নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার রকমফের

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০২

স্বার্থপরেরা আপন হারায়
থাকে না তাদের বন্ধুজন,
স্বার্থত্যাগীরা স্বজন বাড়ায়
অপরিচিতও হয় সুজন।

ছোটমনা যারা, তাদের নিকটে
করো নাকো কভু সৎ-আশা,
বোঝে নাকো তারা পৃথিবীর বুকে
সততাই হলো, ভালোবাসা।

০২/১২/২০১৯
মিরপুর, ঢাকা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৭

কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা এবং ভালোবাসা আপনার প্রতি।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: ভালবাসার কাছ কোন কুসিৎ চলে না
সততাই ভালবাসার সুগন্ধী ঘ্রাণ-- কবি দা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৮

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা প্রিয়। শুভ কামনা নিরন্তর প্রিয় লিটন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

কনফুসিয়াস বলেছেন: স্বর্ণক্ষারের লিখাগুলা সাবলিল ভাষায় পানি দিয়ে বুজিয়ে দিলেন। লেখনিতে প্লাস +++

কিন্তু তাও স্বার্থপর মানুষ গুলো ভাল হয় না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৩

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ মি. কনফুসিয়াস। শুভ কামনা আপনার প্রতি।

দয়া করে ভুল বুঝবেন না। আমরা প্রায়শই একটি ভুল করি; তা হলো, 'লেখনি/লেখনী' বলতে কোন লেখাকে ইঙ্গিত করি। আসলে, লেখনি/লেখনী অর্থ কলম/তুলি/পেন্সিল ইত্যাদি, যা দিয়ে লেখা হয়। শুভ কামনা সব সময়।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৪

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৪

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ কামনা নার্গিস জামান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.