নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
শত শত তারা আলোক ছড়ায়
ঘুচে না রাতের কালো,
একটি চাঁদের আলোকে পৃথিবী
হেসে উঠে ঝলোমলো।
তুমি সেই চাঁদ আকাশের বুকে
আলোময় করো সব,
তোমায় ঘিরিয়া তাই নিতি চলে
আমাদের উৎসব।
যুগান্তরের মহান পুরুষ
মুজিবুর রহমান,
চন্দ্রালোকের উজ্জ্বল প্রভা
বাংলাদেশের প্রাণ।
২৭/১০/২০১৯
মিরপুর, ঢাকা।
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯
কবীর হুমায়ূন বলেছেন: অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রাজীব নুর। ভালো থাকুন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি আমার ভাল লেগেছে।
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৮
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ এবং ভালোবাসা বিএম বরকতউল্লাহ। শুভ কামনা সব সময়।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: স্যালুট জানাই কবি দা
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৮
কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা নিরন্তর প্রিয় আলমগীর সরকার লিটন। শুভ কামনা।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮
আসোয়াদ লোদি বলেছেন: হ্যাঁ, বঙ্গবন্ধু চাঁদ বলেই আলোকিত বাংলাদেশ।
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ আসোয়াদ লোদি। সুন্দর থাকুন।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
নার্গিস জামান বলেছেন: চাঁদ, নক্ষত্র, ধূমকেতু - যাই বলি কম হয়ে যায়
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৬
কবীর হুমায়ূন বলেছেন: ঠিক বলেছেন নার্গিস জামান। শুভ কামনা।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১১
বাকপ্রবাস বলেছেন: বঙ্গবন্ধু নামক গ্রহের চারপাশে ঘুরে অনেক কীট পতঙ্গ ভালই কামাচ্ছে।
কবিতা সুন্দর হয়েছে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩১
কবীর হুমায়ূন বলেছেন: ঠিকই বলেছেন। শুভ কামনা আপনার প্রতি।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রান।
যেদিন তাকে হত্যা করা হলো সেদিনই প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়লো।