাটা শুধু বুঝি রাজাকার হয় দেশের যম।
তাদের সাথে উঠা বসা করে যেজন, সূধী নয়,
রাজাকারের দোসর সকল চায়না বাংলাদেশের জয়।
'পঁচা স্বৈরাচার' আর 'দামহীন গণতন্ত্র' মন্দের ভালো মাত্র।
ভালো থাকুন 'খেয়া ঘাট'-এর যাত্রীসকল।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২
খেয়া ঘাট বলেছেন:
এই রাজাকারই দোস্ত ছিলো কেনো ভুলে গেলেন ভাই?
ক্ষমতার সখ্য হতে হাসু আপুর আঁচলে নিয়েছিলো ঠাঁই ।
সেদিনতো যা জায়েজ ছিলো আজকে হলো হারাম
দেশপ্রেম আর গণতন্ত্র কিছুই না ভাই, ক্ষমতাতেই আরাম।
মাঝে মাঝে অবাক দেখি কোনো নেতার অনুষ্ঠানে
আলীগ,বিএনপি, জামাত সব মিলে সখ্য করেন গোপনে।
এর কাঁধে ও হাত রাখে খোশামোদে থাকেন
আমজনতা শুধু পুড়েই মরে খবরটা কি রাখেন?
তলে তলে ওরা সবাই কিন্তু ভাই এক রসুনের গোঁড়া,
মরবে মানুষ, মরছে কাঙাল কপাল যে মোদের পোড়া।
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৮
কবীর হুমায়ূন বলেছেন: আপনার কথা মূল্যহীন বলে ফেলে দেয়ার ক্ষমতা নেই; তবে, একই ভুল প্রতিবার করা অনুচিত। গতকাল ভুল করেছি বলে, আগামী কালও ভুলের প্রতি আকৃষ্ট থাকতে হবে; এমনতো কথা হতে পারে না।
তবে, এ কথা সত্য আমাদের মতো তৃতীয় বিশ্বের নেতৃত্বদানকারী ব্যাক্তিরা প্রায়ই ক্ষমতামোহী।
ভালো থাকুন সব সময়।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬
রাফা বলেছেন: হুম, কোবতে ভালো হইছে।
গোলাপি ট্রেন মিস করে ফেলেছে, যা খুবই দুঃখ জনক।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০
কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হুম গোলাপী সত্যি ট্রেইনটা মিস করলো কে জানে আর ট্রেইন পাবে কিনা যেভাবে জামাত শিবির আগুন লাগাচ্ছে তাতে ভবিষ্যতে ট্রেনে উঠা মুসকিল হয়ে যাবে গোলাপীর
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
খেয়া ঘাট বলেছেন: খুব চমৎকার সুন্দর ছন্দের কবিতা। কবিতা হিসাবেই দারুন।
+++++++++++++++++++
তবে মূল বক্তব্যের সাথে একমত নই ভাই।
স্বৈরাচার আর গণতন্ত্র এখন এক প্লেটে বসে
খাচ্ছে বেশ আরাম করে, হচ্ছেটা কী দেশে?