নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
তুমি যদি মেঘ হও আকাশের, রামধনু হবো,
তোমার পরশে দৃশ্যমান থাকবো অনাদিকাল;
রাগে-অনুরাগে পরস্পরে মাখামাখি করে রবো,
সপ্ত রঙের মেলায় তুমি নীল, আর আমি লাল।
তুমি যদি নদী হও, নিরন্তর প্রবাহিত জল,
শান্ত সুস্থির ঘন শষ্পিত- আমি হবো তার তীর;
তোমার চরণ ছুঁয়ে ছুঁয়ে বয়ে যাবো অবিরল,
ঠিক ততোটাই শান্ত রবো , যতোটা তুমি অস্থির!
তুমি যদি পাখি হও, তবে, আমি হবো তার খাঁচা;
তোমায় বুকে ধারণ করে খুঁজে নেবো জীবনের
সার্থকতা- গহীন স্পর্শের অতুল প্রেমেতে বাঁচা;
তোমারই নামে কেটে যাবে হৃদয়ের কলুষতা।
২৪/০৩/২০১৮
মিরপুর, ঢাকা।
২৩ শে মে, ২০১৮ ভোর ৪:২৪
কবীর হুমায়ূন বলেছেন: অনেক অনেক ভালোবাসা জনাব আকিব হাসান জাভেদ। ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৫
আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতায় হাজার ভালোবাসা । মায়া ভালোবাসা । জড়ানো ভালোবাসা । ভালো লাগলো রংধনু ভালোবাসার কবিতায় । ভালো থাকুন কবি।