নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
রসময়ী তুই! আয় তোরে ছুঁই পলকা হাতের ছন্দতায়,
তাল তুলে যাই ‘কেয়ার থোড়াই’ পিঠের উপর মন্দতায়।
চপলমুখীর বিষ মাখা তীর যতন করেই বিদ্ধ কর,
বুকের উপর তুই চেপে ধর ধানের কলসী সিদ্ধ কর।
বটের তলায় কেইবা ঘুমায় থাকলে বাসর রুদ্ধদ্বার!
চপল গাঙ্গে এক তীর ভাঙ্গে চর জাগায় সে চমৎকার।
এই রেখে যাই ভক্ত নিমাই রাধার জন্যে বৃন্দাবন,
বৃক্ষ শাখায় সবুজ পাতায় শব্দ বাজুক ঝনন ঝন।
মেঘের মাথায় সূর্য লাফায় ছড়ায় হাজার ধারার জল,
রস ছেড়ে সব করে উৎসব কাব্য কথায় অনর্গল।
ইচ্ছে মতোন করবি যতন অশ্বশালার নিজ ঘোড়ার,
চুলোর উপর সব তুলে ধর বিবেকবোধের চন্দ্রহার।
©somewhere in net ltd.