নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
আমি ফিরে যাচ্ছি- আমার প্রথম ভালোবাসার কাছে;
তোমাদের এই এক চিতলে নোংরা আকাশ
ধুলিকণা আর শিসা মাখা দুষিত বায়ুর প্রকোপ হতে,
দুর্গন্ধময় ডাস্টবিনের পাশে শোভিত বিপনীর লাজহীনতা
আর পয়নালার উপচানো কালচে জলের গলাগলি
দম বন্ধ হয়ে আসে জালে আটকানো ইলিশ মতো।
তোমাদের আকাশটা মৃত প্রজাপতির পাখনা যেন
বড্ডো ঘোলাটে ধূসর এবং স্পন্দনহীন।
পরস্পর ঠকানোর কৌশলী মানুষের ভিড় ক্রমশ প্রাগ্রসরমান,
বিমূর্ত ভালোবাসা এখানে কোথায় খুঁজে পাই!
নেই বিশ্বাসের ছায়াদায়িনী অলৌলিক ছাতার শ্যামল ছায়ার
ভালোবাসা আর পরস্পর শ্রদ্ধাবোধের নিটোল প্রেম।
তাই, ফিরে যাচ্ছি কৈশোরের ভালোবাসার স্নিগ্ধ চাতালে,
অজস্র নীলের সুবাসিত জলে, যেখানে মীনেরা খেলা করে,
লাল-নীল-হরিৎ বর্ণের পত্তন ঘুড্ডি, চিল ঘুড্ডির
বিচিত্র আকাশ; ভালোবাসার নায়ে বাদাম তুলে
আমি চলে যাচ্ছি আমার প্রথম প্রেমিকার কাছে।
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন।
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: হুম ভলো।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
আপনার আইডিয়া বাজে গিয়েছিলাম। ভাল লাগল।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪
বাকপ্রবাস বলেছেন: সুন্দর, থেকে যান প্রথম প্রেমিকার কাছে, স্বার্থ আর ধান্দাবাজ আমাদের এই প্রতিদিনকার জীবনে দম বন্ধ হয়ে থাকার মতো করে থাকার চাইতে প্রেমিকার কাছেই থেকে যান, ঘুড়ি উড়ান, সাঁতার কাটুন..........
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
কবীর হুমায়ূন বলেছেন: ইচ্ছে জাগে আকাশ পাড়ে
উড়াই শুধু ঘুড়ি,
এ মনটারে পানসি করে
নদীর জলে চড়ি।
ইচ্ছেগুলো বাস্তবতায়
হুমড়ি খেয়ে পড়ে,
তাইতো এখন রই পড়ে রই
অবাধ্য এ শহরে।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।সো রুমান্টিক।
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।সো রুমান্টিক।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১
ফারদীন নিশ্চিন্ত বলেছেন: বেপুক রোমান্টিক