নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

প্রেম ও দ্রোহের কবি

২৬ শে মে, ২০১৮ রাত ১২:১৯

অগ্রণী কবি, বাঙালির কবি, বিদ্রোহী কবি তুমি,
অগ্নিবীণার সুর-ঝংকারে বাংলার মাটি চুমি'
এসেছো শ্যামল সাধারণ ঘরে অনন্য এক প্রাণ,
অনাচার আর শোষণের মূলে হানতে মৃত্যুবাণ।
গানে কবিতার শব্দে শব্দে সোচ্চার প্রতিবাদ
করে গেছো তুমি আজীবন, পিয়ে দুঃখ-বিষের স্বাদ।
ধুমকেতু জ্বালা বুকে জ্বেলে, সয়ে হাজার অত্যাচার,
বলেছো- মানুষ সবার উপরে দিতে হবে অধিকার।
চির গৃহহারা, চির লাঞ্ছিত, বঞ্চিতজন যারা,
গানে কবিতায়, শব্দ ও সুরে তোমায় খুঁজছে তারা।
ভালোবাসাহীন জগতের মাঝে প্রেমহীন অভিমানে,
নীরব হলে কি ক্ষোভে ও দুঃখে অবহেলা অপমানে?
শুয়ে আছো কবি কোলাহলহীন মসজিদ প্রাঙ্গনে,
শুনতে কি পাও কবর থেকে কী বলছে মোয়াজ্জিনে?
কালের ধ্বনির বাঁশরী বাজছে ফিরে আয়, ফিরে আয়,
অত্যাচারীকে ধ্বংসের তরে ফিরে আয় বাংলায়।
এই পৃথিবীর প্রেম-চাওয়া কবি বিদ্রোহী নজরুল,
বাংলাদেশের প্রিয় দুখু মিয়া সুরভীত এক ফুল।

২৪/০৫/২০১৮
১০ জ্যৈষ্ঠ, ১৪২৫
মিরপুর, ঢাকা।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:২৮

খান ইখতিয়ার বলেছেন: প্রেম ও দ্রোহের কবিকে নিয়ে সুন্দর কবিতা।
মুগ্ধতা নিয়েই পড়লাম।

২৬ শে মে, ২০১৮ ভোর ৪:১১

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব খান ইখতিয়ার। ভালোবাসা।

২| ২৬ শে মে, ২০১৮ রাত ১:০৩

আকতার আর হোসাইন বলেছেন: হৃদয় ছুঁয়ে গেলো। কবি সম্পর্কে একেবারে নিখাদ একটি কবিতা। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা...

২৬ শে মে, ২০১৮ ভোর ৪:১১

কবীর হুমায়ূন বলেছেন: ভালো থাকুন জনাব আকতার আর হোসাইন। শুভকামনা।

৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:১৫

রাকু হাসান বলেছেন: বাহ! আমার তৃষ্ণা ছিল কবিকে নিয়ে কবিতা লেখার বা কারোর টা পড়ার .মিটে গেল । চমৎকার হয়েছে ।

২৬ শে মে, ২০১৮ ভোর ৪:১২

কবীর হুমায়ূন বলেছেন: ভালো থাকুন সবসময় জনাব রাকু হাসান। শুভেচ্ছা।

৪| ২৬ শে মে, ২০১৮ ভোর ৪:২৭

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ , আপনি ও অনেক ভাল থাকুন, শুভকামনা ।

৫| ২৬ শে মে, ২০১৮ ভোর ৪:২৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবির প্রতিশ্রদ্ধা জানিয়ে বলতে চাই,
"গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান।"

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ সোহাগ তানভীর সাকিব ভাই।
'মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান।'
ভালো থাকুন সবসময়।

৬| ২৬ শে মে, ২০১৮ সকাল ৭:২৭

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন।

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার সাহেব। ভালো থাকুন সবসময়।

৭| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪২

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব রাজীব নুর।

৮| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: শ্রদ্ধেয় কবিকে নিয়ে অনেক লেখার মধ্যে পছন্দের একটি লেখা আপনার কবিতা টি। অনেক ভালো লাগল।

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ কথার ফুলঝুরি। আপনার ছদ্মনামটি সুন্দর! শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.