নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

স্রোতের তারুণ্য

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৯


স্রোতের তারুণ্য যদি কমে আসে নদীর হিয়ায়
স্মৃতির শ্যাওলা জমে সে নদীর তটভূমি ঘিরে;
অবিরত জঞ্জালের আল্পনায় স্তব্ধ হয়ে যায়
বিদ্রোহী ঢেউয়ের ফণা; তখনই নদীর বুক চিরে
আশাহত দীর্ঘশ্বাস নেমে আসে মাটির ধরায়।
মানুষের রূপ ধরে স্বর্গসুধা মাখিয়ে শরীরে
বিশ্বাসের পথে কতো কষ্টে হেঁটে গেছো অজানায়
বঙ্গবন্ধু মুজিবুর! এ বাংলার মধুমতি-তীরে।

মোহময় কণ্ঠস্বরে অনায়াসে ভুলায়ে আমায়
নিয়েছো তোমারই বুকে, প্রজন্মের মানুষের ভীড়ে
যাদুর প্রদীপ জ্বেলে আজও খুঁজে বেড়াই তোমায়
আশাময় বাংলাদেশে, অবিরাম হৃদয়ের নীরে।
স্রোতের তারুণ্য তুমি চলমান পৃথিবীর বুকে,
প্রজ্বলিত সূর্য নিয়ে ছুটে যাও অনন্ত সম্মুখে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা পাঠ করলাম।

১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভ কামনা প্রিয় রাজিব নুর।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: যাদুর প্রদীপ জ্বেলে আজও খুঁজে বেড়াই তোমায়
মুজিবকে নিয়ে সনেট। বেশ ছিল

১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন ভাই। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.