নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
রক্তাক্ত শিশুর কান্না গাজার চৌদিকে,
ফিলিস্তিনের মাটিতে দুর্বৃত্তের হানা;
মানবতা পর্যুদস্ত- জাতিসংঘ ফিকে,
অসুরের আস্ফালন; মানুষ কি কানা?
অস্ত্রের হুঙ্কার বাড়ে- মানুষের লাশ,
সন্ত্রাসীর নির্লজ্জতা ক্রমে বেড়ে যায়;
ঈশ্বর! তুমি ঘুমাও? বাড়ে দীর্ঘশ্বাস,
অরাজক উর্ধ্বমূখী তোমার ধরায়।
গণতন্ত্র, ধনতন্ত্র সবই বিকল,
সমাজতন্ত্রের মোহ ক্লান্ত অন্ধকারে;
যুদ্ধ কি আনতে পারে শান্তির সুফল?
ফিলিস্তিন মৃতপুরী, কাঁদে হাহাকারে।
জাগো মানুষ সুন্দর, জাগাও শুভ্রতা,
বন্ধ করো অকারন পাশব হিংস্রতা।
©somewhere in net ltd.