নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

সায়াহ্নের প্রার্থনা

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৯





সকল ভাবনা তুলে রাখি আজ,

এই জীবনের সব কারুকাজ,

অকালে নামিয়া আসে কিরে সাঁঝ?

আঁধার নামিল ধীরে।

বসে রহি একা দূর পানে চাহি,

কুঞ্জবনেতে পাখি যায় গাহি,

বিরহের গানে যাই অবগাহি

জীবন নদীর তীরে।



আকাশে উদিল শত শত তারা,

উল্কা ঝরিছে বন্ধন হারা,

ভাবিতেছি বসি’ এসেছিলো কারা

সুন্দর ধরাতলে?

ধরণীর মাঝে তুলিয়া নিনাদ

করিয়া এসেছি কত প্রতিবাদ,

সকল ছাপিয়া এলো অবসাদ

তাঁহারে পাইনি বলে।



ভোগের আশায় কত হানাহানি,

কত যে মৃত্যু, কত রাহাজানি,

সকল হারাবে একদিন জানি-

যাইবে সকল সরে।

এ সকল কথা সকল ভুলিয়া,

মিথ্যাকে সদা এনেছি তুলিয়া,

আলোতে এ প্রাণ ধরিনি খুলিয়া

লোভের মোহেতে পড়ে।



ভাবছি এখন সাঁঝের বেলায়,

কেটেছে জীবন অসুর খেলায়,

হবে কি মুক্তি এই অবেলায়

ডাকলে নিরঞ্জনে?

জল তরঙ্গ মৃদু স্বরে ধায়

চেয়ে আছি আজ বিষন্নতায়

কোত্থেকে এলো কোথায় হারায়

মিশবে কাহার সনে?





যৌবন জল কেমন করিয়া

জোয়ারের তোড়ে উঠিল ভরিয়া?

সময়ের টানে নিল যে হরিয়া

সুখের স্বপ্নগুলি।

ভাবিতেছি একা বসি’ নদী কুলে,

হারায়েছি সব আসলে ও মূলে,

নিঃস্ব এখন চেতনার ভুলে

কিবা দিবো অঞ্জলি?



শুধু রহমত কামনা তোমার,

বিশ্ব মালিক! দয়ালু অপার,

তোমার করুনা করবে যে পার

পুল সিরাতের পুল।

আমার সকল মন্দ ও পাপ

স্মরণ করিয়া করছি বিলাপ

ক্ষমাকারী রাজ! করে দাও মাফ

জীবনের সব ভুল।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:১৯

ভুলনা আমায় বলেছেন: খুব ভালো লাগলো জানিয়ে গেলাম

২| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল কবিতা +

৩| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

বিপনন বলেছেন: good effort

৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ১:৫১

সোজা কথা বলেছেন: সুন্দর। খুবই বাস্তবিক।

৫| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৬

দৈনিক মজিদকন্ঠ বলেছেন: মারাত্ম সুন্দর হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.