নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

ভবরঙ্গিণী

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

সে এক সকাল বেলা এসেছো খেলতে খেলা
খেলেছো তুমি কতোই ছলে!
এঁকেছি তোমার ছবি ভোরের উজ্জ্বল রবি
রেখেছি গোপনে হিয়াতলে।

ভালো লাগা ভালোবাসা দুঃখ-সুখের প্রত্যাশা
ধরে রাখি করিয়া যতন,
বসন্তের বায়ু ধারা যেন করে আত্মহারা
নবতর পাতার মতন।

ভাসাই তরণী জলে তোমার নামটি বলে
ভবরঙ্গিণী, মম সঙ্করী!
মোহন বাঁশির তানে হৃদয় উতল গানে
গোপনে করিছো মন চুরি।

মন নিয়ে খেলা শেষে চলে গেলে দূর দেশে
ছিলেম ভালোই অন্তরালে,
ভুলে গিয়ে সব কথা শূন্যতার ব্যাকুলতা;
কেনো এলে ফের সন্ধ্যাকালে?

স্মরণের চিহ্নগুলো হোক গোধুলির ধুলো
উড়ে যাক দূর সীমানায়,
ঝেড়ে ফেলে সব মায়া ভালোবাসা শ্যাম ছায়া
চেয়ে রবো নীল নীলিমায়।

২২/০৮/২০১৫
মিরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.