নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
রমজান শেষে উঠলো ঈদের চাঁদ,
খুশির জোয়ারে ভেঙেছ সকল বাঁধ।
আয়রে বন্ধু প্রতিবেশী সবে আয়,
আনন্দ রস পিয়ে হই উন্মাদ;
রমজান শেষে উঠলো ঈদের চাঁদ।
আশরাফ আর আতরাফ এক সাথে
পড়বো নামাজ সমাজের ঈদগাঁতে।
নাই ভেদাভেদ গরীব ধনীর মাঝে,
সকলের বুক মিলাবে বুকের পাতে;
আশরাফ আর আতরাফ এক সাথে।
ঈদের খুশিকে ভাগ করে নেবো তাই,
পথের শিশুকে প্রাণ খুলে ডেকে যাই।
প্রিয়জন ভেবে বুকে চেপে ধরি তারে
সোহাগে আদরে, সেও যে আমার ভাই;
ঈদের খুশিকে ভাগ করে নেবো তাই।
অভাবীকে দেবো নতুন পোষাকখানি,
যতনে মুছিবো তার নয়নের পানি।
ভোগের চাইতে ত্যাগেতে পরম সুখ-
এ'তো বলেছেন নবী হযরত জানি;
অভাবীকে দেবো নতুন পোষাকখানি।
ঈদ মোবারক চারিদিকে আজ জাগে,
মুসলিম প্রাণে ধর্মীয় অনুরাগে।
মানুষের প্রাণ হোক মানুষের তরে,
হাসি-কান্নায় এই পৃথিবীর বাগে;
ঈদ মোবারক চারিদিকে আজ জাগে।
১৫/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।
২৬ শে জুন, ২০১৮ সকাল ৮:৩০
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা প্রিয়।
২| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১৫
সনেট কবি বলেছেন: ঈদ মোবারক।
২৬ শে জুন, ২০১৮ সকাল ৮:৩০
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা প্রিয়।
৩| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৪
সৈয়দ তাজুল বলেছেন:
২৬ শে জুন, ২০১৮ সকাল ৮:৩০
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা প্রিয়।
৪| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক ও সকলকে ঈদুল ফিতর্ এর শুভেচ্ছা।
২৬ শে জুন, ২০১৮ সকাল ৮:৩০
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা প্রিয়।
৫| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: ঈদ নিয়ে খুব সুন্দর কবিতা। ভালো লেগেছে
২৬ শে জুন, ২০১৮ সকাল ৮:৩১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা প্রিয়।
৬| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক ।
২৬ শে জুন, ২০১৮ সকাল ৮:৩১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা প্রিয়।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৭
বিজন অধিকারী বলেছেন: দারুন লিখেছেন, পড়ে খুব ভালো লাগল