নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

জ্ঞান

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৬


জ্ঞান বিতরণে জেনে নিও আগে
জ্ঞানের পিপাসা আছে নাকি তার;
অবোধের সাথে যদি দিনে-রাতে
জ্ঞানকথা কও, হবে অবিচার!


রাখিও স্মরণে, জন্তুর সাথে জোর করা যায়,
মানুষের সাথে নয়;
জবরদস্তি করে মূর্খরে করা যাবে নাতো
পণ্ডিত নিশ্চয়।


অহমিকা যার আছে, বলো নাকো তার কাছে,
কখনো জ্ঞানের কথা,
মূর্খের মতোন সে আপনাকে জ্ঞানী ভেবে,
করে যাবে বাতুলতা।


জ্ঞান লভে তারা, আগ্রহে যারা
লব্ধ জ্ঞানীর বাণী শোনে দিবাযামী;
অহমিকা ছেড়ে এই সংসারে
সবিনয়ে বলে, 'কিছুই জানি না আমি'।


০২/১২/২০১৯
মিরপুর, ঢাকা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৮

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর। শুভ কামনা।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্ঞানসুধা কবি দা

১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন। শুভ কামনা।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

সাজ্জাদ রয়েল বলেছেন: দারুণ হয়েছে কবিতাটা
.....।

১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৯

কবীর হুমায়ূন বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ সাজ্জাদ রয়েল ভাই। ভালো থাকুন।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩১

মুজাহিদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা ও বাস্তবভিত্তিক সত্য কথা। কিন্তু এইটা মেনে চলার মত লোক সমাজে খুব বেশি একটা নেই।

১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫১

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ ও ভালোবাসা মুজাহিদুর রহমান ভাই। ভালো থাকবেন সব সময়।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্তে ছন্দ মিল পড়তে খুবই মজা
এই শীতে যেমন লাগে মিষ্টি তেলের খাজা।
মজা পেলাম অনেক বেশী দারু কাব্য ভাই
এত দিনে পেলাম আমি মনে মনে যাহা চাই।

১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৭

কবীর হুমায়ূন বলেছেন: .
মজা পেলেন কাব্য পড়ে লাগছে আমার ভালো,
এমনি করেই পারি যেন জ্বালতে কাব্য-আলো।
অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা সেলাম ঠুকে,
ভালো থাকুন সুন্দরতায় এই পৃথিবীর বুকে।
নূর মোহাম্মদ নূরু ভাইজান শুভ কামনায়
এমনিই করেই পাশে থাকুন ভূলো না আমায়।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: অপাত্রে দান করতে নই।
সুন্দর ভাবনা। ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৮

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ বিএম বরকতউল্লাহ ভাই। ভালো থাকুন্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.