নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
‘‘ জীবন ভালোবাসাহীন, বড়োই অর্বাচীন।’’
তাপিত হৃদয়ের আক্ষেপ শুনে
দিতে চেয়েছিলো সে ভূবনডাঙ্গার প্রেম-
সপ্তম স্বর্গস্থানে অবস্থান যার।
হৃদয়ের সব রং ভৃঙ্গারে ভরে কোন একদিন
মদিরার সাথে গুলিয়ে দিবে এই আমায়।
জলজ ভালোবাসার তারল্যের মাঝে পরম কৌশলে
শ্বেত পাথরের অনাবিল প্রেম-মহল তৈরী করে,
গভীর ভালোবাসায় ধরে বাখবে বুকের পঞ্জরে;
এ বিশ্বাসে, না চাইতে থরে থরে দিলো
মুঠো মুঠো ভালোবাসা রঙিন প্রলাপ।
‘ভালোবাসার ফুলে ভুল নেই,’
শোনায়ে গেলে কৌতূহলী ছলনে, আমার ঘুমের আগে।
বলে গেলো আরো, চতুর ভ্রকুটি হেনে-
‘‘ আবার আসিব ফিরে তোমার হৃদয়ের তীরে,
যদি না আসি, তবে ফুটবো সন্ধ্যার আকাশে তারা হয়ে।
বন্ধু! তুমি হইও আমার মাঝি, আমি তোমার নাও,
আমরা দু’জন ভেসে যাবো জলে, যেথা তুমি যেতে চাও।
পালে লাগিয়ে ভাবের হাওযা ধরবে তুমি গান,
গানের সুরে মাতাল হবে আমার অমল প্রাণ।
তুমিই আমার সুদূর দেশের পাখী,
তোমার সোহাগী ভালোবাসায় মুদে আসে এই আঁখি। ’’
‘অভিমান থেকে কাব্য হবে’ অভিমান করে তাই,
চুলোর ভেতরে অভিমান রেখে বন্ধুকে বলে যাও-
‘‘ অনেক আনন্দ চাই, বনসাই, বেদনা চাই শেষে। ’’
তাই বুঝি কি অবহেলে
পলকা রাগের অভিমান ধরে চলে গেলো দূর দেশে?
জূলাই, ২০১৪।
২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: মর্মস্পর্শি ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১:৩৯
আরজু মুন জারিন বলেছেন: জীবন ভালোবাসাহীন, বড়োই অর্বাচীন।’’
তাপিত হৃদয়ের আক্ষেপ শুনে
দিতে চেয়েছিলো সে ভূবনডাঙ্গার প্রেম-
সপ্তম স্বর্গস্থানে অবস্থান যার।
সিম্বল না বুঝে দিলাম তবে কবিতা টি বেশ ভাল।
অনেক ধন্যবাদ । শুভেচ্ছা। ভাল থাকবেন কেমন।
৪| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ২:১৫
এম. এ. হায়দার বলেছেন: বন্ধু! তুমি হইও আমার মাঝি, আমি তোমার নাও,
আমরা দু’জন ভেসে যাবো জলে, যেথা তুমি যেতে চাও।
সহজ সুন্দর লাইন দু'টি ভাল লাগল।
ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর!
কয়েকটি টাইপো আছে, ঠিক করে নিয়েন!