নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কতোটুকু নুন ধরেছো শরীরে? আতর-লোবান
মেখেছো জঘনে, পরিপাটি করে রেখেছো কুন্তল;
চোখের ভাষায় জেগে উঠে সাত সাগরের গান,
ব্যাকুল হৃদয় আকুলিত হয়ে করে কতো ছল।
পাখি উড়ে আসে খাদ্য অন্বেষণে বিস্তৃত জমিনে,
তোমার শরীর শ্যামল জমিন, নগ্ন করি সব;
লক্ষ তারকার জ্যোতি উদ্ভাসিত, শুভ্র ফিন ফিনে
বস্ত্রখানি খসে, মাতাল হৃদয় করে উৎসব।
ঝর্ণা বয়ে যায় নুন-নোনতার, চারিদিকে ফুল
অজস্র ধারায় খসে খসে পড়ে, আকঙ্খার টান;
রাতের গহীনে উদ্ধত পর্বতে বিদ্যুত, অতুল,
জ্বলে দীপ্তিময়; উজ্জ্বল মোতিতে ভরে রাখো প্রাণ।
কফির উষ্ণতা শরীরে তোমার, ধরে রাখো সুখ,
ঘামে থই থই বিস্তৃত জমিনে রেখেছি চুমুক।
©somewhere in net ltd.