নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

মিমি সেন

২৬ শে জুন, ২০১৮ সকাল ৮:২৪

মিমি সেন! প্রিয় মিমি সেন! তোমার সুরেলা কণ্ঠ
আজও ভেসে যায় সমুদ্রের জলেরস্বরে-
অনিন্দ্য নিপুণ এক কলতান। পৌরাণিক স্বর্গের উপত্যকায়
মেনকার নূপুরের আওয়াজ, বেলোয়ারির রিনিঝিনি,
সেতারের নিক্কন, সুষম কবিতার মতন
সুর তুলে উড়ে যায় বসন্ত হাওয়ায়।
আজো তুমি মেঘরঙ শাড়ির কলাবতি আঁচল উড়িয়ে
মাতাল বাতাসে বুলবুলির মতোন
অবিরাম গেয়ে যাও গান, ফিনকিফাটা জ্যোৎস্নার রাতে,
যমুনার তীরে কদম্বের ডালে।
দরদীয়া কণ্ঠের নিপুণ সুর হাওয়ায় হাওয়ায় ভাসে,
কোজাগরী রাতের বেলায়, নির্জন নিস্তব্ধ বৃন্দাবনে।
তোমার খোপায় গেঁথে রাখা বেল ফুলের মালায়
মৌ মৌ গন্ধমাখা- অন্য এক পৃথিবীর সুগন্ধ ছড়ায় ।
দু'কান ভরে শুনি- ইথারে ভেসে যায়
পুরুষ্টু কণ্ঠের সুরেলা কলধ্বনি। তুমি কি জানো মেয়ে?
আমার পরান ভরায় তোমার সুরের নির্যাসের
ধ্যানমগ্ন জ্যোৎস্নার ললিত কণ্ঠস্বর!
সর্বনাশা নূপুরের ঝংকার তুলে
প্রতিদিন যেন ডেকে যাও রাই বিনোদিনী
যমুনার তীরে, আলো থই থই রাতের গভীরে।
ইরানী গোলাবের সুবাসিত ঘ্রাণ,
ক্রমান্বয়ে ম্লান হয়ে যায়; ধ্যানভাঙ্গা শরীরের গন্ধে!
উদাসী ফেরারি আমি বার বার ফিরে আসি
নীলাভ চোখের হিমেল হাওয়ার সীমানায়।
মন বলে- তুমিই পুষিয়ে দেবে এই জীবনের সব লেনদেন-
চিরন্তন কিশোরী-প্রেমের মগ্নতায় লুটিয়ে পড়া
সিদ্ধার্থের ধ্যানভাঙ্গা বিদুষীয়া মিমি সেন!


২১/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:০৩

শায়মা বলেছেন: বনলতা সেন থেকে রুবি রায় সবাইকেই মনে পড়ে গেলো এই কবিতায়।


অনেক অনেক ভালো লাগা!

আবৃতিও করা যায়....

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।

২| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে মিমি সেন কে দেখতে ইচ্চছা করছে।

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১৩

কবীর হুমায়ূন বলেছেন: মিমি সেন, পাশের বাড়ির মেয়েটি। যার কণ্ঠে মেঘমল্লারের গান। শুভ কামনা অফুরান।

৩| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: কবীর হুমায়ূন ,




মিমি সেন এর কণ্ঠ ঝংকারের ব্যবচ্ছেদ , যে ঝংকারে ধ্যান ভেঙে যায় কারো ।
ভালো হয়েছে ।

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১৩

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৪| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৭

কাইকর বলেছেন: মিমি সেন!

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১৪

কবীর হুমায়ূন বলেছেন: জ্বী। ভালো থাকবেন সব সময়।

৫| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:১৮

ব্লগ মাস্টার বলেছেন: অসাধারন।

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১৪

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা।

৬| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৭

কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ভালো লেগেছে ।

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১৫

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা সব সময়।

৭| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০১

শামচুল হক বলেছেন: মিমি সেনকে নিয়ে চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:২২

রাকু হাসান বলেছেন: অনেক ভাল লিখা .......++ দিতেই হবে

২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৮

কবীর হুমায়ূন বলেছেন: অনেক অনেক ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.