নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

দীল দরিয়া নিথর এখন

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১



দীল দরিয়া নিথর এখন

ঝড় তোল ঝড় দীল সাকী।

দ্বাদশী চাঁদ মধ্য গগন

রাত পোহাতে ঢের বাকি ।



তরল আলোর জ্যোৎস্না-রাতে,

বিরহী শ্যাম মথুরাতে,

বৈশাখী ঝড় নয়ন পাতে,

প্রহর গোনে রাত পাখি ।

দীল দরিয়া নিথর এখন

ঝড় তোল ঝড় দীল সাকী।



শুকনো গাঙের জলের তলে

ফল্গুধারায় স্রোত যে জাগে,

সকল চাওয়া যায় বিফলে

বর্ষধারা তাই সে মাগে।



আকাশ ভেঙে জলের ধারা,

বৃষ্টি নামে বাঁধন হারা,

মেঘের আড়াল চন্দ-তারা,

জলে ভরা দুই আঁখি।

দ্বাদশী চাঁদ মধ্য গগন

রাত পোহাতে ঢের বাকি ।





২৫/০৪/২০১৪।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০

অন্ধবিন্দু বলেছেন:
মেঘের আড়াল চন্দ-তারা,
জলে ভরা দুই আঁখি।
দ্বাদশী চাঁদ মধ্য গগন
রাত পোহাতে ঢের বাকি ।


ছন্দ এবং শব্দধারায় বর্ষা আসলো বলে ! সুন্দর লিখেছেন, কবীর।
শুভ কামনা।

২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতা পড়ে শান্তির পরশ পেলাম। এই বুঝি বৃষ্টি নামল বলে।

২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। এখন বৃষ্টি হচ্ছে...

বৃষ্টি ঝরে গাছের পাতায়
পথিক হাঁটছে ছাতা মাথায়
ঝুম ঝুম ঝুম বৃষ্টি ঝরে
মনটা এখন কেমন করে ...

৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪

মামুন রশিদ বলেছেন: প্রশান্তির কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.