নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
স্বার্থপরেরা আপন হারায়
থাকে না তাদের বন্ধুজন,
স্বার্থত্যাগীরা স্বজন বাড়ায়
অপরিচিতও হয় সুজন।
ছোটমনা যারা, তাদের নিকটে
করো নাকো কভু সৎ-আশা,
বোঝে নাকো তারা পৃথিবীর বুকে
সততাই হলো, ভালোবাসা।
০২/১২/২০১৯
মিরপুর, ঢাকা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৭
কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা এবং ভালোবাসা আপনার প্রতি।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: ভালবাসার কাছ কোন কুসিৎ চলে না
সততাই ভালবাসার সুগন্ধী ঘ্রাণ-- কবি দা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৮
কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা প্রিয়। শুভ কামনা নিরন্তর প্রিয় লিটন।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩
কনফুসিয়াস বলেছেন: স্বর্ণক্ষারের লিখাগুলা সাবলিল ভাষায় পানি দিয়ে বুজিয়ে দিলেন। লেখনিতে প্লাস +++
কিন্তু তাও স্বার্থপর মানুষ গুলো ভাল হয় না।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৩
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ মি. কনফুসিয়াস। শুভ কামনা আপনার প্রতি।
দয়া করে ভুল বুঝবেন না। আমরা প্রায়শই একটি ভুল করি; তা হলো, 'লেখনি/লেখনী' বলতে কোন লেখাকে ইঙ্গিত করি। আসলে, লেখনি/লেখনী অর্থ কলম/তুলি/পেন্সিল ইত্যাদি, যা দিয়ে লেখা হয়। শুভ কামনা সব সময়।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৪
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৪
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ কামনা নার্গিস জামান।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: চমৎকার।