নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

বেলাশেষে

১৩ ই জুন, ২০১৮ ভোর ৬:৪২


জীবনের বেলাশেষে, চেয়ে দেখি অবশেষে,
যত কিছু পেয়েছি যা, কখনওবা চাইনি তা',
চাওয়া পাওয়ার দোলাচলে দোলে গেছি মহিতলে,
শুধু শুধু মিছেমিছি অর্থহীন বেহুদা।
এসেছিলো জীবনে যা', রাখিনিগো যতনে তা',
অবহেলা করে গেছি নিয়মিত তুচ্ছতায়!
হারা-ধন পেতে মন খুঁজে ফেরে ব্যাকুলতায়।
অন্তরের অন্তরে আশাগুলো সন্তরে,
বারেবারে বেজে উঠে বিরহের সুরধ্বনি!
গোপনের গোপনেতে পুড়ে যাই দিনে-রাতে,
পুড়ে পুড়ে ছাই হই আমরা যে প্রতিদিনই।
স্বার্থের লালসায় চরাচর পুড়ে যায়,
ভাবে না কেউ কখনো তা' বলে না যে কাহারেও,
ধুলি সম 'উড়াধুরা' জীবনের স্বপনেরা,
উড়ে যায় দূর পথে জীবনের সংঘাতে,
দেখে যায় সকলে তা', বলে না কেউ- আহারে!ও।


১১/০৬/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:৩২

আকিব হাসান জাভেদ বলেছেন: চেতনার কবি ব্যাকলতায় হারিয়ে যাচ্ছে । সুন্দর কবিতা ।

১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:২১

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব আকিব হাসান জাভেদ। ভালো থাকুন ।

২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:২১

কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা জনাব সেলিম আনোয়ার। সুন্দর থাকুন।

৩| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।। ঈদে প্রিয়জনকে বই উপহার দিতে পারেন।। আমি ১০ জনকে দিয়েছি।। আপনিও দিতে পারেন।। ঈদ হোক কবিতার মত ছন্দময়।।

১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৩

কবীর হুমায়ূন বলেছেন: উত্তম উপহার। এহেন চেতনা ছড়িয়ে পড়ুক চারিদিকে। কিন্তু, বাস্তবতার দুর্ভাগ্য, এখন আর বইয়ের প্রতি অধিকাংশের আগ্রহ কম। শুভ কামনা জনাব রাজীর নুর।

৪| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫১

কাইকর বলেছেন: বাহ.......

১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৪

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩০

রাকু হাসান বলেছেন: ধেরিতে হলেও পড়লাম

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: অনেক দিন পরে এসে দেখলাম। দেরি হলেও প্রতি মন্তব্য করলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.